ফরিদপুর বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন মাহাবুব আলম মনির 

মোঃটিটুল মোল্লা।।।

ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক,সৎ ও নির্ভীক,জন দরদী (মোঃমাহাবুব আলম মনির) ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড,ফরিদপুর জেলাসহ দেশ এবং দেশের বাহিরের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

মোঃমাহাবুব আলম মনির বলেন,পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ।
বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন আমরা এই ঈদ-উল-ফিতরে প্রদীপ্ত শপথ নেই।

তিনি আরো বলেন,দীর্ঘদিন দেশের কঠিন পরিস্থিতি পার করে এসেছেন এ দেশের সব শ্রেনীর মানুষ।তাছাড়া কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের প্রত্যেককে সচেতন এবং সতর্কতার সহিত জীবনযাপন করতে হবে।

মোঃমাহাবুব আলম মনির বলেন,ঈদ-উল-ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদে’র বড়ই আনন্দের আর খুশির দিন।
শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
এ আনন্দ ছড়িয়ে পড়ুক গ্রামেগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। ঈদ-উল-ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ— এ প্রত্যাশা করি।

তিনি আরো বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ-উল-ফিতরে এ প্রত্যাশা করি।’
সব শেষে সকলের জন্য রইলো পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক।।।

Spread the love

পাঠক আপনার মতামত দিন