মহানবী সা.-কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সেই কার্টুনিস্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। গত ১৪ জুলাই কোপেনহেগেনে তার মৃত্যু হয়। গতকাল রোববার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন তথ্য প্রকাশ করে।

তার পরিবার জানিয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকা ওয়েস্টারগার্ড গত ১৪ জুলাই কোপেনহেগেনে মৃত্যুবরণ করেন। ৮৬ বছর বয়সী ডেনমার্কের এ কার্টুনিস্ট রক্ষণশীল জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় ১৯৮০ সালের আগে থেকে কাজ করতেন।

২০০৫ সালে মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র করে সমালোচিত হন এই কার্টুনিস্ট। তীব্র নিন্দা ও ক্ষোভে ফেটে পড়েন সারাবিশ্বের মুসলমানরা। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে মুসলিম বিশ্বে উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছিল।

বিভিন্ন দেশে ডেনমার্কের দূতাবাসে হামলা হয়, মারা যায় ডজন খানেক লোকও। মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পরে ওয়েস্টারগার্ড অনেকবার হত্যার হুমকি পেয়েছিলেন। অনেকবার হামলার শিকারও হয়েছিলেন তিনি।

২০১০ সালে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্টের বাড়িতে হামলার অভিযোগে সোমালি এক যুবককে আটক করা হয়। পরে ওই যুবকের সঙ্গে আল কায়দার সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে ডেনিশ পুলিশ জানায়।

মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডের মৃত্যুর একদিন আগে ছিল তার ৮৬ তম জন্মবার্ষিকী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, ঢাকা মহানগর উত্তর সিটি ৩৮নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন কাউন্সিলর শেখ সেলিম

এস এম আবুল কালাম আজাদ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দিক নির্দেশনায় শনিবার ৩৮নং ওয়ার্ডে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলরের সমন্বয়ে অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি ডাল, ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ পেকেট সেমাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি হাজি বশির আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফারুক মিলন, আফরোজা খন্দকার, বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম, বাড্ডা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন সিকদার সুমন, সাবেক ছাত্র নেতা ওয়াশিকুর রহমান বাবু, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

মেয়র ছানু’র “হ্যালো মেয়র” এম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করলেন মির্জা আজম এমপি

নিউজ২৪লাইন ডেক্স:
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর উদ্যোগে “হ্যালো মেয়র” এম্বুলেন্স’ সেবার মাধ্যমে এবার দ্রততার সাথে রোগী পৌঁছে যাবে যে কোনো হাসপাতালে।

জামালপুর পৌরবাসীদের ফ্রি এম্বুলেন্স ও অক্সিজেন সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে ফ্রি এম্বুলেন্স সার্ভিস সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই) সকালে জামালপুর পৌরসভা কার্যালয়ে ফ্রি এম্বুলেন্স সার্ভিস সেবার শুভ উদ্বোধন করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে “হ্যালো মেয়র” ফ্রি এম্বুলেন্স সার্ভিস সেবার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু,সদস্য আজিজুর রহমান ডল, জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, বিজু আহমেদ, মাসুদ করিম,হাসানুজ্জামান খান রুনু, এজিএস লাভলু, শরিফুল ইসলাম শিমুল, রাজীব সিংহ সাহা, এমদাদুল ইসলাম জীবন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, স্বপ্না আক্তার লিপি, নাসরিন আক্তার, তাসলিমা আক্তার,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন প্রমূখ।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, জামালপুর পৌরসভায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। এই মহামারীতল অসহায় মানুষদের তাৎক্ষণিক অক্সিজেন ও এম্বুলেন্সের সার্ভিস নেয়া সম্ভব হয়ে উঠছে না। । জামালপুর পৌরসভার পক্ষ থেকে হ্যালো মেয়র টিম করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সহ বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। অনেক অসুস্থ রোগীর এম্বুলেন্স প্রয়োজন পড়ে। তাই বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি’র সার্বিক নির্দেশনায় ফ্রি এম্বুলেন্স সার্ভিস “হ্যালো মেয়র” এর কার্যক্রম শুরু হলো। এখন থেকে নির্ধারিত হটলাইনে কল করেই পৌরবাসীর যে কেউ এ এম্বুলেন্স সেবা পাবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, নাগরিক সুবিধা জোরদার ও জরুরি সেবাদানের লক্ষ্যে পৌর মেয়রকে ‘হ্যালো মেয়র’ টিমের পরামর্শ দেই। মেয়র অতি দ্রুত তা বাস্তবায়ন করে পৌরবাসীর সুনাম কুড়িয়েছেন। আজ এই টিমে জরুরি সেবাদানের জন্য যুক্ত হলো একটি এম্বুল্যান্স। পৌরবাসী এর সুফল ভোগ করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, একজন পৌর মেয়রের একটি গুণই যথেষ্ট। সেটা হলো সৎ থাকা। মেয়র ইতোমধ্যেই তার নির্বাচনী ওয়াদা পূরণে দিনরাত কাজ করছেন। সেই সঙ্গে পৌরবাসীকে সকল নাগরিক সুবিধা দিতে তার অক্লান্ত পরিশ্রম এরমধ্যেই প্রশংসা কুড়িয়েছে যা প্রধানমন্ত্রী পর্যন্ত অবগত হয়েছেন। জামালপুর পৌরসভার এই ‘হ্যালো মেয়র’ টিম দেশের ভেতর একটি মাইলফলক হয়ে থাকবে।

এখন থেকে জামালপুর পৌরসভার অন্তর্গত যে কেউ “হ্যালো মেয়র” হট লাইন ০১৯৩০-২২১১০০ মোবাইল নম্বরে কল দিলেই মিলবে ফ্রি এম্বুলেন্স ও অক্সিজেন সেবা। এজন্য ২৪ ঘন্টা মাঠে থাকবে “হ্যালো মেয়র” টিম এর একঝক কর্মী বাহিনী। ১ টি এম্বুলেন্স ও অর্ধশতাধিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ সেবা কার্যক্রম চলবে। সেই

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

– নিউজ২৪লাইন ডটকম : রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (১৯ জুলাই) বিকাল ৩ টা ৪৫ মিনিটে হাসপাতালে এসে পোঁছান খালেদা। ৩টা ৫৫ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে গাড়িতে বসেই টিকা নেন তিনি।

খালেদা জিয়াসহ ছয় জনকে টিকা দেয়া হয়েছে। বাকি পাঁচজন হলেন বিএনপি নেত্রীর পরিবারের সদস্য।

সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।