বাংলাদেশে খাদ্যে ভেজাল ধরতে অভিনব উদ্ভাবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ধরনের লিটমাস স্ট্রিপ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে একজন ক্রেতা নিজেই খাদ্যে ফরমালিন আছে কিনা, তা পরীক্ষা করে নিতে পারবেন৷

উন্নয়নশীল দেশের পথে হাঁটছে বাংলাদেশ৷ ক্রমবর্ধমান জনসংখ্যার এ দেশে খাদ্য নিরাপত্তা একটি বড় ইস্যু৷ বেশি লাভের আশায় বিক্রেতারাখাদ্যে ভেজাল মেশাতেও পিছপাহন না৷ বাজারে যেসব খাবার, সবজি ও মৌসুমী ফল পাওয়া যায়, তার প্রায় সবগুলোতেই মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি রয়েছে৷ অনেকে আবার ফরমালিন মিশ্রিত বরফ বা পানি দিয়ে মাছ সংরক্ষণ করেন, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷ সাধারণ ক্রেতা হিসেবে গোলাম মোর্তুজা বলেন, ‘‘আমরা তো বাজার থেকে মালামাল কিনে ব্যবহার করি৷ কিন্তু কোন মাল বাজারে কীভাবে আসে, সেটা তো আমরা জানি না৷ তাই আমরা না জেনেই ভেজাল খেয়ে ফেলছি৷”
আশার কথা হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা তিন বছরের প্রচেষ্টায় এক ধরনের লিটমাস স্ট্রিপ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে একজন ক্রেতা নিজেই খাদ্যে ফরমালিন আছে কিনা, তা পরীক্ষা করে নিতে পারবেন৷ বুয়েটের সহকারী অধ্যাপক ড. মহিদুস সামাদ বলেন, ‘‘আমি যখন বাংলাদেশে প্রথম আসলাম, তখন দেখলাম এখানে খাবারে অনেক ভেজাল৷ তখন চিন্তা করলাম, বাইরে থেকে আমি যে শিক্ষা নিয়েছি, সেখান থেকে আমি কোনো কিট তৈরি করতে পারি কিনা, যেটা ফরমালিন শনাক্ত করতে পারে৷ আমার এখনো মনে আছে, আমি যখন এখানে ২০১৩-এ ফিরে আসলাম, তখন আমায় প্রশ্ন করা হয়েছিল, আমি কী করবো৷ আমি বলেছিলাম, একটা পেপার বেসড কিট বের করতে চাই, যেটা ফরমালিন শনাক্ত করতে পারে এবং যা খাদ্য নিরাপত্তায় সাহায্য করবে৷ ”
যে খাবারে ফরমালিনের উপস্থিতি যত বেশি থাকবে, লিটমাস পেপারটি তত বেশি গাঢ় বেগুনি রং ধারণ করবে৷ এতে করে সহজেই খাদ্যে বিষের আধিক্য শনাক্ত করা যাবে৷ বুয়েটের গবেষক সাকিব ফেরদৌস বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি রাসায়নিক পদার্থ খুঁজে বের করা, যা ফরমালিনের সাথে বিক্রিয়া করবে৷ বিক্রিয়ার ফলে সেটা এমন একটা রং ধারণ করবে, যা স্বচ্ছ পানিতে আমরা আলাদা করতে পারবো৷”
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মহিদুস সামাদের তত্ত্বাবধানে চলে এ গবেষণা কার্যক্রম৷ মোট ৫৫টি খাবারের উপর গবেষণার ফলাফল ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাঁরা৷ বুয়েটের প্রভাষক মো. নাজীবুল ইসলাম বলেন, ‘‘আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল দুটি৷ এর মধ্যে এক, সহজ হতে হবে এবং দুই, স্বল্পমূল্যের হতে হবে৷ এর জন্য আমরা যে মাধ্যমটা বেছে নিয়েছি, সেটা হলো পেপার৷ পেপার ব্যবহারের ফলে আমাদের খরচ কমে যাচ্ছে৷ আমরা হিসেব করে দেখেছি যে, এটা অল্প খরচে তৈরি করা যাবে, যা একজন বাংলাদেশি নাগরিক খুব সহজে কিনে ব্যবহার করতে পারবেন৷”

