সখিপুর ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সখিপুরে প্রাকৃতিক দুর্যোগ সিত্রাং এ ক্ষতিগ্রস্ত গরীব দুস্থ ও অসহায় ৮০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টার সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ৮০ জনকে ২ বান ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ বিতরন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সখিপুরে প্রাকৃতিক দুর্যোগে সিত্রাং এ ক্ষতিগ্রস্ত গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরন হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা,জেলা পরিষদ সদস্য (প্যানেল চেয়ারম্যান) এম এ কাইয়ুম পাইক,ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গিয়াসউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি সরদার, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ হাওলাদার ।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার , অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরভাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার,দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মাল, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা, কাঁচি কাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, সখিপুর থানা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ সরদার,সহ প্রমুখ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন