সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার রাস্তার পাশে থাকা ছিন্নমূল গরিব ভিক্ষুকদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

নিউজ২৪লাইনঃ

নুরুজ্জামান শেখ শরীয়তপুর থেকে

বাংলাদেশ একটি শীত প্রধান দেশ। যে দেশে বছরের দুমাস, পৌষ -মাগ মাসে প্রচন্ড শীত পড়ে।
গত ২৯-৩০ ৩১ ডিসেম্বর ২০২২ প্রচন্ড কনকনে ঠান্ডা শীত পড়েছে। কনকনে হিম শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেড়েছে ডায়রিয়া ঠান্ডা জনিত নিউমোনিয়া রোগের প্রকোপ। কনকনে শীত পড়ার কারণে শরীয়তপুর সদর হাসপাতালে বৃদ্ধ, শিশু রোগীর বেড়েছে চাপ। প্রচন্ড শীতের ভিতরে দেখা যাচ্ছে ছিন্নমূল গরিব হতদরিদ্র দরিদ্র ভিক্ষুক শরীয়তপুর সদর কোট আদালত সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে পালং বাজার বটতলা চৌরঙ্গীর মোড় নতুন বাস স্ট্যান্ড এর বিভিন্ন মার্কেটের সামনে দোকানের টিনের ছাউনির নিচে ফুটপাতে রাস্তার পাশে কেউ আবার খোলা আকাশের নিচে শীতকে আলিঙ্গন করে দিনযাপন করতেছে। গত ৩১ ডিসেম্বর রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শরীয়তপুর সদর বাসস্ট্যান্ড থেকে পালং বাজার বটতলা চৌরঙ্গী মোড় এবং কোট আদালত বাস স্ট্যান্ড থাকা ছিন্নমূল গরিব ভিক্ষুকদের কে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র মানবতার কর্মী রাস্তার পাশে থাকা ছিন্নমূল গরিব ভিক্ষুকদের কে নিজ তহবিল থেকে খাবার বিতরণ করেন এবং ৩০ জনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে জানান গত ২৯ ৩০ ৩১ ডিসেম্বর প্রচন্ড শীত পড়েছে। আমি দেখেছি রাস্তার পাশে থাকা ছিন্নমূল গরিব ভিক্ষুক অসহায় হত দরিদ্র মানুষ এই প্রচন্ড শীতে কষ্ট ভোগ করতেছে। এই শীতে যেন হাটবাজারে রাস্তার পাশে থাকা ছিন্নমূল গরিব ভিক্ষুক যেন শীতে কষ্ট ভোগ না করে,সেজন্য তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। এই শীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন