সাংবাদিকদের দাবী আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: শহীদুল ইসলাম পাইলট

টিটুল মোল্লা।।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট বলেছেন, সকল সাংবাদিক ভাই ভাই, সাংবাদিকদের মধ্যে কোন বিরোধ নাই। আমরা একে অন্যের প্রতি সম্মান বজায় রেখে কাজ করে যাবো। কাউকে ছোট করে দেখা যাবেনা। আমরা নিজেরা যদি নিজেদের সম্মান বা মূল্যায়ন করতে না পারি তাহলে সাধারণ মানুষ আমাদের কিভাবে মূল্যায়ন করবে? সাংবাদিকদের দাবী আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোন পথ নাই।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের ভোজনবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখা আয়োজিত বর্ধিত সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতি দাবী করে তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে একমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১মে থেকে ৭ মে পর্যন্ত জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করে আসছে। রাষ্ট্রীয় ভাবে অন্যান্য সপ্তাহ পালন করা হলেও এখনও রাষ্ট্রীয় ভাবে গণমাধ্যম সপ্তাহ পালন করা হচ্ছেনা। অতি শীঘ্র রাষ্ট্রীয় ভাবে গণমাধ্যম সপ্তাহর স্বীকৃতি দাবি করছি।

বিএমএসএফ’র শরীয়তপুর জেলা শাখার আহবায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আবুল কালাম আজাদ, নুরুজ্জামান শেখ, রুহুল আমিন, শাহীন আলম, মিজানুর রহমান, ফরাজী হুমায়ুন, হারুন অর রশিদ, এসএম আবুল কালাম আজাদ, আল মাসুম, সাইফুল ইসলাম, হাসান শিকদার, মনিরুজ্জামান, আলমগীর হোসেন আলম, ফারুক আহম্মেদ, সাদ্দাম হোসেন, রুহুল আমিন, সজিব, ফারুক হোসেন, শেখ নজরুল ইসলাম, টিএম গোলাম মোস্তফা, বাবু শিকদার, মাসুম তালুকদার, অলিউল্লাহ শিকদার, ওসমান গণি, সাইফুল ইসলাম, নাসির খান, শাহাদাত হোসেন, মিরাজ শিকদার, সিয়াম, তানভীর আহমেদ, আবুল বাশার, নুরুজ্জামান শেখ, রবিউল রাব্বি, আনিছুর রহমান, খোরশেদ আলম বাবুল, বেলাল হোসাইন, টিটুল মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে দেশ বার্তার জেলা প্রতিনিধি ও দেশটোয়েন্টিফোরনিউজডটকমের সম্পাদক ফারুক আহমেদ মোল্যাকে সভাপতি ও বাংলানিজ ও সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।

বিএমএসএফ’র শরীয়তপুর জেলা শাখার কার্যকরী কমিটি গঠন: ফারুক সভাপতি বেলাল সম্পাদক

টিটুল মোল্লা।।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হয়েছেন দেশ বার্তার জেলা প্রতিনিধি ও দেশ২৪ নিউজ ডট কমের সম্পাদক ফারুক আহমেদ মোল্যা ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিজ ও সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল হোসেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের ভোজনবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখা আয়োজিত বর্ধিত সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট সভার সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন।

এসময় কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট বলেছেন, সকল সাংবাদিক ভাই ভাই, সাংবাদিকদের মধ্যে কোন বিরোধ নাই। আমরা একে অন্যের প্রতি সম্মান বজায় রেখে কাজ করে যাবো। কাউকে ছোট করে দেখা যাবেনা। আমরা নিজেরা যদি নিজেদের সম্মান বা মূল্যায়ন করতে না পারি ডাহলে তাহলে সাধারণ মানুষ আমাদের কিভাবে মূল্যায়ন করবে? সাংবাদিকদের দাবী আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোন পথ নাই।

বিএমএসএফ’র শরীয়তপুর জেলা শাখার আহবায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আবুল কালাম আজাদ, নুরুজ্জামান শেখ, রুহুল আমিন, শাহীন আলম, মিজানুর রহমান, ফরাজী হুমায়ুন, হারুন অর রশিদ, এসএম আবুল কালাম আজাদ, আল মাসুম, সাইফুল ইসলাম, হাসান শিকদার, মনিরুজ্জামান, আলমগীর হোসেন আলম, ফারুক আহম্মেদ, সাদ্দাম হোসেন, রুহুল আমিন, সজিব, ফারুক হোসেন, শেখ নজরুল ইসলাম, টিএম গোলাম মোস্তফা, বাবু শিকদার, মাসুম তালুকদার, অলিউল্লাহ শিকদার, ওসমান গণি, সাইফুল ইসলাম, নাসির খান, শাহাদাত হোসেন, মিরাজ শিকদার, সিয়াম, তানভীর আহমেদ, আবুল বাশার, নুরুজ্জামান শেখ, রবিউল রাব্বি, আনিছুর রহমান, খোরশেদ আলম বাবুল, বেলাল হোসাইন, টিটুল মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

রামুতে অসহায় ৪২৮ পরিবারে হাসি ফুটাতে ‘ইউনাইটেড পারপাস’ ও ‘পেনিএ্যাপিল’ ২১ লক্ষ ৪০ হাজার টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক, রামু

পবিত্র রমজানে মহামারি করোনায় গ্রামের কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারে হাসি ফুটাতে কাজ করছে আন্তর্জাতিক সংস্থা ‘ইউনাইটেড পারপাস’ ও ‘পেনিএ্যাপিল’। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ‘ইউনাইটেড পারপাস’ ও ‘পেনিএ্যাপিল’র উদ্যোগে ফিতরানার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পবিত্র রমজানে ইফতার ও বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর মর্যাদার সাথে উদযাপনে দরিদ্র ও অসহায় পরিবার গুলোর চাহিদা পূরণ্যের লক্ষ্যে, এ সহায়তা দিতে ‘ইউনাইটেড পারপাস’ এর ‘স্মাইল’ প্রকল্প কাজ করছে। এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে ‘পেনিএ্যাপিল’। ‘ফিড আওয়ার ওয়ার্ল্ড ২০২১’ এর আওতায় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে পর্যায়ক্রমে ৪২৮ দরিদ্র ও অসহায় পরিবারকে শর্তহীন আর্থিক সহায়তা হিসেবে ২১ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হবে। মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর মাধ্যমে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। আগামী ৫ মে ২০২১ এর মধ্যে দরিদ্র ও অসহায় পরিবারকে এই সহায়তা প্রদান সম্পন্ন করা হবে।

রামু উপজেলার পূর্ব রাজারকুল ‘নছরত আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ অনুষ্ঠিত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা ‘পেনিএ্যাপিল’ এর কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, প্রকল্প বাস্তায়নকারী সংস্থা ‘ইউনাইটেড পারপাস’ এর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মাসুদ রানা ও প্রজেক্ট ম্যানেজার সুনিল জীবন চাকমা, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, সাংবাদিক খালেদ শহীদ ও ইউপি সদস্য লিটন বড়–য়া।
রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, বাড়ি বাড়ি গিয়ে, যাচাই-বাছাই করে প্রকৃত গরীব-অসহায় পরিবারগুলাকে সনাক্ত করা হয়েছে। আমি খোঁজ নিয়েছি জেনেছি, প্রকৃত অসহায় পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। যারা বিভিন্নভাবে সরকারি সহয়তা পেয়েছেন বা পাচ্ছেন, তাদেরকে এই তালিকায় রাখা হয়নি। তিনি ‘ইউনাইটেড পারপাস’ ও ‘পেনিএ্যাপিল’কে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজারকুলের গরীব-অসহায় মানুষদের ভালোবেসে করোনার এই ক্রান্তিকালে আর্থিক সহায়তা দেয়ায়, রাজারকুল বাসীর পক্ষথেকে ‘ইউনাইটেড পারপাস’ ও ‘পেনিএ্যাপিল’কে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা ‘পেনিএ্যাপিল’ এর কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে এই আর্থিক সহয়তা প্রদান করা হচ্ছে। কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪২৮ পরিবার ও সাতক্ষিরায় ৪২৭ দরিদ্র ও অসহায় পরিবারকে এই সহায়তা দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে বাংলাদেশের এই দুই জায়গায় ৮৫৫ পরিবার এককালীন এই আর্থিক সহায়তা পাচ্ছে। প্রতি পরিবারকে শর্তহীনভাবে ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে। রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪২৮ পরিবার পাচ্ছেন ২১ লক্ষ ৪০ হাজার টাকা। এই কার্যক্রম শুরু করা হয়েছে মাত্র। আমাদের চেষ্টা থাকবে আরও বেশী পরিবার যেন এই সহায়তা পায়। রামুর অন্যান্য ইউনিয়নের আমাদের কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান চালু হচ্ছে ২৩ মে থেকে

 

নিজস্ব প্রতিবেদক।।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে যথাসময়েই দেশের সকল স্কুল-কলেজ খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এমন কথা বলেন সচিব।

শিক্ষা সচিব বলেন, ‘করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হচ্ছে। চলমান লকডাউনের কারণে বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতা প্রয়োজন হয়।’

সচিব বলেন, ‘দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিলো তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।’

শরীয়তপুর জাজিরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ

 

নুরুজ্জামান শেখ।।

শরীয়তপুর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রুপবাবুর হাট বাজার সংলগ্ন এর পশ্চিম পাশে মোসাম্মৎ সেলিনা বেগম এর ক্রয় কৃত ৩৪ শতাংশ জমির ভিতর সরকারি রাস্তা সংলগ্ন আদালতের ১৪৪/১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে মোয়াজ্জেম শিকদারের ছেলে সালাম শিকদার জাজিরা সহকারী ভূমি কমিশনার এর গাড়ী চালক রাতের আধারে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করেন।সরেজমিন ঘুরে এবং কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে পূর্ব নাওডোবার আব্দুল কাদির মোল্লার মেয়ে মোসাম্মৎ সেলিনা বেগম (নাছিমা) গত ২৭নভেম্বর ১৯৯৫ খ্রিস্টাব্দে পূর্ব নাওডোবার ফেদু শিকদারের কান্দির মোয়াজ্জেম সিকদার ও বাসের শিকদার এর নিকট হইতে সাফ কবলা দলিল মূলে ৩৪ শতাংশ জমি ক্রয় করে। নাসিমা বেগম ৯৯ নং পূর্ব নাওডোবার দিয়ারা মৌজায় ১০ ও ৯ নং খতিয়ানে ৬৭৯৯ এবং ৬৭৯৮ নং দাগে সাফ কবলা দলিল মূলে ৩৪ শতাংশ নালিশী ভূমি ক্রয় করেন। যাহার চৌহদ্দি-পূর্বে সেকেন্দার, পশ্চিমে সেকেন্দার শিকদার, দক্ষিনে সরকারি রাস্তা-উত্তরে বিবাদী নিজ। এলাকাবাসী মঙ্গল শিকদার বলেন সেলিনা বেগম নিচু জমি ক্রয় করে মাটি দিয়ে ভরাট করে গাছ লাগিয়ে ২৫ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। সরেজমিন ঘুরে জানা গেছে কয়েক বছর পূর্বে বাছের শিকদারের ছেলে সালাম শিকদার তার দাদী ফিরোজা বেগম এবং তার ফুফু রিজিয়া বেগমের নিকট হইতে ৯৯নং পূর্ব নাওডোবার দিয়ারা মৌজায় ১০ও ৯নং খতিয়ানে ৬৭৯৯ ও ৬৭৯৮ নং দাগের ৩৭ শতাংশ জমি ক্রয় করে। সেলিনা বেগম তার ভোগ দখলকৃত গাছ লাগানো বাগান করা জমিটি রাস্তার পাশে হওয়ায় বর্তমান বাজার মূল্য বেশি হওয়ায় লোভের বশবর্তী হয়ে গাড়িচালক সালাম শিকদার সেলিনা বেগমের অনুপুস্থিতিতে ওই জমি মেপে সীমানা নির্ধারণ করে খুটি গাড়ে। বর্তমানে ঢাকায় বসবাসরত ওই জমির মালিক সেলিনা বেগম এ ঘটনায় বিষয়টি জানতে পেরে বাড়ি চলে আসে। সেলিনা বেগম সালাম শিকদারের অসৎ উদ্দেশ্যের কথা ভেবে ওই জমিতে যাতে কোনো স্থাপনা নির্মাণ না করতে পারে, তিনি নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হয়ে গত ৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দে ১৪৫ ধারা ফৌজদারী কার্যবিধি একটি মামলা দায়ের করেন।সালাম শিকদার আদালতের ১৪৫ ধারা অমান্য করে রাতের আধারে চুপিসারে চুরি করে স্থাপনা নির্মাণ করতে গেলে সেলিনা বেগম টের পেয়ে সেলিনা বেগম ও ভাই, ভাবি, ভাতিজা বাধা দিতে গেলে সালাম সিকদার ও তার দলবল শ্লীলতাহানি সহ মারপিট ও ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পূর্বের ন্যায় সেলিনা বেগম নিরুপায় হয়ে ১৪ই অক্টোবর ২০২০ শরীয়তপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জাজিরা সি .আর ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করে।কিন্তু সালাম সিকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন অমান্য করে আদালতের ১৪৪ ধারা কে অমান্য করে রাতের আধারে জোরপূর্বক দোকানঘর স্থাপনা নির্মাণ করে। বর্তমানে সি.আর ১৪৪ ধারা মামলাটি চলমান আছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উক্ত দরখাস্তের ভিত্তিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, নাওডুবা ইউনিয়ন ভূমি অফিস কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। উক্ত তদন্তকারী কর্মকর্তা দখল বিষয়ে তদন্ত প্রাপ্ত হইয়া সরোজমিনে উপস্থিত হইয়া সাক্ষীদের উপস্থিতিতে তদন্তপূর্বক সেলিনা বেগম এর দখলে আছে মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সেলিনা বেগম গণমাধ্যমকে বলেন আজ থেকে প্রায় ২৬ বছর আগে মোয়াজ্জেম সিকদার এবং তার ভাই বাছের শিকদার এদের কাছ থেকে সাফ কবলা দলিল মূলে ৩৪ শতাংশ জমি ক্রয় করি।যখন জমিটি ক্রয় করি তখন জমিটি ছিল নিচু, এই নিচু জমিতে মাটি ভরাট করে ২২থেকে ২৩ বছর ধরে গাছের বাগান করে ভোগ দখল করে আসছি। কিন্তু পরবর্তীতে বাসের শিকদারের ছেলে সালাম শিকদার তার দাদী ও ফুফুর ওয়ারিশ সম্পত্তি ক্রয় করে আমার ভোগ দখলকৃত জমির উপর ঘর উত্তোলনের চেষ্টা করে। অথচ আমার জমিনের উত্তরে অনেক জমিন রয়েছে। আমার জমির উপর ঘর উত্তোলনের সময় বাধা দিতে গেলে আমার ভাতিজা ও ভাবীর উপর হামলা করে, তখন আমি নিরুপায় হয়ে জাজিরা থানায় গিয়ে ওসি স্যার কে বিষয়টি জানালে তিনি বলেন আদালতে১৪৪ ধারায় মামলা দায়ের করতে।তখন আমি আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করি। এই সালাম শিকদার ১৪৪/১৪৫ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর উত্তোলন করে। আমি এখন নিরুপায় আমি যাতে আপনাদের মাধ্যমে সঠিক বিচার পেতে পারি তাহার সুব্যবস্থা করে দিবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
সালাম সিকদারের স্ত্রী বকুল বেগম গণমাধ্যমকে বলেন আমি আমার নামের সম্পত্তির উপর ঘর তুলছি। সেলিনা বেগম আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি আমার দাদী শাশুড়ি ও ফুফু শাশুড়ির কাছ থেকে তাদের অংশ ৩৭ শতাংশ জমি ক্রয় করি। আমি সেই জমির উপর ঘর তুলছি ।আমি আমার শ্বশুর বাসের শিকদার ও চাচা শশুর মোয়াজ্জেম শিকদারের জমি খাইনা, জমি চাইও না। এই জমি নিয়ে আদালতে বন্টন মামলা চলতেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি যদি আইনে পাই তাহলে খাবো, না পাইলে খাইবো না।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরেজমিনে গণমাধ্যমকে বলেন যিনি এই জায়গাটাকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি করেছে সালাম ড্রাইভার এর ফাদার ও তার চাচা বাসের সিকদারও মোয়াজ্জেম সিকদার ২৬ বছর আগে সেলিনা বেগম এর কাছে এই জমিটি বিক্রয় করেন। তখন জমিটি ছিল লো ল্যান্ড। এই জমিতে মাটি ভরাট করে গাছের বাগান করেন। আপনারা আমার পাশে গাছ গুলো দেখতে পাচ্ছেন। বাসের শিকদারের আপন সন্তান ও তার ঔরসজাত সন্তান সালাম শিকদার তারা আপন দাদি ও তার ফুফুর কাছ থেকে একটি অংশ কিনে, পিছনে বিশাল সম্পত্তি রেখে এই সম্পত্তির দাবিদার হয়ে দাবি করতেছে। প্রকৃত ঘটনা হইলো এই যে এই গাছগুলো লাগানো কিনা সরোজমিনে এসে জনগণকে জিজ্ঞাসাবাদ করা। এ ব্যাপারে আদালতে মামলা আছে ,আমার কাছে অভিযোগ আছে বিষয়টি তদন্তা দিন। তদন্ত করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু মোটরসাইকেল আগুনে পুরে ছাই

বিপ্লব মোল্লা।।   

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং পেছনে বসে থাকা এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

 

বুধবার বিকাল ৬ টার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম কাফুরাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঐ ব্যক্তি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মাদ আলী জিন্নাহ (৪০)।

 

এলাকাবাসি জানান, রাজবাড়ীর একটি চানাচুর ফ্যাক্টারির মিনি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে আগুন ধরে পুড়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং মোটরসাইকেলে আগুন লেগে পুড়ে যায়। এছাড়া মোটর সাইকেলের পেছনে থাকা অপর ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে তার অবস্থা অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।

শরীয়তপুরেের কীর্তিনাশায় ভাসছিল বৃদ্বার লাশ

 

নিজস্ব প্রতিবেদক।।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা এলাকায় কীর্তিনাশা নদী থেকে ফয়জল হক বেপারী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে মশুরা এলাকায় কীর্তিনাশা নদী থেকে ভাসমান এ লাশটি উদ্ধার করা হয়। ফয়জল হক বেপারী জপসা ইউনিয়নের জপসা গ্রামের মৃত সাহেব আলী বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, ফয়জল হক বেপারী গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওজু করতে নদীর ঘাটে যান। ওজু করার সময় নদীতে পরে নিখোঁজ হন। পরে নড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা উদ্ধার কাজ চালিয়েও উদ্ধার করতে ব্যর্থ হয়।

বুধবার সকালে মশুরা পাকার মাথা এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখা গেলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।

1 2 3 9