শরীয়তপুরে স্কাউটস ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২

নিউজ২৪লাইনঃ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে।

শরীয়তপুরে স্কাউট ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে শরীয়তপুর স্কাউট ত্রিবার্ষিক সম্মেলনে শরীয়তপুর সদর উপজেলা স্কাউট এর নতুন কমিটি ঘোষণা করা হয়। শরীয়তপুর স্কাউট ত্রি-বার্ষিক সম্মেলনে পদাধিকার বলে সভাপতিত্ব করেন জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার। স্কাউটস সদর উপজেলার নতুন কমিটির পদাধিকার বলে সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্কাউটস ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ শহিদ হোসেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুকন্ঠ ভক্ত। জেলা স্কাউটের সহ-সভাপতি, আনোয়ার কামাল। জেলা স্কাউটের কমিশনার, সঞ্জীব কর্মকার। জেলা স্কাউটের সম্পাদক, শম্ভুনাথ পোদ্দার। উপজেলা স্কাউটের সম্পাদক, আব্দুল সাত্তার মিয়া। সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে বেগবান করেন শরীয়তপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। স্কাউটস সদর উপজেলা ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে স্কাউট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি তার বক্তব্য বলেন স্কাউটিং বিশ্বের একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক শিক্ষামূলক যুব আন্দোলন। শিশু কিশোর ও যুব বয়সীদের ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে সৎ চরিত্রবান, পরোপকারী, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উত্তম আন্দোলনেই হচ্ছে স্কাউট আন্দোলন যা বয়স্ক নেতাদের দ্বারা বিশ্বব্যাপী পরিচালিত হয়ে আসছে। স্কাউট সদস্যদের সমাজসেবা, সামাজিক উন্নয়ন, দুর্গত জনগণের সেবা ও জনসচেতনতা আজ দেশের সকল পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের নিকট প্রশংসিত হচ্ছে।
স্কাউটের ইতিহাস: রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৯০৭ সালে লন্ডনের ব্রাউনসি দ্বীপের পোল হারবারে ২০জন বালক নিয়ে পরীক্ষামূলকভাবে যে যাত্রা শুরু করেন, তা আজ বিশ্বব্যাপী সমাদৃত স্কাউট আন্দোলন হিসেবে পরিচিত। বিশ্বের ১৬৯ টি দেশে বর্তমানে স্কাউটিং কার্যক্রম চলছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন