রূপগঞ্জে ৩ হাজার বিঘা তিন ফসলি জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করলো ইউএনও

নিউজ২৪লাইন:

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর, বোচারবাগ, দেবই, কর্ণগোপ, নারসিংগল, হাউলিপাড়া, মিরকুটিরছেও, মাঝিপাড়াসহ আশপাশের এলাকার প্রায়
৩ হাজার বিঘা ধান খেত ও তিন ফসলি জমি রক্ষার্থে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান মাহমুদ রাসেল ।
গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের খালের মুখে ভরাটকৃত মাটি অপসারণ করে এ পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়নগঞ্জ উপ বিভাগীয় প্রকৌশলী রকিবুল আলম রাজিব,
উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী উপ সহকারী আশরাফ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী সদস্য মনির হোসেনসহ এলাকার কৃষকরা।
পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ায় ইউএনও আহসান মাহমুদ রাসেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঐ এলাকার কৃষকরা।

তাং- ১৬-০৪-২৪ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন

নিউজ২৪লাইন:

স্টাফ রিপোর্টার – মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের রাজনীতীবিদ নেতা কর্মীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

এসময়,মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের সভাপতি, ওয়াহিদুজ্জামান বাসু।

মিরকাদিম পৌরসভার নৌকা প্রতীকের মেয়র হাজী আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিতি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক-সম্পাদক ও মনসুর আহমেদ কালাম ও মিরকাদিম পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ অন্যান্য প্রমুখ।

বাংলা‌দেশ দ‌লিত‌্যস হিউম‌্যান রাইটসের ক‌মি‌টি প‌রি‌চি‌তি সভা

নিউজ ২৪লাইন:

ঢাকা জেলা প্রতি‌নিধীঃ শ্রী সুক‌দেব লাল (শুভ)।

আজ ঢাকা ৩ দয়াগঞ্জে, রাজধানী আদর্শ বিদ‌্যা‌পীঠ প্রাঙ্গ‌নে, ডাঃ বি আর আম্বেদকারের শুভ জন্ম জয়ন্তী ও পহেলা বৈশাক নববর্ষের উপলক্ষে বাংলাদেশ দলিত্যস ইউম্যান রাইটসের কমিটি পরিচিত সভা আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় সম্মানিত সভাপতি বি.দয়ানন্দ ও সম্মানিত সাধারন সম্পাদক শ্রী শুকদেব লাল বাংলাদেশ দলিত্যস্ ইউম্যান রাইটস এর পক্ষ থেকে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি সর্বদা পাশে থাকার আস্তা দেন এবং বৈষম্য নির্বিশেষে এক হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান,উক্ত অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য রা‌খেন, ক‌মি‌টির সি‌নিয়র সভাপ‌তি, তাতপুরী জেমস বিশ্বাস, সহ সভাপতি, সজীব কুমার, তেলুগু স্থানীয় সংগঠ‌নের সভাপ‌তি, এরামা‌সে‌ট্টি আপ্পারাও, ওয়ারী সমাজ কল‌্যান যুব সং‌গের সভাপ‌তি, বিজয় কুমার, সহ সাধারন সম্পাদক, র‌বি দাস, দ‌লি‌ত শিশু কল‌্যান সংগঠ‌নের সংগঠক, শিমু লাল, ও বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উৎসাহ দান কারী বক্তব‌্য দেন জাতীয় সাংবা‌দিক কল‌্যান প‌রিষ‌দের(বাসকপ) এর মাননীয় সাধারন সম্পাদক মাসুম বিলাহ।

মুন্সীগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যামুন্সীগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ২৪লাইন:

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পূর্ব বিরোধের জেরে পুলিশ ফাঁড়ির সামনে দুইপক্ষের মারামারির সময় সোহরাব খান (৫৫) নামে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত সোহরাবের ছেলে জনি খান (৪২)।

তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে দীঘিরপাড় বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

নিহত সোহরাব দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও স্থানীয় খান বাড়ির বাসিন্দা।

এদিকে ঘটনার পর দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহরাব খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ভোলা হালদার ওরফে ভোলা মেম্বারের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল।

সেই ঘটনায় সোমবার দিঘীরপাড় পুলিশ তদন্তকেন্দ্রে আসে দুইপক্ষ। এসময় বিরোধে জড়িয়ে পড়লে ভোলা হালদার  ও তার দুই ছেলে রিজভী ও রিহান সহ ৭-৮ জন সোহরাব খান  ও জনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন। জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই মিজান খান বলেন, দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো. শাহআলম ডেকে এনে আমার ভাইকে হত্যা করেছে।

তিনি আরও জানান, তার ভাই সোহরাব খানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন তদন্তে কেন্দ্রের ইনচার্জ মো. শাহআলম। পড়ে তার সামনে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তবে তিনি এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন।

এ বিষয়ে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহত সোহরাব খানের মাথায় ও বুকে গুরুতর ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আহত জনি খানের মাথায়, বুকে ও পেটে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার আসলাম খান।

