শরীয়তপুরে জাতীয় ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শরীয়পুর প্রতিনিধি ঃ
শরীয়তপুরে জাতীয় ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩জুন) সকাল ১০ঘটিকায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামী ৫ থেকে ১৯ জুন ২০২১ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সের শিশুকে একটি নিল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বছর জেলায় মোট ১লক্ষ ৬৯ হাজার ৯৮৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় সিভিল সার্জন ডা: এস,এম, আব্দুল্লাহ আল- মুরাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৷ ভিটামিন ‘এ’ প্লাস বিষয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মাসুদ হাসান।
এতে শরীয়তপুরে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোজাম্মেল হক ৷ তিনি অবিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা খাওয়ানোর অাহবান জানান ৷

শরীয়তপুরে-প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেবার নামে লক্ষ,লক্ষ, টাকা আত্মসাতে অভিযোগ।

শরীয়তপুর প্রতিনিধি ঃ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের পশু ডাক্তার মো. হোচেন হাওলাদার ও তার সহযোগী হুমায়ুন ফরাজি,বিরুদ্বে

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেবার নাম করে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতে করার অভিযোগ পাওয়াগেছে।

দীর্ঘদিন পার হলেও ঘর ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের দক্ষিণ মগর গ্রামের মো. জব্বার মৃধা, ছালাম বেপারী, চান শরিফ ছৈয়াল, জয়নাল ছৈয়াল, মমতাজ বেগম, ফরিদা বেগম, শামসুন্নাহার, শাহজাহান ছৈয়াল, শামসুল হক বেপারী, সহ আরও অনেকের কাছ থেকে প্রায় ছয় মাস আগে হোচেন হাওলাদার সরকারি ঘর ও কল দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন। এক সপ্তার মধ্যে ঘর দেওয়ার কথা বলে দীর্ঘ ছয় মাস পার হলেও কোনো ঘর দিতে পারেনি হোচেন। আর টাকা ফেরত চাইলে ঘর পাবে বলে নানা অজুহাত দিতে থাকে।

সরজমিনে গিয়ে যানা, জায় হুমায়ুন ফরাজি বাড়ি মগর গ্রামে। তিনি অনেক প্রভাব সালি ব্যাক্তি হিসাবে পরিচয় দিয়ে থাকেন। তার প্রধান মন্ত্রীর বাসভোবনে যেতে কোন অনুমতির প্রয়োজন হয়না বলে তিনি জানান। তিনি এর আগেও অনেকের কাছ থেকে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন।

লোকমান ঢালি নামের এক ব্যক্তির কাছ থেকে ভোটার আইডি কাড ট্রান্সফারের কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী সেলিনা বেগম জানান আমার স্বামী নেই সন্তান নেই ভাইদের আশ্রয়ে থাকি আমি অত্যন্ত দরিদ্র আমাকে তিন দিনের মধ্যে ঘর দেওয়ার নাম করে ১০ হাজার টাকা দাবি করে আমি অনেক কষ্ট করে ধারদেনা করে তাদের কাছে টাকা দেই কিন্তু ৬ মাস হয়ে গেল ঘরের কোন খবর নেই।

সালাম বেপারী, চান শরীফ ছৈয়াল, মমতাজ বেগম, শামসুল হক ছৈয়াল,সহ আরো অনেকে অভিযোগ করে বলেন হোসেন হাওলাদার ও হুমায়ুন ফরাজী ঘর ও কল দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেয়। ৬ মাস হয়ে গেল ঘরের কোন খবর নেই।

আমরা দরিদ্র লোক কিস্তিতে টাকা তুলে তাদের কে দিয়েছি আমাদের অনেক কষ্ট করে সুদের টাকা পরিশোধ করতে হচ্ছে। হুমায়ুন ফরাজি।

