পদ্মা সেতু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি

এস এম আবুল কালাম আজাদ 

সম্পাদক নিউজ২৪লাইন:

নিউজ২৪লাইন:

# বাঙালি জাতি – বীরের জাতি বাঙালীর গর্বের এ পদ্মা সেতু নামকরণে
প্রথমেই মানবতার মা  মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে news24line.com পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি তিনি বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছেন।
এবার আসুন জেনে রাখি, এক নজরে পদ্মা সেতুর সংক্ষিপ্ত পরিচিতি
——————–
জেনে নেই পদ্মা সেতু কি

১/প্রশ্ন: পদ্মা সেতু কোথায় অবস্থিত

উওর – মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে শরীয়তপুরের জাজিরায় প্রান্তে।

২. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর : ৬.১৫
৪. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৫. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায় উত্তর : নিচ তলায়।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৭. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার? উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১১. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?উত্তর : প্রায় ৪ হাজার।
১২. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? উত্তর : ৮১টি।
১৩. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত উত্তর : ৬০ ফুট।
১৪. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? উত্তর : ৩৮৩ ফুট।
১৫. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?উত্তর : ৬টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?উত্তর : ২৬৪টি।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা?
উওর: ২০২২ সালের ১৬ ডিসেম্বর। সরকার উদ্ভোধনের সিদ্ধান্ত নিয়েছে ২৫ জুন ২০২২ খ্রীঃ।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন? উত্তর : দ্বিতল বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত ।
২০. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? উত্তর : ৪২টি।
২১. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী? উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

অনেক ঘাত প্রতিঘাত চড়াই উৎরাই পেরিয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু দেশের দক্ষিণ  অঞ্চলের মানুষের সাথে আ রাজনীতি ঢাকা   তথা সমগ্র বাংলাদেশের

মানুষের কাঙ্খিত যোগাযোগ সহজ হয়েছে।

স্বপ্নের ও কল্পনার সেতু আজ বাস্তব রূপ পেয়েছে।
সবই সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দৃঢ়তা এবং সাহসিকতার জন্য।ইতিহাসের পাতায় অমর ও অক্ষয় হয়ে থাকবে শেখ হাসিনা, জয় বাংলা।

“# তাই আমি শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর সভাপতি হিসাবে, শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে মানবতার মা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতু কে

শেখ হাসিনা বহুমুখী  সেতুর নাম করণের দাবীতে আপামর জনতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনার কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।

Spread the love

পাঠক আপনার মতামত দিন