নিহতের বিষয়টি শিকার করে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করন হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের পাঠানো হয়েছে।

ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করলেন মোঃ ফরিদ আহম্মেদ মাল

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব
স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের সখিপুর দক্ষিণ তারাবুনিয়ায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ (৭ এপ্রিল) রবিবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ আহম্মেদ মাল এর অর্থায়নে সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশক্রমে

মোঃ সাইফ মাল এর সভাপতিত্বে সায়েম মাল এর সঞ্চালনায় এ নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ আবুসায়েদ মাল, মনসুর আহম্মেদ মাল, আবুল হোসেন মাল, মোঃ শানীমসহ স্থানীয় নেতৃত্ব।

নগত অর্থ পেয়ে খুশি অসহায় দুস্থ পরিবারের লোকজন , তারা জানান
এই টাকা দিয়ে ঈদের বাজার করতে পারবো, ঈদ সুন্দর ভাবে কাটাতে পারবো,
আল্লাহ, এনামুল হক শামীম ও ফরিদ মালকে সব সময় সুস্থ্য রাখুক।

এসময় সখিপুর থানা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ আহম্মেদ মাল বলেন, আমাদের নেতা সাবেক পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশনায় এই ইউনিয়নের অসহায় দুস্থ পরিবারের মাঝে নগত অর্থ বিতরণ করা হয়েছে, এবং সবাইকে
সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

নির্বাচনে বিজয়ী হলে স্মার্ট মহাখালী রুপান্তরিত করবো :ইউসুফ সরদার (সোহেল)

নিউজ২৪লাইন:
হাবিব সরকার স্বাধীন :

