ডামুড্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম ,উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাদী জিল্লু রহমান, দারুলআমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু সিকদার, ডামুড্যা প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেলসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা প্রমুখ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন