গোসাইরহাটে যুবকের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ

ইয়ামিন কাদের নিলয়:

নিউজ২৪লাইন

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল গ্রামে ইয়ামিন হাওলাদার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে গোসাইরহাট থানার পুলিশ।

১১ আগষ্ট বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইয়ামিন গোসাইর হাটের দাশের জঙ্গল এলাকার মৃত ইয়ার বক্স হাওলাদারের ২য় পুত্র। সে দুবাই প্রবাসী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন তার মা ও ভাই-বোনদের সাথে দাশের জঙ্গল এলাকার রাজু মেলকারের বাড়িতে ভাড়া থাকতো।

ইয়ামিনের মায়ের সাথে ইয়ামিনের কথা কাঁটাকাটি হয়। কথা কাঁটাকাটির এক পর্যায়ে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়।

তার কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে দেখে ইয়ামিন ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে তার মায়ের ডাক-চিৎকার শুনে প্রতিবশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। গোসাইরহাট থানার পুলিশ এসে ইয়ামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ইয়ামিনের মা বলেন, ইয়ামিন শারীরিক ভাবে অসুস্থ্য থাকার কারণে দুবাই থেকে চলে আসে। দুবাইতে ওর ডিউটি অনেক ভালো ছিল।

প্রতিবেশী জামাল বেপারী বলেন, ‘ইয়ামিনের মায়ের ডাক চিৎকার শুনে আমরা ছুটে আসি। তারপর ঘরের জানালা দিয়ে দেখি ইয়ামিনের বডি ঘরের আড়ার সাথে ঝুলতেছে। পরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকি এবং থানায় খবর দেই। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

গোসাইর হাট থানার এস আই অনির্বান সরকার বলেন, রাজু মেলকারের ভাড়া বাসা থেকে ইয়ামিন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এটি হত্যা, না আত্মহত্যা এখন ফাইন্ড আউট করতে পারিনি। মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে কি ঘটনা ঘটেছিল তা বলতে পারবো।

Spread the love

পাঠক আপনার মতামত দিন