শরিয়তপুরে নদী ভাঙ্গা অসহায় মানুষের পাশে দাড়ালেন সরকার একে এম এনামুল হক শামীম

নিউজ২৪লাইন:
রতন আলী মোড়ল শরীয়তপুর;
শরিয়তপুরে জাজিরার বড় কান্দি ইউনিয়ন ও পালের চর ইউনিয়নের নদী ভাঙ্গা অসহায় মানুষের পাশে দাড়ালেন বর্তমান সরকার কর্তৃক পানি সম্পদ উপমন্ত্রী,এ কে এম এনামুল হক শামীম ।

সর্বনাশ পদ্মা নদীর তীরে চর বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের সব যেন শেষ, কেরে নিল বশতি ভিটা গবাদি পশু ঘড় বাড়ি স্বপ্নের গ্রার্ম ভয়াবহ স্রোতের কারণে নদীতে বিলীন হওয়া শত শত পরিবার আজ সর্বহারা, পদ্মা নদীর ভাঙনে পরা পরিবার পরিজনের, এই অবস্থায় বর্তমান দেশের সরকার কর্তৃক অসহায় মানুষ গুলো কে করলেন সহায়তা।

(১০ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯ টায় সময়
জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন ও বড়কান্দি ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন এবং ভাঙ্গনের কবলে পরা ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা সভার মাঝে বলেন।

বঙ্গবন্ধুর কন্যা আমাদের ভালোবাসেন আমাদের নিয়ে চিন্তা করেন আমাদের মাতৃভূমি নিয়ে অনেক গভীরে ভাবে অগ্রগতি চালাচ্ছে বেড়ীবাদ প্রকল্প বাস্তবায়ান হবে অতি জরুরি কাজ ধরবো।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বড় কান্দি ইউনিয়ন জনগনকে খাদ্য সহায়তা সহ নতুন ঘড় তৈরি করা ঢেউটিন চেক বিতরণ করেন।

পরিদর্শনের কালে মন্ত্রী বলেন আর একটু ধৈর্য ধরেন আগামী কয়েক মাসের মধ্যে মূল বেড়ীবাঁধের কাজ শুরু করা হবে।

পানি সম্পদ উপমন্ত্রী আরো বলেন যেসব এলাকা ভাঙন কবলিত, সেই সকল স্থানে জরুরী ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডকে বালুর বস্তা জিওব্যাগ ফেলানোর নির্দেশ দেন।

পালেরচর ইউনিয়নে কাথুরিয়া গ্রামে কয়েকটি নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করেন। মন্ত্রী বলেন বড়কান্দি ৯ নং ওয়ার্ডের অরক্ষিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার জন্য নির্দেশনা দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিয়তপুর(২) আসনের সংসদ সদস্য (এমপি) মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী,এ কে এম এনামুল হক শামীম।

এসময় মন্ত্রী সাথে উপস্থিত ছিলেন
উপজেলা চেয়ারম্যান জনাব মোবারক আলী সিকদার, মির্জা হযরত আলী (পিপি),পানি উন্নয়ন বোর্ডের অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা আওয়ামীলীগের সকল সংগ সংগঠনের নেতাকর্মীরা অন্যান উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ময়দায় সহ সাংবাদিক বিন্দ জন সাধারণ মানুষ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন