পদ্মায় ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা ও বিকল্প কর্মসংস্থান হিসেবে গরুর বাচুর বিতরণ

আমান আহম্মেদ সজিব // শরীয়তপুর
নিউজ২৪লাইন:
শরীয়তপুরের ভেদরগঞ্জে ২০২১- ২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইউনিয়ন ওয়ারী জনসচেতনতা সভা ও নিবন্ধিত সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংংস্থানের অংশ হিসেবে গরুর বাচুর বিতরণ করা হয়। রবিবার (১৩ এপ্রিল) ১০০ নং চরভাগা শিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়েছে।

এসময় চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর শিকদার এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রনোভ কুমার কর্মকার।

এসময় ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জেলেদের উদ্দেশ্য বলেন ২০২১- ২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইউনিয়ন ওয়ারী জনসচেতনতা ও ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকুন, ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি করুন।
চাঁদপুর,লক্ষীপুর, শরীয়তপুর,ভোলা, বরিশাল,ও পটুয়াখলী জেলার মেঘনা তেতুলিয়া, পদ্মা, কালাবদর ও গজারিয়া,নদীর অভয়াশ্রমসমুহের ১মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সকল প্রকার মাছ ধরা আইনতঃ নিষিদ্ধ বলে জানান। এবং এই আইন অমান্য কারিকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন বলে জানান।

এসময় পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ
সহ জেলে ও মাছ আরদারসহ অনন্য নেতৃবৃন্দ প্রমুখ।

বাস্তবায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভেদরগঞ্জ, শরীয়তপুর।

Spread the love

পাঠক আপনার মতামত দিন