সখিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

নিউজ২৪লাইনঃ

আমান আহমেদ সজিব // শরীয়তপুর প্রতিনিধিll
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর হাজী শরীয়তউল্লাহ বিশ্ববিদ্যালয়ে দিনটি পালিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি-২০২৩) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজী শরীয়তউল্লাহ কলেজ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯ টায় আনন্দ রেলি নিয়ে সখিপুর থানা আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা ও কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার ও সাধারণ সম্পাদক তুষার ইমরান এবং সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক সরদার, জেলা পরিষদ সদস্য কহিনুর সুলতানা দোলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ও থানা আওয়ামীলীগ, যুবলীগ,ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Spread the love

পাঠক আপনার মতামত দিন