চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষ থেকে মাসুদুর রহমান স্বপন (৫৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে।

রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

নিহত মাসুদুর রহমান স্বপন একই ইউনিয়নের (জামালপুর) বিল মাগুরা গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় স্থানীয় লোকজন লাশটি ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেয়।

 

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ সেলিম এর নেতৃত্বে ওয়ার্ডের সর্বত্র মশক নিধন অভিযান

ডি এম রবিনঃ

আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলামের নির্দেশে এবং ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ সেলিম এর নেতৃত্বে ওয়ার্ডের সর্বত্র মশক নিধন অভিযান চলাকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পার্সিয়া সুলতানা, বৈজ্ঞানিকও-কর্মকর্তা,ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক(জনাব ওয়াজিউল্লাহ) সহ ৩৮নং ওয়ার্ডের মশক নিধন কর্মীবৃন্দ এবং অঞ্চল ১০ হতে আগত বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ।এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গের ভিতর উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আফজাল হোসেন, সাঃ সম্পাদক জনাব মামুনুর রশীদ মামুন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনাব হুমায়ূন রশীদ রিপন, পরিচ্ছন্ন ৩৮ এর নির্বাহী কমিটির সদস্য জনাব রবিউল ইসলাম লিটন এবং জুয়েল।