‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’ পরিচালনা কমিটি গঠন

সভাপতি পলক বড়ুয়া আপ্পু , সাধারণ সম্পাদক খালেদ শহীদ ও আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক

বাম থেকে সভাপতি পলক বড়ুয়া আপ্পু , সাধারণ সম্পাদক খালেদ শহীদ ও আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক

রামুর সাবেক ফুটবলারদের সংগঠন ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’ পরিচালনার জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পলক বড়ুয়া আপ্পু , সাধারণ সম্পাদক খালেদ শহীদ ও আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাধারণ সভায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া নতুন কমিটি ঘোষণা করেন।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সভা ও নৈশভোজে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সংগঠনের আহ্বায়ক তরুপ বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, পলক বড়ুয়া আপ্পু- সভাপতি, বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, সজল বড়ুয়া, মো. নবু আলম, উজ্জ্বল বড়ুয়া- সহ-সভাপতি, খালেদ শহীদ- সাধারন সম্পাদক, জিটু বড়ুয়া, রুহুল আমিন রকি- যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুর রহিম- অর্থ সম্পাদক, আবু বক্কর ছিদ্দিক- সাংগঠনিক সম্পাদক, সুপন বড়ুয়া শিপন- ক্রীড়া সম্পাদক, ফরিদুল আলম- দপ্তর সম্পাদক, প্রকাশ সিকদার- আপ্যায়ন সম্পাদক, ওমর ফারুক মাসুম- প্রচার সম্পাদক, পুলক বড়ুয়া- সাংস্কৃতিক ও সাজসজ্জা সম্পাদক, সুবীর বড়ৃয়া বুলু, কিশোর বড়ুয়া, ছিদ্দিক আহমদ, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, আবছার কামাল, দুলাল বড়ুয়া, তরুপ বড়ুয়া, রাজু বড়ুয়া, রিটু বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, বিপুল বড়ুয়া আব্বু, রূপায়ন বড়ুয়া, বিকাশ বড়ুয়া বিভাষ, চম্পক বড়ুয়া- নিবাহী সদস্য।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সাইমুম সরওয়ার কমল এমপিকে প্রধান করে, ২৭ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির আলোচনা ও সিদ্ধান্তে ৩১ সদস্য বিশিষ্ট রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন, সুবীর বড়ুয়া বুলু, কিশোর বড়ুয়া, বিজন বড়ুয়া, নবু আলম, রাজু বড়ুয়া, নিলোৎপল বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, তরুন বড়ুয়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, আবছার কামাল, ইঞ্জি: তরুন বড়ুয়া, বিমল বড়ুয়া, রবীন্দ্র শর্মা, নুরুল হক চৌধুরী, সজল বড়ুয়া, দুলাল বড়ুয়া, অনুপ বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, রতন মল্লিক, তিলক বড়ুয়া, চন্দন দাশ গুপ্ত, প্রবাল বড়ুয়া নিশান ও তরুপ বড়ুয়া। নতুন কমিটি ঘোষনার পূর্বে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন, সভার সভাপতি তরুপ বড়ুয়া।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবগঠিত কমিটির নেতৃত্ব

সাধারণ সভা সঞ্চালনা করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম-আহ্বায়ক প্রকাশ সিকদার ও বিপুল বড়ুয়া আব্বু। এতে বক্তব্য রাখেন, সাইমুম সরওয়ার কমল এমপি, সুবীর বড়ুয়া বুলু, কিশোর বড়ুয়া, ছিদ্দিক আহমদ, তরুন বড়ুয়া, বিমল বড়ুয়া, আবছার কামাল, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, ইঞ্জি: তরুন বড়ুয়া, ব্যুমকেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, তিলক বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, পুলক বড়ুয়া, বিজন বড়ুয়া, রাজু বড়ুয়া, নবু আলম, পলক বড়ুয়া আপ্পু, নুরুল হক চৌধুরী, চম্পক বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিক, ওমর ফারুক মাসুম, রাশেদুল ইসলাম বাবু প্রমুখ।

সভায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। দায়িত্ব প্রাপ্ত নতুন কমিটি রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সকলের সহযোগিতায় ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

পাকিস্তান কে হারিয়ে বাংলাদেশর বিশ্বকাপ জয়

নিউজ২৪লাইন:
মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ নিজেদের ঘরে আনলেন বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের বিরুদ্ধে নারী ক্রিকেটার দের
মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় আসলো।

উখিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২২ এর শুভ উদ্বোধন

 

কাজল আইচ, উখিয়া;

 

দক্ষিণ ফলিয়া পাড়া ভাই ভাই একতা সংগঠনের উদ্যােগে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ খ্রিঃ এর শুভ উদ্বোধনী ফুটবল খেলা।

 

৫ মার্চ ২০২২, শনিবার বিকাল ৩ টায় কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দক্ষিণ ফলিয়া পাড়া এলাকায় নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাটি  শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

 

১ম দিনে উদ্বোধনী খেলা অনুষ্ঠানের ম্যান অপ দ্যা ম্যাচ সৌজন্যেতা করেন উখিয়া ডিসাইড ক্লাবের সভাপতি মোঃ ইউনুছ সরোওয়ার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন মানিক।

 

উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন  উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

 

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন। উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ। রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন। রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। বিশিষ্ট ব্যবসায়ি কন্ট্রাক্টর মুফিজ উদ্দিন। বিআরডিবি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেদ ফরহাদ। দক্ষিণ ফলিয়া পাড়া ভাই ভাই যুব একতা সংগঠনের উপদেষ্টা শামসুল আলম (বলি)।

 

