রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকা থেকে রাজবাড়ী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজু আহম্মেদ (৪০) গ্রেফতার হয়েছে।

এসআই হিরন কুমার বিশ্বাস এবং এসআই হোসাইন শেখ সাথে ফোর্সসহ গত ১০ই মার্চ রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু আহম্মেদ রাজবাড়ী শহরের বিনোদপুর লোকসেড এলাকার মৃত দরবেশ খাঁর ছেলে।

পুলিশ জানায়, গত বছরের (২০২০) ৭ই নভেম্বর পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালত মাদকের একটি মামলায় রাজু আহম্মেদকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। রায় ঘোষণার আগে থেকেই সে আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আনন্দ টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

 

আনন্দ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল কুদ্দুস বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি নুরু শিকদার,বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা ‘আনন্দ টিভির’ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরবে এমনটা আশা করেন।

 

এছারাও অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

শপথ নিয়ে ফেরার পর নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদেরকে রাজকীয় অভ্যর্থনা

নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরীঃ

গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পৌরসভাগুলোর নির্বাচিত মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরা বুধবার ১০ মার্চ বিকালে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

 

বৃহস্পতিবার ১১ মার্চ দুপুরে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু এবং গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল কাউন্সিলরদের সাথে সড়ক পথে নিজ নিজ এলাকায় ফেরেন।

দুই মেয়রের কর্মী-সমর্থকদের সাথে কাউন্সিলরদের কর্মী-সমর্থকরা মোটর সাইকেল ও গাড়ীর বিশাল বহর নিয়ে ব্যান্ড পার্টিসহ দৌলতদিয়া ঘাট থেকে তাদেরকে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে শোডাউন সহকারে নিজ নিজ এলাকায় নিয়ে আসেন। হুড খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে মেয়র-কাউন্সিলররা ফেরার সময় অসংখ্য মানুষ রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থেকে তাদেরকে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের পাশাপাশি রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও স্ব স্ব পৌরসভার সামনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থেকে মেয়র ও কাউন্সিলরদেরকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। এমনকি তিতু পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই সর্বোচ্চ ভোট পান। বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনের কয়েকদিন পূর্বে আলমগীর শেখ তিতু’কে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। অপরদিকে, একই দিনে অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন।

রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার মেয়র ও কাউন্সিলরের শপথ গ্রহন

 

নিজস্ব প্রতিবেদকঃ

চতুর্থ ধাপে গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভাগুলোর নব নির্বাচিত মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরা শপথ গ্রহণ করেছেন।

বুধবার ১০ মার্চ বিকাল ৩টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু ও গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ পৌরসভা ২টির ১৮ জন সাধারণ ও ৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরও অন্য মেয়র-কাউন্সিলরদের সাথে শপথ গ্রহণ করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু ও নজরুল ইসলাম মন্ডল পৌরবাসীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতু নারিকেল গাছ প্রতীকে বিপুল ভোটের নৌকা ও ধানের শীষের দুই টক্কর প্রার্থী সদ্য বিদায়ী ও সাবেক মেয়রকে হারিয়ে নির্বাচিত হন। এমনকি তিতু পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই সর্বোচ্চ ভোট পান। বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনের কয়েকদিন পূর্বে আলমগীর শেখ তিতু’কে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। অপরদিকে, একই দিনে অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল সামান্য ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে (বিদায়ী মেয়রের আপন ভাই) হারিয়ে নির্বাচিত হন।