একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারের পাশে দাড়ালেন শরীয়তপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।

একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কঠিন এই সময়ে সহমর্মিতার পরশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাড়ালেন জেলাপ্রশাসক মো পারভেজ হাসান।

বিগত ১২ মে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বাড়ি ফেরার পথে ফেরিতে তীব্র গরম ও যাত্রীদের উপচেপড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কালিকাপ্রসাদ এলাকার জনাব গিয়াস উদ্দিন মাদবর এর ছেলে।

আজ ২৫ মে জেলাপ্রশাসক মো পারভেজ হাসান কিশোর আনচুর মাদবর এর পরিবারকে একটি গাভী ও গাভীর খাদ্যসামগ্রী প্রদান করেন। মহতী এই উদ্যোগের বাস্তবায়ন করেন নড়িয়া উপজেলা প্রশাসন। এসময় একটি আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়,নড়িয়া সহকারী কমিশনার (ভূমি)মো মোরশেদুল ইসলাম এবং নড়িয়া উপজেলা প্রশাসন এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টাঙ্গাইলে র‍্যাব- ১২ অভিযানে ৫ জুয়াড়ি আটক

নিউজ২৪লাইন ডটকম ঃটাঙ্গাইলে র‍্যাব- ১২ অভিযানে ৫ জুয়াড়ি আট দেলদুয়ারে জুয়া খেলার আসর থেকে নগদ টাকাসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার ভোরে উপজেলার কুমুরিয়া গ্রামে হারুনের চা’এর দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় এক বান্ডেল তাস এবং জুয়া খেলার নগদ ৩,২৯০ টাকাসহ হাতেনাতে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন দেলদুয়ার উপজেলার কুমুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শওকত আকবর (৪৫), জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫), মৃত মনতাজ মন্ডলের ছেলে শাহনি মন্ডল (২৮), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৫০) ও জালাল উদ্দিনের ছেলে বাবুল (২৯)।

র‍্যাব কমান্ডার জানান, র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে দেলদুয়ারে কুমুরিয়া গ্রামে হারুনের চা’এর দোকান অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া খেলার তাস ও টাকাসহ তাদের ৫জনকে আটক করা হয়। এসময় সাক্ষীদের সম্মুখে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দীর্ঘদিন যাবৎ চা’র দোকানে তারা তাস ও টাকা দিয়ে জুয়া খেলে আসছিল। আসামীদের বিরুদ্ধে দেলদুয়ার থানা।

জেরুজালেমে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার ২ ইসরায়েলি

জেরুজালেমে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২ ইসরায়েলি। গতকাল সোমবার (২৪ মে) পূর্ব জেরুজালেমে রেলস্টেশনের কাছে হয় হামলাটি।

পালানোর সময় পুলিশের গুলিতে প্রাণ হারান ফিলিস্তিনি হামলাকারী। আহতদের একজন সেনা সদস্য। অপরজন বেসামরিক নাগরিক। গুরুতর অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়া হয়। নেতানিয়াহু প্রশাসন একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে।
টানা ১১ দিন ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালায় ইসরায়েল। এই আগ্রাসনে প্রাণ হারান শিশুসহ ২৩২ জন। এরপরই মিসরের মধ্যস্থতায় কার্যকর হয় অস্ত্রবিরতি।
এ পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, হামলাটি নতুনভাবে উত্তেজনা ছড়াবে।

ছেলের মৃত্যুতে পরিবারের পাশে দাড়ালেন জেলা প্রশাসক মোঃপারভেজ হাসান।

শেখ নজরুল ইসলাম- শরীয়তপুরে একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারের পাশে দাড়ালেন জেলা প্রশাসক।

একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কঠিন এই সময়ে সহমর্মিতার পরশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাড়ালেন জেলাপ্রশাসক মো পারভেজ হাসান।

বিগত ১২ মে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বাড়ি ফেরার পথে ফেরিতে তীব্র গরম ও যাত্রীদের উপচেপড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কালিকাপ্রসাদ এলাকার জনাব গিয়াস উদ্দিন মাদবর এর ছেলে।

আজ ২৫ মে জেলাপ্রশাসক মো পারভেজ হাসান কিশোর আনচুর মাদবর এর পরিবারকে একটি গাভী ও গাভীর খাদ্যসামগ্রী প্রদান করেন। মহতী এই উদ্যোগের বাস্তবায়ন করেন নড়িয়া উপজেলা প্রশাসন। এসময় একটি আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়,নড়িয়া সহকারী কমিশনার (ভূমি)মো মোরশেদুল ইসলাম এবং নড়িয়া উপজেলা প্রশাসন এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

