ট্রেনের সাথে ডাম্প ট্রাকের সংঘর্ষে ড্রাইভার ও হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধিঃ

ট্রেনের সাথে ডাম্প ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে রাজবাড়ীতে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর রেল স্টেশন বাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ডাম্প ট্রাকটির (বালু/মাটিবাহী) ড্রাইভার একই উপজেলার (রাজবাড়ী সদর) খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের ইউছুফ শেখের ছেলে পলাশ শেখ (৩০) এবং ট্রাকটির হেলপার খানখানাপুর সরদার পাড়া এলাকার মলিন (৪০)।

এছাড়াও এ দুর্ঘটনায় বাবলু মোল্লা (৫৫) নামে একজন আহত হয়েছেন। তিনি ঘটনাস্থলের পার্শ্ববর্তী বড় ভবাণীপুর গ্রামের মৃত আনছার মোল্লার ছেলে।

তথ্য সূত্রঃপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)

ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত জেলা তথ্য অফিসের

নিজস্ব প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের এলাইল গ্রামের হাবিবুর রহমানের বাড়ীর উঠানে এই উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক শাহরিয়ার রহমান। অনুষ্ঠানে করোনা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষা, নারীর সামাজিক নিরাপত্তা, মাদক প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।