যমুনা নদীতে নৌকাডুবে দুই বোনের মৃত্যু, নিখোঁজ এক

রাজিব আহ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী থেকে শাহজাদপুর আসার পথে উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে একজন।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪), ও তার বোন তাসলিমা (চার মাস)।

শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৮ জুন) বিকেল ৪টার সময় চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশু সহ ১৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দুরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।

 

আমি দীঘিকে ভালোবাসি, আমাদের বিয়ে হওয়ার কথা: অমিত হাসান

বাংলা চলচ্চিত্রের নতুন নাম প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এই প্ল্যাটফর্মে পরিপূর্ণ নায়িকা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন দীঘি।

 

সেই ধারাবাহিকতায় এবার দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন এই নায়িকা।

 

 

যেখানে তার বিপরীতে থাকবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। ছবিতে অমিত হাসানের সঙ্গে প্রেম করবেন দীঘি।

 

সিনেমা প্রসঙ্গে অমিত হাসান বলেন, গুণী একজন পরিচালক ঝন্টু সাহেব। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। আমার শুটিং শেষ পর্যায়ে। এই গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের। এখানে আমার চরিত্রটির নাম শাহী। আমি দীঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা।

 

 

 

কানাডায় ইসলাম বিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই।

কানাডায় ইসলাম বিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সব অপ-তৎপরতা। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার সন্ধ্যায় অন্টারিও রাজ্যের শোকসভায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, শুধু মুসলিম নন, যেকোনো ধর্মের মানুষের জন্যেই নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এ জন্য কমাতে হবে সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন চিন্তাভাবনা।

রোববার শপিং মলের বাইরে পাকিস্তানি বংশোদ্ভূত একটি পরিবারের ওপর পিক-আপ তুলে দেয় আততায়ী। এতে প্রাণ হারান ওই পরিবারের ৪ সদস্য। সৌভাগ্যবশত প্রাণে বাঁচে ৯ বছরের শিশু। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা সত্যিকার অর্থেই রয়েছে ইসলামভীতি; বর্ণবিদ্বেষও বিদ্যমান। কিন্তু আমাদের কমিউনিটি-সমাজ-দেশে এগুলোর কোনো জায়গা নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে অপতৎপরতা। যখনই আমাদের সন্তান বা প্রবীণদের ওপর আঘাত আসবে; সবাই মিলে আমরা সন্ত্রাসবাদ ও ধর্ম বিদ্বেষকে না বলবো।

সৌদি গিয়ে গৃহকর্তার ধষর্ণের শিকার নারী ফিরলেন সন্তান কোলে।

ধরি নাম তার জুঁই। ৩২ বছর বয়সী এ নারীর বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। পরিবারের স্বচ্ছলতার আশায় গৃহকর্মীর চাকরি নিয়ে ২০১৯ সালের নভেম্বরে সৌদি আরবে যান তিনি। ৯ মাসের কারাবাস শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন ছয় মাসের ছেলেসন্তান নিয়ে।

 

মায়ের কোলে হাসিখুশি শিশুটি পিতৃপরিচয়হীন। তাই বিষন্ন মা। সমাজ-পরিবার গ্রহণ করবে না- এ ভয়ে জুঁই বাড়ি ফিরতে পারছেন না। কোথায় যাবেন তাও জানেন না।

 

 

জুঁইয়ের দাবি, তিনি সৌদিতে যে বাড়িতে কাজ করতেন, সেই গৃহকর্তা তার সন্তানে পিতা। সৌদি আরবে যাওয়ার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গৃহকর্তা তাকে পুলিশের হাতে তুলে দেয়। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি অভিবাসীদের জন্য নির্ধারিত সফর জেলে যান। কারাগারে তার ছেলের জন্ম হয়। সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় শিশুটির নাম ও ছবি প্রকাশ করছে না সমকাল। তার পরিবারের কাছে সন্তান জন্মদানের খবর গোপন রাখায়, সমকাল তারা বাবা-মার সঙ্গে যোগাযোগ করেনি।

