পরীমণির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাব ভাঙচুরের অভিযোগে গুলশান থানায় জিডি

পরীমণির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগে গুলশান থানায় একটি জিডি দায়ের করেছে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে চিত্রনায়িকা পরীমণি উত্তরা বোট ক্লাবের একজন পরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরীর অভিযোগ, ব্যবসায়ী নাসির মাহমুদ গত ৮ জুন রাতে উত্তরা বোটক্লাবে মদের সাথে চেতনানাশকারী মিশিয়ে জোরপূর্বক পান করিয়ে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন। পরীর মামলায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে সম্প্রতি।

তবে অভিযুক্ত নাসিরের দাবি দামি মদের বোতল জোর করে নেওয়ার সময় বাধা দেওয়াতেই তার বিরুদ্ধে ক্ষোভ পরীর।

নাসিরের এমন অভিযোগের পর এবার গুলশান থানায় অল কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে ক্লাবে ভাংচুরের অভিযোগে জিডি করা হলো চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে।

বগুড়ায় মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে নিজের ঘরে আটক রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিপুল হোসেন (২৭) নামে এক পরিবহন শ্রমিককে আটক করেছেন স্থানীয়রা।

বুধবার (১৬ জুন) মামলার পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার আড়কাটিয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দেড় বছর আগে শেরপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে একই এলাকার পোশাক কারখানার এক শ্রমিকের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় অবস্থান করতেন মেয়েটি। গত ১০ জুন মেয়েটি ঢাকা থেকে শেরপুরে বাবার বাড়ি যেতে আনু পরিবহনে রওনা হন। পথিমধ্যে ওই গাড়ির চালকের সহকারী বিপুল হোসেনের সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে কৌশলে বিপুল মেয়েটির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক তৈরি করেন। বিয়ের প্রলোভনে ১৫ জুন মেয়েটিকে কৌশলে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায় বিপুল। এরপর বিপুল নিজের ঘরে হত্যার হুমকি দিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার ও বিপুলকে আটকের পর থানায় সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বলেন, এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষণের শিকার মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খালেদার অসুস্থতার খবর চাপা দিতে পরীমনিকে সামনে আনা: মির্জা ফখরুল

ঢাকা- ‘আজকে দেশনেত্রী খালেদা জিয়া যখন অত্যন্ত অসুস্থ, তখন সেটা ধামাচাপা দেয়ার জন্য পরীমনির বিষয়টি সামনে আনা হয়েছে। এ সরকার সব সময় একটা ঘটনার পেছনে আরেকটি প্রসঙ্গ দাঁড় করিয়ে দেয়।’

বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা করা হচ্ছে না।

পরীমনির মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মামলা করা হয়েছে ধর্ষণ ও হত্যাচেষ্টার। আর আরেকটা অপরাধের দায় দিয়ে তাকে রিমান্ড নেওয়া হয়েছে। এ ব্যাপারটা আমি বুঝতে পারিনি। মামলা করলেন ধর্ষণ ও হত্যাচেষ্টার। আর তাকে রিমান্ডে নেওয়া হলো কি জন্য? তার কাছে মাদক পাওয়া গেছে। আজকে অনেক প্রশ্ন আসছে তাহলে কি ক্ষমতাধারীরা যা চাইবেন তাই হবে। আজকে একটি লোকের পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তার সম্মান সব শেষ হয়ে যাবে।

পরীমনির মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মামলা করা হয়েছে ধর্ষণ ও হত্যাচেষ্টার। আর আরেকটা অপরাধের দায় দিয়ে তাকে রিমান্ড নেওয়া হয়েছে। এ ব্যাপারটা আমি বুঝতে পারিনি। মামলা করলেন ধর্ষণ ও হত্যাচেষ্টার। আর তাকে রিমান্ডে নেওয়া হলো কি জন্য? তার কাছে মাদক পাওয়া গেছে। আজকে অনেক প্রশ্ন আসছে তাহলে কি ক্ষমতাধারীরা যা চাইবেন তাই হবে। আজকে একটি লোকের পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তার সম্মান সব শেষ হয়ে যাবে।

আওয়ামী লীগ সরকারকে প্রতারক সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের সাথে প্রতারণা করে আজকে ক্ষমতায় বসে আছে। আজকে সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে, এই দানবকে সরাতে হবে। আমরা দুইটা দানব বলে আসছি, একটা করোনা অদৃশ্য আরেকটা সরকার সেটাও কিন্তু অদৃশ্য শক্তি নিয়েই চলে। সেই জন্য এই দুই দানবকে আমরা যদি সরাতে না পারি তাহলে এই জাতির অস্তিত্ব বিপন্ন হবে।

সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দানবকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন করি। আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটাই।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও কবি আব্দুল হাই শিকদার, দৈনিক দিনকাল সম্পাদক ড. রেজয়োন সিদ্দিকী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

জ্বিন দিয়ে ভাগ্য পরিবর্তনের কথা বলে ২ তরুণীর সাথে শারিরীক সম্পর্ক

আমার কাছে জিন আসে জিনের দ্বারা ভাগ্য পরিবর্তন করে দিব, জ্বিন দিয়ে সকল সমস্যার সমাধান করে দিব, গরীব দরিদ্র অসহায় থাকতে হবে না এমন সব প্রলোভন দিয়ে গ্রামের অসহায় সহজ সড়ল পরিবারকে টার্গেট করে ওই সকল পরিবারে থাকা অল্প বয়সি মেয়েদের দিয়ে আসন বসানোর কথা বলে দির্ঘদিন ধরে তাদের সাথে শারিরীক সর্ম্পক করে আসছিল রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের ভন্ড সাধু হিসাবে খ্যাত সবুর মন্ডল অরফে সবুজ নামের এক প্রতারক।

দির্ঘদিন ধরে এ কাজ করে আসা ভন্ড সাধুর বিরুদ্ধে এখন মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসি। এ ঘটনায় (১৫ জুলাই) মঙ্গলবার ধর্ষনের শিকার ওই ছাত্রীর বোন পাপিয়া ও অপর ছাত্রীর পিতা মোঃ রবিউল ইসলাম অরফে হুমায়ুন বাদী হয়ে রাজবাড়ীর আদালতে পৃথক ২টি মামলা দায়ের করেছে।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্যাইবুনাল আদালতে নারী শিশু ও নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় পৃথক ২টি মামলা দায়ের করেছে। যার মিস পিনং-১৭৭/২০২১ ও ১৭৮/২০২১। আদালত রাজবাড়ীর পাংশা মডেল থানাকে মামলা ২টি এফআই আর করার নির্দেশ প্রদান করেছে। ওই তরুনীদের সাথে কথা হলে তারা জানান আমাদের জিন পরির ভয় দেখিয়ে ২ জনের সাথেই ৪ বার করে শারীরিক সর্ম্পক করেছে, প্রথমে জোর করে পরে আমাদের সকল আত্বীয়কে জিন মেরে ফেলবে এ কথা কাউকে বললে সে এভাবে ভয় দেখিয়ে আমাদের সাথে শারিরিক সর্ম্পক করেছে।

৯ম শ্রেণীতে পড়ুয়া ওই তরুনী বলেন প্রথমে আমার বাবাকে প্রলোভন দেখিয়ে বড় লোক বানানোর কথা বলে রাতে আমার এক গ্লাস পানি নিয়ে পাশেই একটি তাল গাছের তলায় যেতে বলে, আমি সেখানে গিলে নানা ধরনের কথা বলে আমাকে জোর করে হাত বেধে ফেলে আমার সাথে জোবরদস্তি করে আমার ইজ্জত নষ্ট করে। আমি চিৎকার দিতে গেলে আমাকে ভয় দেখানো হয় জিন আমার বাবাকে মেরে ফেলবে এ কথা কাউকে বললে আমার পরিবার ধংষ হয়ে যাবে বলে হুমকি দেয়।