৮৩ বছরে বৃদ্ধা নারীকে গণধর্ষণ অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলার ডামুড্যায় উপজেলা,শিধলকুড়া ইউনিয়নে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা অসুস্থ বৃদ্ধা (৮৩) নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ডামুড্যা থানায় লিখিত অভিযোগ করে বৃদ্ধা নিজে ই।

মঙ্গলবার (২৫ মে) রাতে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন শিধলকুড়া ইউনিয়নের আরমান বেপারীর ছেলে সামিম বেপারী (২৭) ও একই এলাকার তার বন্ধু শহীদ মাদবরের ছেলে হাসান মাদবর (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সারে ৩ টার দিকে বৃদ্ধা নারীর ঘর থেকে আত্ম চিৎকার শুনে পাশের ঘরের লোক জন ছুটি আসে। ঘরে ঢুকার চেষ্টা করলে ভিতর থেকে আটকানো কারণে ঢুকতে পারে নি স্থানীয়রা। সামিম(রিংকু )ও হাসান পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ধরার চেষ্টা করলে তাদের ধরা যায় নি।

ধর্ষনের শিকার নারী বলেন, জীবনে বড় পাপ করেছি। না হলে আজ এই দিন টা দেখা লাগতো না।

তিনি বলেন, স্বামী মারা যায় অনেক বছর আগে। ঘরে নারী একাই থাকি। ৩ মেয়ে ই থাকেন শশুর বাড়ি। প্রতিদিনের মত রাতে শুয়ে পড়ি আমি অসুস্থ ছিলাম। রাতে মাঝেমধ্যে ই সামিম আসতো ঘুমাতে। কালও পুলিশ আসছে ওকে ধরে নিতে এই কথা বলায় সরল মনে খুলে দেয় দরজা খুলে দেই। তারা ঘরে ঢুকে দরজা আটকিয়ে পাশের খাটে গিয়ে শোন। আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ তার আমার ওপর আক্রমণ করে। মুখ চেপে রাখায় আমি চিৎকার করলেও বের হয় নি। হঠাৎ মুখ ছুটে যাওয়ায় জোরে চিৎকার। পাশের ঘরের রিনা, ওর জামায় সহ আরোও অনেকে ছুটে আসে।

প্রত্যক্ষদর্শী রিনা বেগম বলেন, রাতে প্রায় ৩ টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন আমি শুনতে পাই পাশের ঘরের নারী আস্তে আস্তে চিৎকার করছে। আমি মনে করেছিলাম অসুস্থ হয়ে এমন টা করছে। অনেক সময় করার পর তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে হঠাৎ বলে ওঠে তোরা কে কোথায় আছত আমারে বাচাঁ সামিম আর হাসান আমাকে মেরে ফেলতাছে। আমি দরজা ধাক্কা দিলে বন্ধ থাকায় খোলে না। পরে সে বলে ওঠে ওরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দৌড়ে পিছন গেলে দেখি দুই জন দৌড়ে যাচ্ছে। কিন্তু অন্ধকার কে সেটা চিনতে পারি নি। ঘরে ঢুকে তাকে অজ্ঞান ও বিবস্র অবস্থায় খাটে পড়ে থাকতে দেখি।

সামিমের দাদা সামসুল ইসলাম (৭৮) বলেন, আমার নাতি নেশা পানি করে কিন্তু কোন মেয়েলী সমস্যা নেই। এলাকার মানুষ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) প্রবিন চক্রবর্তী বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নারী কে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট আসার পর তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হব।

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে মিলন মিয়া (২৪) নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মিলন মিয়া দুর্গাপুর এলাকার মৃত আজহার আলীর ছেলে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের মেইন পিলার ৯২৪ এর সাব পিলার ১০/এস এলাকায় গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মিলন মিয়া ৭/৮জন সহযোগিসহ ভারতীয় গরু পাচারকারীদের দেয়া গরু আনার জন্য দুর্গাপুর সীমান্ত এলাকায় গেলে ভারতের কোচবিহার জেলার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিলন মিয়া গুলিবিদ্ধ হয়। এ সময় তার সহযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে, পরে অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। দুপুর সাড়ে বারটায় কোম্পনি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।

দেশে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত দুই রোগী হাসপাতালে চিকিৎসাধীন

নিউজ ২৪লাইন ডটকম ঃকরোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন তিন জনের শরীরে শনাক্ত হয়েছে ‘ ব্ল্যাক ফাঙ্গাস’। এর মধ্যে তিন দিন আগে মারা যাওয়া এক জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে বারডেম কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশেও তিন জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়।এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। এবং তিন দিন আগে মারা যাওয়া এক ব্যাক্তির নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনিও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

1 2