 

জুঁই বলেছেন, সৌদিতে চাকরি করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে সন্তান জন্মদানের কথা তার পরিবার জানে না। ছেলেকে নিয়ে তার পক্ষে পরিবারে ফেরা সম্ভব নয়। সমাজ তাকে ও তার সন্তানকে গ্রহণ করবে না। তাই দেশে ফিরে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে বিস্তারিত জানিয়ে সহায়তা চান জুঁই।

 

পুলিশ তাকে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির কর্মীদের কাছে হস্তান্তর করেছে। জুঁই বর্তমানে ব্র্যাকের আশ্রয়ে রয়েছে। তাকে কোন রিক্রুটিং এজেন্সি বিদেশ পাঠিয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাসপোর্ট নম্বর সার্চ করে পাওয়া গেছে, তাকে আলবি ইন্টারন্যাশনাল লিমিটেড (লাইসেন্স নম্বর ৩৭৫) নামের একটি এজেন্সি পাঠিয়েছে।

 

তবে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাকারিয়া সমকালকে বলেছেন, তার প্রতিষ্ঠান জুঁইকে পাঠায়নি। কোনো কারণে ভুল তথ্য ছড়িয়েছে সে। বিষয়টি জানার পর তিনি অসুন্ধান করে পেয়েছেন, জুঁইয়ের ভিসা প্রসেস ও তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছিল ন্যাচারাল ইস্টার্ন ওভারসিজ (লাইসেন্স নম্বর ১৯৯১) নামের একটি প্রতিষ্ঠান।

 

ন্যাচারাল ইস্টার্নের ব্যবস্থাপনার পরিচালক তাহেরুল ইসলাম পাটোয়ারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। তাকে ফোন ও এসএমএস করা হলেও সাড়া দেননি তিনি। জুঁইকে কে বিদেশ পাঠিয়েছে তা নিয়ে এজেন্সি দায় স্বীকার না করলেও আইনানুযায়ী দায়িত্ব তাদের।

 

 

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের ২২ (১) ধারা অনুযায়ী রিক্রুটিং এজেন্সি কর্মী ও নিয়োগকারীর মধ্যে চুক্তি করিয়ে দেয়। এজেন্সিই নিয়োগকারীর প্রতিনিধি হিসেবে গণ্য হবে। কর্মীকে প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্বও এজেন্সির।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, বিদেশে চাকির করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে সন্তান নিয়ে ফেরার ঘটনা দুর্ভাগ্যজনক। অতীতেও এমন ঘটনা ঘটেছে। এগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সন্তানের বাবা কে তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে বের করা উচিত।

 

অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বিএনএসকে’র নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম সমকালকে বলেছেন, সরকার ও দূতাবাস উদ্যোগী হয়ে আইনি ব্যবস্থা নিলে অবশ্যই ন্যায়বিচার পাবে নির্যাতনের শিকার নারীরা। সম্প্রতি আমরা দেখেছি আবিরুন বেগম নামের এক বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদির গৃহকর্তা এবং তার স্ত্রী-ছেলের কারাদণ্ড হয়েছে।

দেশের জন্য রেমিট্যান্স অর্জনে বিদেশে চাকরি করতে গিয়ে নারী কর্মীদের নির্যাতনের শিকার হওয়া ও অনাকাঙ্খিত গর্ভধারণের বিষয়ে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি সমকালে ‘শ্রমশিশুর কান্না শুনতে কি পান’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, শুধু ২০১৮ সালেই ১৭ অন্তঃসত্ত্বা নারী দেশে ফেরেন। তাদের সবারই অভিযোগ ছিল, কর্মক্ষেত্রে ধর্ষণের শিকারে তারা গর্ভধারণ করেছেন।