ওই তরুনী আরো বলেন এভাবে ৪১দিন জিনের খায়েশ মিটিয়ে দিলে আমাদের ভাগ্যর পরিবর্তন হয়ে যাবে। অপর তরুণী জানান-আমি আমার বোনের বাড়ীতে অবস্থান করছি বেশ কিছুদিন ধরে, রাতে আমি ও আমার ভাইয়ের মেয়ে এক সাথেই ঘুমায় এর মধ্যে ওই লম্পট ভন্ড সাধু সবুরের নজর পড়ে আমার দিকে সে নানা ভাবে আসন বসানোর কথা বলে, আমাকে তার বাড়ীতে যাওয়ার কথা বলে আমি যেতে না চাইলে আমার বোন ও বোনের জামাইয়ের ক্ষতি হবে বলে হুমকি দেয়, আমি আসনে গিলে প্রথমে আমাকে ২ রাকাত নামাজ পড়ার কথা বলে আমি নামাজ শেষ করতে করতে ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়, সেই সাথে ওই ভন্ড সাধু সবুর একটি কালো রংয়ের জুব্বা পড়ে আমার সামনে আসে এবং আমার গায়ে হাত দেয় এ সময় আমি নিষেদ্ধ করলে সে জানায় আমি জীন সবুরের রুপে তোমার কাছে আসছি, আমার খায়েশ মিটিয়ে দাও তোমার মনের সকল আসা পূরন হবে।

ওই তরুনী একই সাথে বলেন ওই পাষন্ড ভন্ড সবুর জোর করে জায় নামাজের পাটির উপর ফেলে আমাকে ধর্ষণ করে, আমি চিৎকার করে কান্না করছি কিন্তু কেউ এগিয়ে আসেনি, সবুরের বাড়ীর লোকজনও জানত ওই ঘরে কি হচ্ছে কিন্তু কেউ আসেনি আমাকে বাচাতে। এরপর থেকে নানা ভাবে জিনের ভয় দেখিয়ে আমার পরিবারের সকলকে মেরে ফেলবে বলে আমার সাথে ৪ বার শারিরীক সর্ম্পক করেছে। বিষয়টি আমি বুঝতে পেরে আমার বোনের সাথে শেয়ার করার পর সবুর বিষয়টি জানতে পেরে আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছে বাড়ীতে সন্ত্রাসী পাঠিয়ে ভয় ভীতি দেখাচ্ছে যেন এ বিষয় নিয়ে আমরা মুখ না খুলি।

এদিকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ বিষয়টির বিচার কামনা করেছেন, স্থানীয়রা জানিয়েছেন সবুর চতুর প্রকৃতির লোক, বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করায় তার পেশা,এক সময় র‌্যাবের পোশাক পড়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে জেল খেটেছে সবুর। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের প্রতারনা এর মধ্যে চাকুরী দেওয়ার কথা বলেও সে টাকা নিয়ে করেছে প্রতারনা।

এলাকাবাসি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান, ক্ষতিগ্রস্থ ২ তরুনী বিচার চেয়ে কান্না জড়িত কন্ঠে বলেন আমাদের সাথে যে ঘটনা ঘটেছে যেন আর কোন বোনের সাথে এরুপ না হয়, আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে সবুরের সাথে কথা বলার চেষ্ঠা করা হলে তার মুঠো ফোন বন্ধ ও বাড়ীতে গিয়ে না পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো ও লাইকির আড়ালে হচ্ছে দেহ ব্যবসা

লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো ও লাইকির আড়ালে হচ্ছে দেহ ব্যবসা। অবাক হলেও এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। পাচার করা হয় অর্থও।

রোববার সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি বলছে, এসব অ্যাপসের মাধ্যমে বিভিন্ন আপত্তিকর ভিডিও ছড়ানো হয়। আর এ অভিযোগে এক বিদেশিসহ চারজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। লাইভ স্ট্রিমিং অ্যাপসের মাধ্যমে মানি লন্ডারিং বন্ধে বাংলাদেশে অ্যাপস কর্তৃপক্ষের প্রতিনিধি রাখা জরুরি বলে মনে করে সিআইডি। বর্তমানের নেট দুনিয়ায় উঠতি বয়সীদের কাছে তুমুল জনপ্রিয় লাইভ স্ট্রিমিং অ্যাপস বিগো ও লাইকি। শুরুর দিকে অ্যাপস দুটি সামাজিক যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার হতো।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিনোদনের আড়ালে হচ্ছে দেহ ব্যবসা। ডিজিটাল ডায়মন্ড কেনার অজুহাতে বিদেশে পাচার করা হচ্ছে অর্থ। এছাড়া নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও হচ্ছে এসব অ্যাপসের আড়ালে। এমন অভিযোগে ১ বিদেশি নাগরিকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

রোববারের ব্রিফিংয়ে সিআইডি আরও জানায়, এই অ্যাপসের ডিজিটাল মুদ্রা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে রয়েছে বিভিন্ন এজেন্সি। যার দায়িত্বে আছেন বিদেশিরা। আর তাদের সহযোগিতা করছেন বাংলাদেশি এজেন্টরা। ভিডিও স্ট্রিমিং অ্যাপসগুলোর মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়ানো হয়। এ অভিযোগে বেশ কিছু আইডি বন্ধে চিঠি দেয়া হয়েছে বিটিআরসিকে।

ফিলিস্তিনে নতুন করে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুন) ভোরে গাজা শহরে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে, তাৎক্ষণিক এই হামলায় হতাহতের খবর জানাতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েলের দাবি, গাজা থেকে আগুন বেলুন উৎক্ষেপণের পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা চালানো হচ্ছে।

এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০ টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।

এরআগে গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

২১ মে যুদ্ধবিরতির পর এই প্রথম হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

শরীয়তপুরে বৃষ্টির মধ্যে রাস্তা ঢালাই দেওয়ায় হাত-পায়ের ঘষাতেই উঠে যাচ্ছে কার্পেটিং

শরীয়তপুরে বৃষ্টির মধ্যে রাস্তা ঢালাই দেওয়ায় হাত-পায়ের ঘষাতেই উঠে যাচ্ছে কার্পেটিং

এমন একটি ভিডিও গত ১৪ তারিখে ফেসবুকে ভাইরাল হয় ৷ এই বিষয় ডামুড্যা উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে জানালে তিনি মুঠোফোনে বলেন, আমি দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছি। কাজ খুব ভালো হচ্ছে।

এরপর সোমবার (১৫ জুন) দুপুরে সরেজমিনে গেলে এলাকার আবু কালাম (৪৬) বলেন, রাস্তার কাজ একটুও ভালো হয়নি। বৃষ্টির ভেতর একদিকে রাস্তার কাজ করছে অন্যদিকে রাস্তা ভেঙ্গে পড়ছে।

স্থানীয় ছালাম হাওলাদার (৪৮) বলেন, বৃষ্টির ভেতর রাস্তার কাজ করতেছে। মাটির উপর কোন রকম কার্পেটিং করে গেছে। কিছু জায়গায় রোলার দিয়ে রাস্তা না ডলে কাঠের তক্তা দিয়ে রাস্তা পিটিয়ে ঠিকঠাক করেছে। তারা তিন ভাগের এক ভাগ কাজও করছে না। ঠিকাদার শরীয়তপুর সদরের হওয়ায় আমরা কিছু বলতে পারি না।

এ বিষয়ে ঠিকাদার মজিবুর মোল্লাকে অভিযোগের কথা জানালে তিনি রাগান্বিত হয়ে বলেন, আপনার নিউজ করার কথা করেন। ইঞ্জিনিয়ার বলছেন রাস্তার কাজ ভালো হয়েছে। তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে কাজ হয়নি।

এ বিষয়ে ডামুড্য উপজেলা ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, ত্রুটি ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক হয়েছে। রাস্তায় ত্রুটি আছে। আমি যাচাই-বাছাই করে সংশোধন করে দিব। আমাদের লোকবল কম। ১৯ জনের জায়গায় সাতজন কাজ করে।

উল্লেখ্য, রাস্তাটির দৈর্ঘ্য ১৬শ ৪৬ মিটার। ১ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৯০১ টাকা ২০ পয়সার ব্যয়ে এই কাজ করা হচ্ছে। রাস্তাটি ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পৈতকাঠি এলাকা হতে ইসলামপুরের সাবেক মালগাওঁ এলাকার সংযোগ সড়ক।ঊ

1 2