রমজানের শুরুতেই কৈজুরীর নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের আশ্রয় কেন্দ্রে ঈফতার ও দোয়ার আয়োজন

টিটুল মোল্লা: রমজানের শুরুতেই ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নে, ক্ষমতাসীন দলের মনোনিত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর ব্যাক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলা গ্রাম আশ্রয়ন কেন্দ্র সংলগ্ন মসজিদে ঈফতার ও রমজানের তাৎপর্য তুলে ধরে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ২৪ শে মার্চ শুক্রবার রোজার প্রথম দিনে আশ্রয়ন কেন্দ্রের ১০০ পরিবারের অন্তত ৪ শতাধীক জনগনসহ আশপাশের অনেকেই এ ঈফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের পক্ষ হতে সেলিম মোল্ল্যা, জাহাঙ্গীর হোসেন, নুরু শেখ, গফুর ব্যাপারী, আবেদ শেখসহ বেশ কয়েকজন কর্মি সমর্থক এসব ঈফতার সামগ্রী সকলের হাতে তুলে দেন। এ দিকে ১ম রোজায় এ সব ঈফতার পেয়ে আশ্রয়ন কেন্দ্রের উপকার ভোগীরা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আশ্রয়ন কেন্দ্রের সুখে দু:খে চেয়ারম্যানের সর্বদা পাশে থাকার আশাবাদ ব্যাক্ত করে তার দীর্ঘায়ু কামনা করেন এ সব উপকার ভোগীরা। এ বিষয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান সাথে কথা হলে, ১ম রোজায় আশ্রয়ন কেন্দ্রের ঈফতার মাহফিলে সকলের উপস্থিতি তাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম আর আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়ার মাস। এ সময় তিনি কৈজুরী ইউনিয়নবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তাকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তার প্রতি আস্থা রেখে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় আওয়ামীলীগের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানান। একই সাথে সুমহান সেবার ব্রত নিয়ে আশ্রয়ন কেন্দ্রসহ ইউনিয়ন বাসীর সর্বদা পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য পবিত্র রমজান উপলক্ষে তুলা গ্রামের এই আশ্রয়ন কেন্দ্রে গত বুধবার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর ব্যাক্তিগত তহবিল থেকে ঈফতারী রান্নার একটি পাত্র, ৩ টি ফ্যান ও নগত অর্থ প্রদান করা হয়। এ ছাড়াও এ কেন্দ্রে বসবারত উপকারভোগীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা চালিয়ে আসছেন তিনি। এ বছরের পবিত্র রমজান মাসে ইউনিয়নের বিভিন্ন মসজিদে পর্যায়ক্রমে ঈফতারের আয়োজন করারও ঘোষনা দিয়েছেন তিনি।

Spread the love

পাঠক আপনার মতামত দিন