উক্ত উদ্বোধনী খেলা অনুষ্টানের সভাপতিত্ব করেন দক্ষিণ ফলিয়া পাড়া ভাই ভাই যুব একতা সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন দিলু ও  সঞ্চালনার দায়িত্বে ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল।

 

উদ্বোধনীয় খেলায় অংশ নিয়েছেন উখিয়া মুহুরী পাড়ার বিজয় একাত্তর একাদশ টিম বনাম থাইংখালী পুঁটিবনিয়ার রক ব্রাদার্স একাদশ টিম। পরিশেষে খেলার শেষ ফলাফল ছিল, বিজয় একাত্তর ০৩ গোলে বিজয় ও রক ব্রাদার্স ০১ গোলে বিজিত হয়েছে।

 

পরিশেষে বাকি টিমের খেলা গুলো  দেখার উন্মুক্ত আহ্বান জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির পক্ষথেকে।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ইএমএস ব্যাডমিন্টন টুর্নামেন্টে -২০২২

নিউজ২৪লাইন:
গাজীপুর থেকে বিশেষ প্রতিনিধি :- ইব্রাহিম রাজু:

করোনার কারনে দীর্ঘ ২ বছর বিরতির পরে গত ০১-০২-২০২২ তারিখে উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে শুরু হয়েছিলো ইএমএস ব্যাডমিন্টন টুর্নামেন্টে -২০২২
এবারের আসরে মোট নয়টি দল অংশগ্রহণ করেন
দল গুলো হলো সুপার বয়েস,ব্ল্যাক এন্ড হোয়াইট,ব্রাইট স্টার, ফ্লায়িং গ্রাভিটি, পুষ্পা, দ্য লিডার্স,টাইগার্স, গ্রীন পাওয়ার এবং মুড টারটেলস।লটারির মাধ্যমে নয়টি দলকে চারটি ভাগ করে তিনটি গ্রুপ (A,B,C) করা হয়।

তিন গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ান গ্রীন পাওয়ার,টাইগার্স, মুড টারটেলস এবং পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা সুপার বয়েস সেমিফাইনাল নিশ্চিত করে। গত ২০ তারিখে সেমিফাইনাল খেলার মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে টিম সুপার বয়েস এবং মুড টারটেলস।রবিবার রাতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুড টারটেলস টিমকে(আল-খালিদ+রুবেল) পরাজিত করে সুপার বয়েস টিম (হাবিব+আরিফ) চ্যাম্পিয়ান হয়।

প্রধান অতিথি এবং ফাইনাল খেলা উদ্বোধন করেন,জনাব সালমান ফারুকী(ডিরেক্টর ইএমএস এ্যাপারেলস লিমিটেড)।

জমকালো আতশবাজির পরে চ্যাম্পিয়ান টিম (সুপার বয়েস) এবং রানার্স আপ (মুড টারটেলস) টিমের হাতে ট্রফি তুলে দেন মাহবুবুর রহমান সহ-ব্যবস্থাপক এইচ আর এডমিন,মোঃ আশরাফ হোসাইন সহ-ব্যবস্থাপক অডিট, মোঃজহির উদ্দিন(শাহিন) সিনিয়র এক্সিকিউটিভ এইচ আর এডমিন এবং মোঃ আনোয়ার হোসেন (শাহীন)সিনিয়র এক্সিকিউটিভ এক্সসরিজ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রুম্মন ও রাকিব সহকারী ছিলেন আহমদ উল্লাহ(সানি)এবং মোশাররফ।ফেইসবুক লাইভে ছিলেন শাওন এবং নানক।

উল্লেখ্য, ‘মালিক-শ্রমিক বিভেদ নাই!কাজের পরে খেলতে যাই!!’এ স্লোগানে ২০১৯ সালে মাল্টিফ্যাবস লিমিটেড এবং ইএমএস অ্যাপারেলস লিমিটেড এর যৌথ উদ্যোগে শুরু হয় শীতকালীন এ টুর্নামেন্ট।
স্পন্সর: মরিশাস ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়াম লিগ (বিপিএল) এর পর্দা উঠবে আজ

নিউজ২৪লাইন:
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আজ। মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে দুপুর দেড়টায় পর্দা উঠবে টুর্নামেন্টের অষ্টম আসরের। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স। বাকি দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স মুখোমুখি হবে পরদিন দুপুর সাড়ে ১২টায়।

বিপিএলের প্রথম দিনের দুই ম্যাচের চার দলের ক্রিকেটারে ভরপুর। বাহারি রঙের জার্সিতে ব্যাট বলের উৎসবের আমেজ। বিদেশী নামীদামী তারকারা এখনও না আসায়, দেশী তারকায় উত্তাপ ছড়াচ্ছে অষ্টম আসর। মাশরাফী ইনজুরিতে থাকায়, প্রথম দিনেরই মাঠে নামছে বাকি চার পান্ডব। তাড়াহুড় করে বিপিএলের আয়োজন, যথেষ্ট প্রস্তুতি আর কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারছে না দলগুলো।

ঢাকায় পাঁচ দিনে ৮টি ম্যাচ শেষে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে ৮ ম্যাচ। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি ঢাকায় আবার হবে চার ম্যাচ। ৭-১২ ফেব্রুয়ারি সিলেটে হবে রাউন্ড রবিনের বাকি ১০ ম্যাচ। ৩০ ম্যাচের প্রথম পর্বের শীর্ষ দু’দল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুরে খেলবে প্রথম কোয়ালিফায়ার। সেদিন দুপুরে হবে তৃতীয় ও চতুর্থ স্থানীয় দলের মধ্যে এলিমিনেটর। এই ম্যাচের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল।

1 2 3 45