ব্র্যাক বলছে, সম্প্রতি এমন ১২ নারী ফিরেছেন। গত ২৬ মার্চ সৌদি থেকে সন্তান নিয়ে ফেরেন নরসিংদীর বেলাবোর এক তরুণী। গত ২ এপ্রিল এক নারী বিদেশ থেকে ফিরে আট মাসের সন্তানকে বিমান বন্দরে ফেলে যেতে বাধ্য হন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী কে নির্যানের অভিযোগ।

ময়মনসিংহ) প্রতিনিধি- কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী এক নারীকে নির্মম নির্যানের অভিযোগ করেছেন ভূক্তভোগী। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ত্রিশাল থানা ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়েনের কাজির শিমলা বাজারে।

অভিযোগ সূত্র জানায়, উপজেলার ধানীখোলা চরকুমারিয়া গ্রামের শাহজান মিয়ার বড় মেয়ে ২০২০ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে পিত্রালয়ে বসবাস করছিল। প্রায় ৫ মাস পূর্বে ওই নারীর মোবাইলে ফোন দিয়ে নানা ধরণের অশালীন কথার মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল উপজেলার কাজীর শিমলা গ্রামের দেওয়ানিয়া বাড়ীর বখাটে সুজন মিয়া (৩৬)। সুজন মিয়া কাজীর শিমলা বাজারের টিন ও সিমেন্ট ব্যবসায়ী। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রাবসী ওই নারীকে প্রতিনিয়তই বিভিন্ন লোকের মাধ্যমে নজরদারি রাখতো সুজন। প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হলেই ওই স্থানে হাজির হয়ে উত্ত্যক্তসহ নানা প্রকার অঙ্গভঙ্গি প্রদর্শন করতো সুজন।

ভুক্তভোগী জানান, দফায় দফায় কুপ্রস্তাব দিয়ে আসছিল সুজন। তাতে সায় না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩০ মে সকালে কাজির শিমলা বাজারে আমাকে ও আমার বোনের পথরোধ করে বাজার থেকে জোড়পূর্বক ডেকে নিয়ে যায় তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুজন এন্টারপ্রাইজে। সেখানে নিয়ে নির্জন স্থানে যাওয়ার কুপ্রস্তাব দিলে আমি তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তুলে নেওয়ায় চেষ্টা করে। এক পর্যায়ে প্রকাশ্যে কিল ঘুষিসহ শারীরিক নির্যাতন করে এবং আমার শ্লীলতাহানি করে। আমার বোন এর প্রতিবাদ করলে তাকেও মারধর করে। এ ঘটনাটি স্থানীয় আরো কয়েকজন বখাটে যুবক ভিডিও ধারণ করে। তিনি নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

অভিযুক্ত সুজনের ভাই জানান, আমার ভাই তাকে পিটিয়েছে সত্য, কিন্ত দুজনেই ভালো না। তাদের বিচার হওয়া দরকার বলে তিনি দাবী করেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই প্রবাসী নারীর দায়ের করা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের কমিটির সভাপতির নাবালিকা মেয়ে নিয়ে পালালেন ইমাম।

জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদ কমিটির সভাপতির স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ঈমাম উ’ধাও হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা দত্তেরপাড়া গ্রামে।

 

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দ’র’ক’ষাক’ষির মাধ্যমে ২লক্ষ টাকায় আপো’ষ মি’মাংসা করেছে বলেও জানা গেছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, উচনা দত্তের পাড়া গ্রামের পুরাতন জামে মসজিদে দীর্ঘদিন যাবত ঈমাম হিসাবে একই গ্রামের মজনু মিয়ার পুত্র দুই সন্তানের জনক মাওলানা রুবেল হোসেন (৪০) ঈমামতি করে

আসছিলেন। এরই সূত্র মসজিদ কমিটির সভাপতির ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে অ’বৈধ সম্প’র্ক গড়ে উঠে। এমতবস্থায় গত শুক্রবার (৪ই জুন) দিবাগত রাতে ঐ ইমাম মেয়েটিকে নিয়ে অ’জানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

মেয়েকে বাড়ীতে দেখে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে পরদিন শনিবার মেয়ের বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অ’ভিযো’গ দা’য়ের করেন।

থানায় অ’ভিযো’গের পর রবিবার ভোরে মেয়েটিকে তার বাড়ির সামনে রেখে পা’লিয়ে যায় ঈমাম। এদিকে উ’ক্ত ঘটনাটি এলাকায় চা’উর হতে থাকলে উভয় পক্ষের লোকজন বিষয়টি ২লক্ষ টাকায় আ’পো’ষ মি’মাং’সা করেছে

বলে জানা যায়। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি বলেন, ঘটনাটি লোকে মুখে শুনতেছি। কিন্তু কোন পক্ষই আমার নিকট আসেনি। মি’মাং’সার বিষয় আমার জানা নেই।

মসজিদ কমিটির সভাপতি ও মেয়ের বাবার নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, মেয়ের কথা চিন্তা করে আ’পোষ করেছি। কত টাকা নিয়ে আ’পোষ করেছেন এমন প্রশ্ন করলে তিনি ফোনটি অন্যজনকে ধ’রিয়ে দেন। ঘটনার সত্যতা জানতে অ’ভিযু’ক্ত ইমাম রুবেল হোসেনের বাড়ীতে গিয়ে তাকে না পাওয়ায় তার ব্যবহৃত

সারওয়ার হোসেন জানান, প্রথম দিকে মেয়ের বাবা একটি অ’ভিযো’গ করেছিল। পরে শুনেছি মেয়েটি বাড়ীতে এসেছে। আ’পোষ মি’মাংসার বিষয়ে জানা নেই।

১০ সন্তান জন্ম দেওয়ার দক্ষিণ আফ্রিকার এক নারী।

  1. একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। চিকিৎসকেরা এ ঘটনা নিশ্চিত করলে এটিই হবে একসঙ্গে সবচেয়ে বেশি সন্তানজন্ম দেওয়ার রেকর্ড।
এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছেন গোসিয়ামি থামারা সিথোল নামের ৩৭ বছর বয়স ওই নারী। সোমবার (৭ জুন) শেষ রাতে প্রিটোরিয়ার একটি হাসপাতালের সিজারিয়ান সেকশনে সাতটি ছেলে ও তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি।
তার স্বামী তেবোগো টিসোটেটসি স্থানীয় সংবাদমাধ্যমে এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, তার স্ত্রী বেশ আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে এখন বেশি কথা বলতে পারছেন না।-খবর মেইল অনলাইন।
সিথোল এই গর্ভধারণকে স্বাভাবিক বলে দাবি করলেও এ রকম সন্তান জন্মদানের ক্ষেত্রে ব্যাপক চিকিৎসার দরকার পড়ে। গর্ভধারণের সুযোগ বাড়াতে গর্ভাশয়ে একাধিক নিষিক্ত ভ্রূণ সন্নিবিষ্ট করে দিতে হয়।
মাসখানেক আগে মালির এক নারী মরোক্কোর একটি হাসপাতালে একসঙ্গে ৯টি সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন।
তবে দক্ষিণ আফ্রিকায় সন্তান জন্মদানের এই ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মেইল অনলাইন। কারণ যে হাসপাতালে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে, সেটির নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় প্রিটোরিয়া নিউজে প্রথম এই খবর প্রকাশিত হয়েছে। পরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেখান থেকে তথ্য নিয়ে খবর প্রকাশ করেছে।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওই নারী বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে তার গর্ভে ছয় সন্তানের কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী স্ক্যানে তা বেড়ে দাঁড়ায় আটটিতে।
কিন্তু সিজারের সময় আরও দুটি সন্তানের দেখা মিলেছে।
1 2 3