নিউজ ২৪লাইনঃ
পশু ডাক্তার মোঃ হোসেন হাওলাদার নিউজ ২৪লাইন ডটকম কে বলেন, আমি তেমন ভালো করে জানিনা আমাকে হুমায়ুন ফরাজি বলছে তাই আমি টাকা উঠিয়ে দিয়েছি সাংবাদিক কতোজনের কাছথেকে টাকা নিয়েছেন হোচেন হাওলাদার লিস্ট দেখা ছারা বলা জাবেনা তবি আনুমানিক ১৫/১৬ জন হবে, ঘরের জন্য ৮/৯ জন
প্রায় ১লক্ষ ৬৫ হাজার টাকা হবে
বাকিটা কলের জন্য নিয়েছি, ৭/৮ মাস হবে তবে আমি হুমায়ুন ফরাজী কে বলেছি ৫ জুন এর ভিতরে সবার টাকা ফিরত দিয়েদিবো

নিউজ ২৪লাইনকে

হুমায়ুন ফরাজী বলেন হা আমরা টাকা নিয়েছি অশিকার করবো না, প্রায় ১০ থাকে ১২ জন এর কাছথেকে হবে টাকা ১ লক্ষ
৪০ হাজার টাকা হবে আমার বলেছি আগমি ১০ জুন সব টাকা ফিরত দিয়ে দিবো।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ। এর সাথে মোবাইলে কথা হলে নিউজ২৪লাইনঃ কে জানান আমি মাএ তিন দিন হলো নড়িয়া উপজেলার দায়িত্ব পেয়েছি বিষয়টি আমি সুনেছি কিছু লোকের কাছথেকে টিউবয়েল এর নামে টাকা নিয়েছে। তবে জারা টাকা দিয়েছে তার ঠিক করেনি অতি লোভের কারনে টাকা দিয়েছে।

তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাতার বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পেলেন বাংলাদেশি শিক্ষার্থী।

আন্তর্জাতিক ডেস্ক- কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও ইভেন্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৪৩তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাকে এ সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানি এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহামসহ সিন্ডিকেট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বছর কাতার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের তিন হাজার ১৮৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। এর মধ্যে সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষা সমাপনকারী ৭৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।

শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী মুহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারির উত্তর মাদার্শা গ্রামে। চট্টগ্রাম শহরের জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় তিনি পড়াশোনা করেছেন। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোরআন হিফজ শেষ করেছেন তিনি।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরের শিক্ষাবৃত্তি নিয়ে দেশটিতে যান আবু তালেব। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকাহ ও উসুলে ফিকাহ বিভাগে অধ্যয়ন করছেন।

২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান আবু তালেব। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন তিনি।

স্বর্ণপদক অর্জনের ছবি দিয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গোল্ড মেডেল অর্জন। আমার মা-বাবার এবং আমার রাহবার প্রিয় উস্তাদ মাওলানা আতাউল্লাহ সাহেব (রহ.) এর জন্য উৎসর্গ করলাম।’

আওয়ামী লীগ নেতা পিটিয়ে স্ত্রী হত্যার দায়ে আটক।

জামালপুর প্রতিনিধি- জামালপুরে মেলান্দহে নিজ ঘরে পিটিয়ে স্ত্রী তানিয়া বেগমকে (২৬) হত্যার অভিযোগে স্বামী শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২ জুন) শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আটককৃত আবু তাহের স্থানীয় নূর ইসলামের ছেলে।

নিহত তানিয়া নয়ানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের অসুস্থ ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ হাসান আলীর মেয়ে।

স্থানীয় প্রতিবেশী সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে পারিবারিক জের ধরে শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে নিজ বাড়িতে আওয়ামী লীগ নেতা আবু তাহের ও তার স্ত্রী তানিয়া বেগমের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে ভয়ে তানিয়া ঘরে ঢুকে স্টিলের দরজা ভেতর থেকে আটকে দেন। এ সময় আবু তাহের দরজা ভেঙে ঘরে ঢুকে তানিয়াকে প্রথমে লাঠি দিয়ে বেদম পেটায়। এরপর তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে শিশু সন্তান রয়েছে।

1 2