‘১ কেজি প্লাস্টিক থেকে ২০ কেজি ডিজেল উৎপাদন সম্ভব’

নিউজ টুয়েন্টিফোরলাইন ডট কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘প্লাস্টিক পণ্য থেকে জালানি: বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণা’ বিষয়ক এক সেমিনার মঙ্গলবার দুপুরে (২৩ অক্টোবর ২০১৮) অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুপ মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ওয়েস্ট টেকনোলজিস্ট এলএলসির প্রধান নির্বাহী ড. মাইন উদ্দিন সরকার এবং নির্বাহী পরিচালক ড. আঞ্জুমান বেগম শেলী। সেমিনারের সমন্বয় করেন নোবিপ্রবি কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

সেমিনারে বক্তারা বলেন, এলএলসি সারা পৃথিবীতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। ওয়েস্ট অর্থাৎ আবর্জনাকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যবান জিনিস উৎপাদন করা। এ পদ্ধতিতে ১ কেজি প্লাস্টিক থেকে ২০ কেজি ডিজেল উৎপাদন সম্ভব। এছাড়া এর মাধ্যমে গ্যাস, এভিয়েশন ফুয়েল ও বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

উল্লেখ্য, প্রধান নির্বাহী (সিইও) প্রফেসর ড. মাইন উদ্দিন সরকার একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি নোবিপ্রবি’র সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এশিয়া অঞ্চলের হাব হিসেবে তিনি নোবিপ্রবিকে অগ্রাধিকার দিচ্ছেন। এছাড়া তিনি নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়েও আগ্রহ দেখান।

সেমিনারে ড. মাইন উদ্দিন সরকাররের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

স্মার্টফোনে পর্ন! সতর্ক থাকুন

নিউজ ২৪ লাইন ঃ

আজকাল অনেকে ফেসবুক বা অন্য কোন সোশ্যাল সাইট থেকে পর্ন সাইটে চলে যান। কেউ আবার কৌতূহল চেপে রাখতে না পেরে সরাসরি এ কাজ করে বসেন। কিন্তু এই কাজটা স্মার্টফোনে করলে বড় বিপদ হতে পারে। এনিয়ে সম্ভাব্য ৫টি বিপদ তুলে ধরা হল:

১। বিভিন্ন ধরণের ম্যালিসিয়াস সফটওয়্যার রয়েছে যা স্মার্টফোন লক করে দেয়। অনেক সময়েই টাকার বিনিময়ে লক খুলতে হয়। পর্ন-সাইটে ভেসে ওঠে কিছু পপ-আপ। আর তাতে ছোঁয়া লাগলেই মোবাইল লক হয়ে যেতে পারে। অনলাইনে টাকা দিলে তবেই খোলা যায়। অনেক সময়ে খোলাও যায় না।

২। এটা সকলেরই জানা যে, চাইল্ড-পর্ন দেখা আইনত অপরাধ। অনেক সময়ে অনিচ্ছাকৃতভাবে চাইল্ড-পর্ন সাইট খুলে যেতে পারে। হ্যাকাররা যদি জানতে পারে কেউ স্মার্টফোনে চাইল্ড পর্ন দেখেছে তবে তাকে আইনি বিপদে ফেলতে পারে কিংবা সেই ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে পারে।

৩। মনে রাখবেন, হ্যাকাররা সব সময়ে ওৎ পেতে বসে রয়েছে। তাদের অন্যতম বড় ফাঁদ হল পর্ন-সাইট। যারা নিয়মিত পর্ন দেখতে অভ্যস্ত তাদের বিভিন্ন সাইটের বিজ্ঞাপন দেখিয়ে সেখানে ঢুকতে প্রলুব্ধ করে হ্যাকাররা। একবার সেই সাইটে ঢুকলেই হ্যাকাররা সহজেই চুরি করে নিতে পারে কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য।

