ভেদরগঞ্জের তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন সিভিল সার্জন শরীয়তপুর

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহ পরান রবিবার তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।

শরীয়তপুরে যোগদানের পরে তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন, সেবার মান এবং রেজিস্ট্রারে তথ্য নিয়মিত ও যথাযথভাবে লিপিদ্ধ করার নির্দেশ দেন। ও চলমান কাজ ক্যাম্পাস ও ইনডোর চালু হওয়ার বিষয় দ্রুত সেবার কার্য চালু করার বিষয় নির্দেশনা দেন।

এ সময় সিভিল সার্জন সাথে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন।

তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফতিমা মাহজাবীন বলেন, সিভিল সার্জন স্যার শরীয়তপুরে যোগদানের পরে প্রথম হাসপাতালে এসে বর্তমান সেবা প্রত্যাশী রোগীর সংখ্যা বাড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত ইনডোর সেবা চালুর বিষয় নির্দেশনা দেন। আগে এখানে প্রতিদিন ১৫-২০ জন রোগী সেবা পেত। এখন প্রতিদিন ৭০-৮০ জন রোগী সেবা পায়। রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হচ্ছে।এখন হাসপাতালে জনবল সংকট থাকায় সকল সেবা চালু করা যাচ্ছে না। তবে জনবল নিয়োগের বিষয় আশ্বাস দেন সিভিল সার্জন মহোদয়।

Spread the love

পাঠক আপনার মতামত দিন