পরিচ্ছন্ন রাজনীতির এক অনন্য উদাহরণ যুবসমাজের আস্থা বিশ্বস্ততার প্রতীক তরুণ নেতা বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরদার সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক ২০ নং ওয়ার্ড যুবলীগ, সাবেক সাংগঠনিক সম্পাদক ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ। তার নেতৃত্বে অতীতের যেকোন সময়ের চেয়ে অধিক চাঙ্গা হয়ে উঠেছে বনানী থানা যুবলীগ।মহাখালী আলো বাতাসে বেড়ে ওঠা এই তরুণ যুবক ইউসুফ সোহেল সরদার। একের পর এক ব্যতিক্রমী রাজনৈতিক কর্মসূচি হাতে নেয়ায় নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। যুবলীগের এই ইউসুফ সরদার সোহেল সর্বোচ্চ ভুমিকা নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক কাতারে এনে বলিষ্ঠ ভুমিকা রেখেছেন। যুবলীগের নেতা হলেও তার গ্রহনযোগ্যতা দলমত নির্বিশেষে সকল মহলেই রয়েছে। ইউসুফ সরদার সোহেল স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় সেকরিফাইজ মানষিকতা নিয়ে কাজ করেছেন। নিজে ত্যাগ স্বীকার করে অন্যকে সুযোগ করে দেওয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ঠ। সততা ও বিশ্বস্থতার সাথে তিনি সমস্ত উন্নয়ন কাজের সাথে নিজেকে সব সময় ব্যস্ত রেখেছেন। ইউসুফ সরদার সোহেল জানান, নেতৃত্ব দেয়ার ক্ষমতা সকলের থাকে না। হাতেগোনা কিছু মানুষের মধ্যে এই ক্ষমতাটি থাকে। এজন্য প্রাচীনকালে মনে করা হতো, নেতা যারা হতে পারে তারা জন্ম থেকেই এই ক্ষমতাটি অর্জন করে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, নেতা হওয়ার ক্ষমতাটি সবাই জন্ম থেকে অর্জন করে আসে না, বরং এমন অনেকেই আছে যারা নিজেদের প্রবল প্রচেষ্টার মাধ্যমে অনেকের মধ্য থেকে নিজেকে নেতা হিসেবে তুলে ধরে। তখনই ‘Leaders are born, not made’ এই ধারণাটি পরিবর্তিত হয় এবং সবাই বুঝতে পারে ‘Leaders are made, not born,’। কী উপায়ে একজন মানুষকে একজন যোগ্য নেতা হিসেবে গড়ে তোলা যায়? প্রশ্নটি তোমার মনেও ঘুরপাক খাচ্ছে, তাই না? প্রশ্নটি একটু অন্যরকমভাবে করি, তাহলে আরেকটু কৌতূহল জাগবে। কীভাবে আমি একজন নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি? এবার ঘুরপাকের গতি বেড়ে গেল, ঠিক না? যাওয়ারই কথা। সবাই চায় অনেকের মধ্যে থেকেও আলাদাভাবে পরিচিত হতে। এমনটি তুমিও চাও। আর তাই জানতে চাচ্ছো নিজের মধ্যের নেতৃত্বদানের ক্ষমতাটিকে কীভাবে পরিচর্যা করে নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তুলতে পারবে। কোন কিছু শিখতে দ্বিধা না করা : শেখা বলতে যে শুধু বইপত্র পড়েই শিখতে হবে তা না। আমাদের চারপাশের পরিবেশ আর মানুষ থেকে শেখার অনেক কিছুই আছে। একজন যোগ্য নেতা এই সুযোগটির পুরোপুরি সদ্ব্যবহার করেন। আমরা নিজে নিজে কাজ করে কিছু শিখি। কিন্তু একজন নেতা হতে হলে তোমাকে অনেক দিকেই দৃষ্টি দিতে হবে। শুধু নিজের অভিজ্ঞতা না, অন্যের অভিজ্ঞতার মাঝে যদি শেখার কিছু থাকে তাহলে সেখান থেকেও শিক্ষা নিতে হবে। শিখতে যদি দ্বিধা করো তাহলে তুমি কোনদিন নেতৃত্ব দেয়ার গুণটি ফুটিয়ে তুলতে পারবে না। তুমি যত বেশি শিখবে, নানা রকম অবস্থার সাথে তুমি ততই খাপ খাইয়ে নিতে পারবে। তুমি যত বেশি শিখবে তত ভালোভাবে তুমি মানুষ চিনতে পারবে। তাই নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তুলতে চাইলে যে কোন কিছু থেকে শিক্ষা নিতে দ্বিধা করবে না। মূলত ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতা বাছাই করতে এ পদ্ধতি অনুসরন করা প্রয়োজন। এ পদ্ধতি গ্রহণ করায় ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। তিনি জানান, যেখানে সম্মেলন হয় সেখানে বায়োডাটা দেখে যোগ্যদের বাছাই করা হচ্ছে। তিনি মনে করেন শিক্ষিত, দক্ষ ও ত্যাগীদের নিয়ে প্রতিটি ইউনিটে কমিটি গঠনের লক্ষে কাজ করা প্রয়োজন। এতে ব্যাপক সাড়াও পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
বনানী থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ ২০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাকির সরদার বলেন, যুগ্ম আহবায়ক ইউসুফ সরদার সোহেলের দিক নির্দেশনায় বনানী থানা যুবলীগের প্রতিটি ইউনিটে যোগ্য নেতৃত্ব বাছাই করতে উৎসব মুখর পরিবেশে সম্মেলনের আয়োজন করা হয়।
দক্ষ মেধাবী আওয়ামী লীগ প্রেমিক বনানী থানা যুগ্ম আহবায়ক ইউসুফ সরদার সোহেলের দিক নির্দেশনায় বনানী থানা যুবলীগের প্রতিটি ইউনিটে যোগ্য নেতৃত্ব বাছাই করতে উৎসব মুখর পরিবেশে সম্মেলনের আয়োজন করা হয়। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও ইউসুফ সরদার সোহেল যুক্ত আছেন। বর্তমান মহাখালী একাদশ ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাবের সহ-সভাপতি। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন যুক্ত থেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন। তিনি বনানী থানা যুব লীগের একটি বড় অংশ। সরজমিনে দেখা যায়, সীমাহীন বাঁধা তাকে ঠেকাতে পারেনি। মাঠে সর্বদায় কর্মী ও সমর্থকদের নিয়ে যেকোন অনুষ্ঠানে যেকোন সময় প্রস্তুত থাকেন। প্রতিটি কাজের সফলতার অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন জাকির সরদার। জাকির বলেন ইউসুফ সরদার, আওয়ামীলীগ পরিবারে সন্তান, যতই বাঁধা আসুক না নিষ্ঠার সাথে রাজনীতি করে যাবে। ইউসুফ সরদার এমন একটি মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেনা। এত বাধার মাঝেও আপনি কি পেয়েছেন? তিনি বলেন রাজনীতির মাঠে কি পেয়েছি? কি পাবো কি পাব না । তা ভাবছি না।
শুধু ভাবছি। পৃথিবীর বুকে যতদিন রয়েছে সৎ এবং নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে সর্বদাই মাঠে কাজ করতে চাই।

ডামুড্যায় ‘আমরা রমণী’ এর ঈদ সামগ্রী বিতরণ

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে আমরা রমণীর সদস্যদের মধ্যে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করা হয়।

আজ ৬ এপ্রিল (শনিবার) বেলা ১১টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে ঈদ উপহার ও সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আমরা রমণীর প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া এন্ড এক্সটার্নাল এফায়েরসের স্থানীয় সমন্বয়কারী ইয়ামিন কাদের নিলয়।

উপহার ও সামগ্রী বিতরণের আগে উক্ত অনুষ্ঠানে আমরা রমণীর প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন আমরা রমণীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি আমরা রমণীর প্রকল্প প্রচারণা ও সামনের কিছু পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে আমরা রমণী দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো ‘Door to Door Mobile Entrepreneurs’ এবং অন্যটি হলো ‘সুতোর খেলা’ (সেলাই মেশিন প্রশিক্ষণ ও ব্লক-বাটিক প্রশিক্ষণ)।

1 2 3 427