৪। পর্ন-সাইটের মাধ্যমে আপনি জড়িয়ে পড়তে পারেন নানা রকম পেইড সার্ভিসে। অনিচ্ছাকৃতভাবে মোবাইলে অ্যাক্টিভেট হয়ে যায় এমন কিছু সার্ভিস, যা আপনি জানতেও পারেন না। কিন্তু ওই সার্ভিসের জন্য কেটে নেওয়া হয় টাকা।

৫। পর্ন-সাইটে ঢুকলে শুধু যে বিজ্ঞাপনই আপনাকে বোকা বানাবে তা নয়, দেখানো হয় নানা রকম অ্যাপ ডাউনলোড বা আপডেটের লোভ। হ্যাকারদের এই ফাঁদে পা দিলেই হাতছড়া হয়ে যাবে আপনার যাবতীয় তথ্য।

সূত্র ঃবিডি প্রতিদিন

ফ্রান্সে ৬৫ হাজার লোককে প্রশিক্ষণ দেবে ফেসবুক

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্মসংস্থান পরিকল্পনার আওতায় নারীদেরকে ব্যবসায় ও বেকারদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে ৬৫ হাজার ফরাসীকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার প্রশিক্ষণ দেবে। ফেসবুক সোমবার একথা জানিয়েছে।

ইন্টারনেট ভিত্তিক বৃহৎ প্রতিষ্ঠানটি ২০২২ সাল নাগাদ ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত এক কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের পেছনে কি পরিমাণ বিনিয়োগ করবে তা জানায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমটি ফ্রান্সের জাতীয় বেকার সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৯ সাল নাগাদ ৫০ হাজার বেকার লোককে কম্পিউটার চালনায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেবে।

একই সময়ে ফেসবুক নিজস্ব কম্পিউটারভিত্তিক ব্যবসা পরিচালনায় দক্ষ করে গড়ে তোলার জন্য ১৫ হাজার ফরাসী নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে।

শি মিনস বিজনেস কোম্পানির সম্প্রসারণের অংশ হিসেবে এটা হবে হবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশে কাজ করছে।

কর্মসংস্থান পরিকল্পনার আওতায় ফ্রান্সের বিভিন্ন শহরে ৩ হাজার ৫শ’ নারীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়াও আরো ১১ হাজার ৫শ’ নারীকে অনলাইন কোর্স করানো হবে।

পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না অন্তর্বাসঃঠেকাবে ধর্ষণ

‘ধর্ষণ প্রতিরোধী’ অন্তর্বাস তৈরি করেছেন সিনু কুমারী নামে ভারতীয় এক নারী। এটি প্যান্টিটি বুলেটপ্রুফ। কাটা যাবে না ছুরি দিয়েও। শুধু তাই নয়, অন্তর্বাসটিতে একটি তালা সংযোজন করা হয়েছে। রয়েছে একটি ভিডিও ক্যামেরা ও জিপিএস অ্যালার্ট সিস্টেম।

ওই তরুণীর দাবি, বিশেষ নকশায় নারীদের জন্য তৈরি করা অন্তর্বাসটি ধর্ষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।ব্রিটিশ দৈনিক মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ফরাক্কাবাদের সিনুর এই অন্তর্বাসটি তৈরি করতে ৫০ ইউরোর মতো খরচ হয়েছে।সিনু জানান, অন্তর্বাসে একটি স্মার্ট তালা রয়েছে, যা পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। একটি ইলেকট্রিক ডিভাইস বসানো হয়েছে, যা দিয়ে জরুরি কল করা যাবে। অন্তর্বাসটিতে একটি বাটন রয়েছে, যা চাপ দিলে কল চলে যাবে সেট করা জরুরি সহায়তার নম্বরে।

এই অন্তর্বাস পরা অবস্থায় কোনো নারী যদি আক্রান্ত হন, তখন এই ডিভাইসটি থেকে কল যাবে তার স্বজন ও পুলিশের কাছে। জিপিএস সিস্টেম থাকায় পুলিশ সহজেই ওই নারীর অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করতে পারবে বলে জানিয়েছেন এ তরুণী।

