ঢাকায় পদ্মা সেতুর আনন্দ র‍্যালী

নিউজ২৪লাইন:

নিজস্ব  প্রতিবেদক :

ঢাকায় পদ্মা সেতুর আনন্দ র‍্যালী
আজ শুক্রবার সকাল ১০টায় ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে  গুলিস্তান হতে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আনন্দ র‍্যালী  অনুষ্ঠিত হয়।
আনন্দ র‍্যালীতে ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।
এদের মধ্যে শরীয়তপুর সমিতি, দি ডেইলি গ্লোবাল ন্যাশন ও শরীয়তপুরের বিভিন্ন সামাজিক সংগঠন গুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন বক্তারা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

র‍্যালী শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা, বিশেষ অথিতির বক্তব্য রাখেন ডা. শেখ ফারুক আহমেদ, পপুলার লাইফ ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী,  শরীয়তপুর সমিতির সভাপতি মোঃ আনিসউদ্দীন পাহাড়,সাধারন সম্পাদক মোঃ আবুল বাসার রানা,   দি ডেইলি গ্লোবাল ন্যাশনের সম্পাদক ড. মোঃ মাহবুবুর রহমান, জাজিরা উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ ইউনুস আলী, শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, জাজিরা ফাউন্ডেশনের সভাপতি মোঃ সামসুল হক খান, ডামুড্যা সমিতির সিনিয়ার সহ-সভাপতি মোঃ আবুল হাশেম, গোসাইরহাট সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান, ঢাকাস্থ শরীয়তপুর জেলা লেখক পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহামন গ্রামসি, ঢাকা শরীয়তপুর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এফ রহমান রুপক, ভেদেরগঞ্জ ফোরামের নেতা মোঃ ইউনুস আলী সহ শরীয়তপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন