তদন্তে সত্যতার আগে কোন সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক  : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্তে সত্যতার আগে যেন কোন সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা। এমনটি দাবি করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ডিজিটাল আইনের মামলাগুলোর তদন্তে মিথ্যা ও বিচারে বেশিরভাগ সাংবাদিক বেকসুর খালাস হচ্ছেন। তবে প্রাথমিক পর্যায়ে পুলিশ অধিকাংশ মামলায় সাংবাদিকদের গ্রেফতার করে হয়রাণী করা হচ্ছে।

 

ডিজিটাল আইনটি সাংবাদিকদের গলার কাটা হয়ে দাঁড়য়েছে। সাংবাদিকরাতো সংবাদ লেখবেই। সংবাদের কারনে কেন তারা মামলায় আসামী হবেন? সংবাদকি পত্রিকার কাটতি বাড়ানোর জন্য নাকি রাষ্ট্রীয় স্বার্থে করা হয়ে থাকে?

 

গতকাল ২০ এপ্রিল খুলনা মেয়রের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এনটিভির প্রতিনিধি আবু তৈয়বকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি তদন্তের আগে সাংবাদিককে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানানো হয়।

 

এভাবে প্রতিনিয়ত বিভিন্নজনে মামলা-হামলার যাতাকলে সাংবাদিকদের হয়রাণী ও হেনস্থার অপচেষ্টা চালায়। সম্প্রতি রাজবাড়ি জেলার গোয়ালন্দে যুগান্তর প্রতিনিধি শামিম শেখের বিরুদ্ধে স্থানীয় এক চেয়ারম্যান মিথ্যা রটনা সাজিয়ে হেনস্থার চেষ্টা চালায়। এভাবে প্রতিনিয়ত সাংবাদিকদের ইমেজ সংকট তৈরীতে বানোয়াট, মিথ্যা রটনা সাজিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন। এসকল অপশক্তির বিরুদ্ধে বিএমএসএফের পক্ষ থেকর গোটা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানানো হয়।

ভ্যান চালককে জরিমানা ও হতাশা থেকে মুক্তি দিলেন ওসি আক্তার হোসেন

নুরুজ্জামান শেখ ,

 

ব্যাটারি চালিত ভ্যান চালককে জরিমানা ও হতাশা থেকে মুক্তি দিলেন পালং মডেল থানার সাহসী ও কর্তব্য পরায়ন অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন। বিশ্বের মহামারী করোনাকালীন লকডাউন সময়ে যেখানে মানুষের ঘরে থাকার কথা ছিল সেই লকডাউন উপেক্ষা করে নিজের পরিবারের ভরণ পোষণের জন্য  শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের ব্যাটারি চালিত ভ্যানচালক গত ১৯ এপ্রিল দুপুরের দিকে মাল বোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময় শরীয়তপুর সদর পৌর বাস স্টান্ড সড়কে নিজের ভুলে ঐ ভ্যানচালক একটি দামি প্রাইভেট কারের পিছনে ধাক্কা মারে। প্রাইভেট কারের পিছন থেকে ধাক্কা লাগার কারণে ওই গাড়ির ব্যাকলাইট ও বাম্পার টি ক্ষতিগ্রস্ত হয়। ওই প্রাইভেট কারের চালক  বলেন আমার গাড়ির যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করতে ২০ থেকে ২৫ হাজার টাকা লাগবে আমি এত টাকা পামু কই আমার চাকরি থাকবে না। প্রাইভেট গাড়ির চালক বিষয়টি পালং থানা অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ভ্যানচালককে থানায় নিয়ে আসে। ওসি আকতার হোসেন ভ্যানচালকের কাছ থেকে দুর্ঘটনার বিষয়টি শুনে তাকে ওই দিন সন্ধার পরে আসতে বলেন। ওই ভ্যানচালক জরিমানার ভাবনা ভেবে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাতটার দিকে  থানায় হাজির হয়। ওসি আকতার হোসেন অসহায় ভ্যানচালককে বলেন আপনি কোনো চিন্তা কইরেন না। আপনার ওই গাড়ির ক্ষতিপূরণের টাকা দেওয়া লাগবে না, আমি দিয়ে দিব। আপনি ভ্যান গাড়ি নিয়ে চলে যান এবং আমার জন্য দোয়া কইরেন। ভ্যানচালক গণমাধ্যমকে বলেন পুলিশ যে এত ভাল মানুষ হয় আমার তা জানা ছিলোনা। এই থানার ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ। আমি তার জন্য সারা জীবন নামাজ পড়ে দোয়া করব।

পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন বলেন ব্যাটারি চালিত ভ্যান চালক নিজের ভুল এই প্রাইভেট গাড়ির পিছনে ধাক্কা মারে আর ধাক্কা লাগার কারণে ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ওই ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার প্রয়োজন। এত টাকা অসহায় ভ্যানচালক কোথায় পাবে? জরিমানার টাকা জোগাড় করতে ওই ভ্যানচালক পরিবারের সহায়-সম্বল বিক্রি করা লাগতে পারে তখন ওই পরিবারটি পথে বসে যেতে পারে। একেতো করোনা লকডাউন সামনে ঈদে আসছে সবদিক বিবেচনা করে ওই ভ্যানচালককে জরিমানা থেকে মুক্ত করে দিই। আর ওই ক্ষতিগ্রস্ত প্রাইভেট গাড়িটির মেরামতের দায়িত্ব নেই।

শরীয়তপুর ডামুড্যায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচি নিয়ে চলছে নিয়মিত অনিয়ম

টিটুল মোল্লা।।  

প্রকল্পের নাম ২০২০-২০২১ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি(ইজিপিপি) ২ য় পর্যায়ের প্রকল্পের শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে  সিরাজ বেপারীর জমি হতে পশ্চিম দিকে কালভার্ট হয়ে ভানুদের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ ।

প্রকল্পের শ্রমিক সংখ্যা ধরা ছিল ৬০ জন ৪,৮০,০০০/- 

সরেজমিনে পাওয়া যায় ১২ জন। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালি কাজটি করাচ্ছেন 

তিনি বলেন আপনারা নিউজ করেন, নিউজ করলে আমি রিএয়ার্ড পাব,আমার কোন সমস্যা নেই,কারন সব কিছু সবাই জনে। 

বিষয়টি সম্পর্কে ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী বলেন আমাদের লোক কখনোই পুরা থাকেনা।তিনি এটাও স্বিকার করেন যে এটা নিয়মিত অনিয়ম।