আশ্রয়ণ প্রকল্প পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করলো ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর:

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার নরবালাখানা আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২ মণ ৮০ কেজি রুই,কাতলা,মৃগেল, পোনা মাছ অবমুক্ত করণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পালং ইউনিয়নের নরবালাখানা একটি পুকুরে এ পোনা মাছ অবমুক্তে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা পলাশ হালদারসহ উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মাছের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপে দেশে মাছ উৎপাদনে ব্যাপক সফলতা আসবে। দেশে মাছের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। শরীয়তপুর সদর উপজেলার আওতায় থাকা প্রতিটি জলাশয়ে শতভাগ মাছের উৎপাদন বাড়াতে হবে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন