আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রাজবাড়ীতে

নিজস্ব প্রতিনিধিঃ
“নেতৃত্বে নারী- কোভিড-১৯ বিশ্ব সাফল্যে চাই নারী-পুরুষের সমতা”-প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ১৮ মার্চ সকালে রাজবাড়ী রেডক্রিসেন্ট প্লাজার হলরুমে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের সহযোগীতায় আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ‘বিজয়ী নারী ও শিশু উন্নয়ন সংস্থা’ ।


রাজবাড়ী জেলার সর্ববৃহৎ এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস ) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক , জেলা পরিষদ ও রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় এনজিও এসবিএম ইউ এস’র নির্বাহী পরিচালক ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ‘বিজয়ী নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক সাহিদা চৌধুরী তন্বী, নারী সাংবাদিক দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি সুপ্তা চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম, শেফালী খাতুন, শাকিল সর্দার প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমার অনেক ভালো লাগে যখন দেখি নারীরা এভাবে এগিয়ে এসেছে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হিসাবে শুধু দেশ নয় সারা পৃথিবীতে সমাদৃত হয়েছেন।।তাহলে নারীরা কম কিসে! এখান থেকেই শিক্ষা নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় নিজের জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

বিশিষ্ট নারী নেত্রী শামীমা আক্তার মুনমুন বলেন, নারীরা পুরুষের সম অধিকার কেন দাবী করবে ! নারীরা তো এমনিতেই পুরুষদের থেকে এগিয়ে। পুরুষরা কিন্তু মা হতে পারে না, নারী পারে। তাহলে তারা কি করে সম অধিকার চায়! এছাড়াও তিনি নারীদের ঘরে বসে না থেকে নিজেকে অসহায় মনে না করে সাহসের সাথে এগিয়ে আসার আহ্বান জানান।

শরীয়তপুর সখিপুরে অসহায় মহিলাকে পিটিয়ে পা ভেঙে দিলো প্রভাবশালীরা

নিজস্ব প্রতিবেদক।।।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের চর মহিষখালী গ্রামে ফারমুদা বেগম সহ আরো তিনজনকে পিটিয়ে আহত।

 

সরজমিনে গিয়ে জানা যায়, চর মহিষখালী গ্রামের  ফারমুদা বেগমের ভাই মরুবালার সাথে একই গ্রামের নাসির বালা,আইয়ুব বালা,আব্দুল্লা বালা,বিল্লাল বালা,জমির বালা, মানিক বালা,আমির বালা, শামীম বালা,কাউছার বালা,ইয়াছিন বালা, আল আমিন বালা, জাকির বালার সাথে দীর্ঘ দিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবত মরু বালা ও তার বিরোধীদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। গত দুই দিন আগে নাসির বালা ও তার লোকজন মরু বালার উপর হামলা করলে, মরুবালা সখিপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন।মরুবালার  অভিযোগের ভিত্তিতে সখিপুর থানা থেকে পুলিশ গিয়ে বলে আসেন যেন সবাই শান্তিশৃঙ্খলা বজায় রাখে কিন্তু পুলিশ চলে আসার সাথে সাথে নাসির বালা,আইয়ুব বালা,আব্দুল্লা বালা সহ আরো ৪-৫ জন মরু বালাকে হামলা করেন। মরুবালাকে বাচানোর জন্য তার বোন ফারমুদা বেগম এগিয়ে আসলে নাসির বালা ও তার লোকজন ফারমুদা কে এলোপাথাড়ি পিটিয়ে তার পা ভেঙে দেওয়ার চেষ্টা করে। ফারমুদা বেগমকে আশেপাশের লোকজন উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

 

এব্যাপারে ফারমুদা বেগম বলেন, নাসির বালা, আইয়ুব বালা সহ আরো অনেকে আমার ভাইকে মারতে ছিলো, আমি ভাইকে বাচাতে গেলে ওরা আমাকে পিটিয়ে আহত করে, আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমার ভাইকে ওরা মেরে ফেলবে, তারা আমার ভাবিকে ও মারধোর করছে। আমি ইহার বিচার চাই।

 

এব্যাপারে মরুবালা বলেন,  আমি গরিব মানুষ আমাকে নাসির বালা,আইয়ুব বালারা হামলা করে আমাকে আমার বোন ও আমার স্ত্রী কে মারধোর করে আমার ঘরে থাকা গরু বিক্রি করা  তিন লাখ টাকা নিয়ে গেছে। এখন ওদের ভয়ে আমি বাড়িতে যেতে পারছিনা,বাড়িতে গেলেই ওরা আমাকে মেরে ফেলবে।গত ১৪ মার্চ আমার ছেলেকে এবং স্ত্রী কে বেধম মারধোর করলে, আমার ছেলেকে এবং স্ত্রী কে ভেদরগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিয়েছিলাম।

 

এখন আমি থানায় যাচ্ছি অভিযোগ জানাতে।

 

এব্যাপারে স্হানীয় বাসিন্দা জুয়েল বালা বলেন, নাসির বালা মেজবা বালা, আইয়ুব বালা এরা আমাদের স্হানীয় শালিস অমান্য করে মরুবালার বোনের উপর হামলা করা ঠিক হয়নি।আমি এখন হাসপাতালে এসেছি দেখি আমরা স্হানীয় ভাবে মিমাংশা করে দিতে পারি কি না। 

 

এব্যাপারে অভিযুক্ত মেজবাহ বালাকে ফোন দিলে তিনি বলেন, আমি এব্যাপারে কিছুই বলবো না। আমার সমস্যা আছে।

নীলফামারী সদরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিবেদক।।  

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ রোড সাধুর পুল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যাক্তি।

 

আমিনুর রহমান অভিজাত ফুট কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায় মার্কেট শেষে বাড়িতে আসার পথে রামগঞ্জ রোড সাধুর পুলের সামনে তার মোটরসাইকেলের সাথে একটি কুকুরের সংঘর্ষ হয় তার অপর দিক থেকে তেড়ে আসা ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তার উপরে উঠে যায়।

 

গুরুতর আহত হন তিনি প্রত্যাক্ষদর্শীরা তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে রেফার করেন রংপুর মেডিকেল হাসপাতালে।

 

রংপুর মেডিকেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোটরসাইকেল এবং ইজিবাইক টি নীলফামারী থানা পুলিশের আওতাধীন রয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

 

স্বেচ্ছাসেবক লীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম  শতবার্ষিকী পালন করা হয়েছে।

 ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মুজিব শতবর্ষ পালন করা হয়। 

মরিচ্যা বাজার উত্তর স্টেশনে ওয়াকিয়া রেস্টুরেন্টের ছাদে ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার সিকদারের নেতৃত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্রী স্বপন শর্মা রনি।

আরো উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখর বড়ুয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইসমাইল, মাষ্টার খুরশেদ আলম, তাওচীপ চৌধুরী, শহীদুল ইসলাম সিকদার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, সায়েদ মোহাম্মদ নোবেল, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাকের আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিউল আলম কোম্পানি ও রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী তারেকসহ ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন শর্মা রনি, সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার সিকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখর বড়ুয়া, মাস্টার খুরশেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল উদ্দিন, ইসমাইল, তাওচীপ চৌধুরী, শহীদুল ইসলাম সিকদার ও সায়েদ মোহাম্মদ নোবেল।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ৬ পাউন্ডের একটি কেক কাটা হয়।

স্বপ্নের রাজবাড়ী” সংগঠনের উদ্যোগে ২শত দরিদ্র শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় শিশু দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে
“স্বপ্নের রাজবাড়ী” সংগঠনের উদ্যোগে ২শত দরিদ্র শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আমরা গড়বো রাজবাড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২শত হতদরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।


বুধবার (১৭ মার্চ) দুপুরে মানবিক সংগঠন “স্বপ্নের রাজবাড়ী”-র আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


স্বপ্নের রাজবাড়ী-এর চেয়ারম্যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, এনএসআই-এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপন।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জ্জামান, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও আলেয়া খাতুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, শুভসংঘের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, স্বপ্নের রাজবাড়ীর সহ-সভাপতি শুক্লা সরকার ও নাহিদা ইসলাম, কোষাধ্যক্ষ উলফাত জাহান তরি, সদস্য শম্পা প্রামানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

অনুষ্ঠানে “স্বপ্নের রাজবাড়ী” অসহায়,গরীব ও পিছিয়ে পড়া শিক্ষার্থী সহ সবার পাশে ভবিষ্যতে থাকবে বলে প্রতিশ্রুতি জানান উদ্যোক্তারা।