শরীয়তপুরে বিশ্ব বসতি দিবস ২০২২ পালিত

নিউজ২৪লাইন:
নুরুজ্জামান শেখ,শরীয়তপুর থেকে।

শরীয়তপুর জেলা গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। ৩ অক্টোবর ২০২২ সকাল ১১.০০ টায় বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব বসতি দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: মহিবুর রহমান, পিইঞ্জ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, শরীয়তপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: শাহজাহান ফরাজি, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, শরীয়তপুর, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর ডিডি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রনি, এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বিভিন্ন আবাসন প্রকল্পের পরিচালকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি হিসেবে শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন টেকসই স্থাপনা নির্মাণ করতে সঠিক পরিকল্পনা প্রয়োজন। এমন ভাবে বসতি নির্মাণ করতে হবে যেন প্রজন্মের পর প্রজন্ম নিরাপদে থাকতে পারে এবং এছাড়া গ্রামের সুবিধা এমভাবে নিশ্চিত করতে হবে যেন মানুষ শহরমূখী না হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মহিবুর রহমান, পিইঞ্জ, তাঁর বক্তব্যে বলেন ১৯৮৬ সাল হতে অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর বিশ্ব বসতি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি সবার জন্য টেকসই নগর গড়ি”। তিনি আরো বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগরী এবং সবার জন্য নাগরিক সুবিধা সম্বলিত আবাসন নিশ্চিত করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিশ্ব বসতি দিবস ২০২২ এর ব্যানারে একটি র‌্যালি বের হয়ে জেলা গণপূর্ত বিভাগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Spread the love

পাঠক আপনার মতামত দিন