সূত্রঃ যুগান্তর

মিয়ানমারে বাংলাদেশি হ্যাকারদের হানা, রাষ্ট্রপতি অফিসের ওয়েব সাইট ডাউন

মিয়ানমারের রাষ্ট্রপতি অফিস, তথ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ওয়েবসাইট অচল দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

দেশটির রোহিঙ্গা  জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা করেছে  বাংলাদেশী হ্যাকার গ্রুপ সাইবার ৭১।

মঙ্গলবার মধ্যরাতের এই হানায় সরকারি এসব সাইট অচল করে দেয়া ছাড়াও দেশটির অন্যতম ব্যবসায়ী গ্রুপ এমকে কোম্পানিজের সাইট দখল করে নেয় সাইবার ৭১ ।

সাইবার ৭১ তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানায়, ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে ডিডস আক্রমনে প্রথমে বন্ধ করে দেয়া হয় রাষ্ট্রপতি অফিস, তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এরপর ডাউন করে দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের সাইট।

পরে বাংলাদেশী হ্যাকার গ্রুপটি এমকে কোম্পানিজের সাইট দখল করে সেখানে রোহিঙ্গা নির্যাতন বন্ধের পোস্টার ঝুলিয়ে দেয়।

গ্রুপটি তাদের পেইজে জানায়, মিয়ানমার যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গা নির্যাতন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাইবার স্পেসে আক্রমন চলবে।

২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার অর্জিত হবেঃ জুনাইদ আহমেদ পলক

মোঃ রাশেদুল ইসলাম ,নাটোরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন ,বাংলাদেশ এখন স্বপ্ন নয়, এখন সত্যি। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার অর্জিত হবে। দক্ষ মেধাবী জনশক্তি, মানবসম্পদ আমাদের অহংকার। সেটাকে কাজে লাগাতে হবে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। তারই ধারাবাহিকতায় বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল তৈরী করা হচ্ছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় সিংড়া গোল- ই- আফরোজ সরকারী কলেজ চত্বরে এলআইসিটি প্রকল্পের আওতায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিংড়া গোল- ই- আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ২৮ টি হাইটেক পার্ক হবে। ২০ লাখ তরুনদের আইসিটিতে কর্মসংস্থান হবে। বর্তমানে দেশে ১২ টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। এর মধ্যে সিংড়ায় ১ কোটা ৫৪ টাকা ব্যয়ে হাইটেক পার্ক, ৩৭ লাখ টাকা ব্যয়ে ইনকিউবেশন সেন্টার, ৩৩ লাখ টাকা ব্যয়ে কারিগরি কলেজ প্রতিষ্ঠিত হবে।

১১ কোটি তরুন যদি তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসে বাংলাদেশ ও এগিয়ে যাবে। তিনি বলেন, সিংড়ায় ২০ হাজার তরুন তরুনীর কর্মসংস্থান হবে। এ জন্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। তরুনদের শত্রু হচ্ছে মাদক ও জঙ্গিবাদ। এটা থেকে দুরে থাকতে হবে। চলনবিল তথ্য প্রযুক্তির মিনি সিংগাপুর রুপান্তরিত করতে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে সারা দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে হাইস্পিড ইন্টারনেট কানিকটিভিট পৌছে দেয়া হবে। ইতোমধ্যে দেশে পাঁচ হাজার ২২৭ টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষকে সেবা দেয়া হচ্ছে। এতে করে মানুষ আর দুর্নীতি, হয়রানী ও অর্থ অপচয়ের শিকার হচ্ছেন না।

প্রতিমন্ত্রী বলেন, ই-গভর্নেন্স প্রতিষ্ঠার পর মানুষকে আর শহরে যেতে হয় না। আর কাউকে প্রতারনা ও হয়রানী শিকার হতে হয় না। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশ প্রযুক্তি নির্ভর ও মধ্যম আয়ের দেশে পরিনত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম ও এলআইসিটি কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ খালিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বকুল প্রমুখ।

1 2 3 4