নারী উদ্যোক্তা সংগ্রহ করতে যাচ্ছে আমরা রমণী

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয় বিশেষ প্রতিনিধি

‘আমরা রমণী’ এর লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সুসংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। আমরা রমণীর আওতাধীন ‘Door to Door Mobile Entrepreneurs’ নামের প্রকল্পটি চালু করার পর থেকে আমাদের নির্বাচিত নারী উদ্যোক্তারা এখন ঘরে ঘরে গিয়ে চিকিৎসা প্রদান, মহিলা ও শিশুদের স্বাস্থ্যকর পণ্য বিক্রি ও টেলিযোগাযোগ সুবিধা প্রদানসহ ইত্যাদি নানা পরিষেবা প্রদান করে যাচ্ছেন।
এবার আমরা আবারও গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা থেকে আরও কিছু নারী উদ্যোক্তা সংগ্রহ করতে যাচ্ছি। সেইজন্য কোন নারী যদি এই প্রকল্পে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই উল্লেখিত ফর্মের সব পূরণ করে আবেদন করতে পারেন।
আবেদন করার আগে অবশ্যই এই শর্তগুলো পড়ে ফর্ম পূরণ করবেন-
১. অবশ্যই অবশ্যই আপনার এলাকা বা গ্রামের ঘরগুলোতে ঘুরে ঘুরে আমাদের এই প্রকল্পের সেবাসমূহ প্রদান করতে হবে।
২. আবেদন প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
৩. বাটন বা এন্ড্রয়েড মোবাইল ফোন চালাতে জানতে হবে।
***আবেদন ফর্মের লিংকঃ https://cutt.ly/3XzILHq
***আবেদনের শেষ তারিখঃ ২৭ আগস্ট ২০২২
ফর্ম পূরণ করতে কোন সমস্যা হলে বা যে কোন প্রয়োজনে আমাদের Amra Romoni এর ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন এবং আমাদের সকল আপডেট জানতে আমাদের পেইজের সাথেই থাকুন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন