এবার শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের স্রোত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে আবারও দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হতে যাচ্ছে। এ কারণেই ঈদের খুশি স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে না করতেই কর্মস্থলে ফিরতে হচ্ছে। অন্যদিকে টানা ১৪ দিনের লকডাউনের কারণে অনেকে আবার গ্রামেও ফিরে যাচ্ছেন। এবার ঢাকামুখী মানুষের স্রোত।

আজ ঈদের পড়ের দিন বৃহস্পতিবার (২২ জুলাই) ভোর থেকেই শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে শুরু হয়েছে ঢাকামুখী মানুষ পারাপারের ব্যস্ততা। সময় গড়ানোর সাথে সাথে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে। কর্মস্থলমুখী মানুষের মাঝে ঈদের আনন্দের ছোঁয়া থাকলেও পাশাপাশি রয়েছে দ্রুততম সময়ে স্বজনদের রেখে আসার বেদনা।

প্রিয়জনদের সাথে ঈদ করতে যশোর গিয়েছিলেন মোঃ জাকির নামে এক ব্যক্তি। তিনি বলেন, মাত্র দুই দিনের ব্যবধানে আবার ঢাকায় ফিরতে হচ্ছে। অনেকদিন পর গিয়ে দুইদিনেই ফিরে আসা কষ্টদায়ক। বাড়িতে যেতে না যেতেই ফেরার সময় হয়ে যায়। তাই ঈদের আনন্দ থাকলেও কিছুটা খারাপও লাগছে। মোঃ মাসুদ নামের এক ব্যক্তি ঢাকাতেই ঈদ করেছেন। তবে দুই সপ্তাহের বিধিনিষেধের সময় গ্রামের বাড়িতে কাটাবেন বলে বৃহস্পতিবার ভোরেই রওনা হয়েছেন খুলনার উদ্দেশে। তবে তিনি আদৌ দুই সপ্তাহ পর ফিরতে পারবেন কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে তার মনে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঢাকামুখী মানুষের চাপ সামলাতে শিমুলিয়া বাংলাবাজার, নৌরুটে ৮৭টি লঞ্চ ও ১৮ ফেরি চালু রাখা হয়েছে।

কক্সবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল নেতা নিহত

, কক্সবাজার প্রতিনিধি:
ঈদুল আযহার ছুটিতে বন্ধুরা মিলে আলাদা আলাদাভাবে মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ-ছাত্রদল নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন। তারা উভয়ে বন্ধু।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ চট্টগ্রাম রেফার করেছেন।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক এবং কক্সবাজার শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
আহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক বলেন, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটির পাঁচ আরোহী আহত হন; তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। মোটরসাইকেল দুইটি সংঘর্ষে চুরমার হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানান এএসআই রিপন।
এদিকে সড়ক দূর্ঘটনায় রিফাত ও আসিফ চৌধুরী নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজার জুড়ে।

অন্যায় অবিচারের বিরুদ্ধে কাছ করবে ৪ সমাজ এমন প্রতিশ্রুতি. মোঃ নাসির সরদার

অন্যায় অবিচারের বিরুদ্ধে কাছ করবে ৪ সমাজ এমন প্রতিশ্রুতি. মোঃ নাসির সরদার

শরীয়তপুর প্রতিনিধিঃ আমান আহমেদ সজীব
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা ও সখিপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মল্লিক কান্দি গ্রামে
কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবেনা। এমন প্রতিশ্রুতি দিলেন এলাকার ৪ সমাজ প্রতিনিধিরা।( ২১ জুলাই) বুধবার রাত ৪ টার দিকে শেখ মোঃ সাদী’র বাস ভবনের সামনে এলাকার গণ্যমান্য ও জনসাধারণ কে নিয়ে ৪ সমাজ ঐক্যবদ্ধ হয়। এসময় এর সভাপতিত্ব করেন সাবেক মেম্বার মোঃ মহসিন শেখ, ও সঞ্চালনায় তারেক মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির সরদার।
বিশেষ অতিথি, মনছুর আহম্মেদ মাঝী,মাষ্টার সালাউদ্দিন মাঝী, ও সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ সরদার।

এসময় সখিপুর থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নাসির সরদার বলেন সখিপুর মল্লিক কান্দি ও মাঝী কান্দি এই ৪ সমাজ ঐক্যবদ্ধ হয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী শরীয়তপুর ০২ আসনের সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ৪ সমাজ একতা হয়ে এলাকার সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, অবিচার,
হতে এলাকাবাসীকে শান্তিপূর্ণ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো, যখন আমাদের ডাকবেন, রাত আর দিন নয় আমরা চলে আসবো , এবং আপনাদের এই ৪ সমাজ ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করে
তাহলে এলাকায় বিজয় সুনিশ্চিত, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এসময় সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ সরদার বলেন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি মহদোয়ের জন্য দোয়া চাই সকলেই দোয়া করবেন। আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই ৪ সমাজ কে। যারা অন্যায় অবিচার এর বিরুদ্ধে লরার লক্ষ্যে কাজ করে চলছে।
সখিপুর মল্লিক কান্দি গ্রামের রাস্তা নিয়ে আপনাদের আর কোন চিন্তা করতে হবেবা
আমি উপমন্ত্রী এনামুল হক শামীম সাহেবের নিকট জানাবো, ইনশাআল্লাহ মাঝী কান্দি ব্রীজ হতে মল্লিক কান্দি গ্রামের রাস্তা পাকা করে দেওয়া হবে। এবং আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, মল্লিক কান্দি ও মাঝী কান্দি
গ্রামের সমাজ প্রতিনিধরা, গণ্যমান্য ব্যাক্তি গর্ব এলাকার জনসাধারনপ্রমুখ।

শুক্রবার ভোর থেকে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’

করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশজুড়ে কঠোর লকডাউন চলবে। এ সময় গার্মেন্টসসহ সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। গণপরিবহন বিশেষ করে বাস, ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতম হবে। তাই লকডাউন নিশ্চিতে জিরো টলারেন্সে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ঈদের পর বিধিনিষেধে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে মাঠ পর্যায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে সব সচিবকে চিঠি পাঠানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন শুরু হবে। কয়েক দিন আগে লকডাউন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি আরও বলেন, কোরবানি ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেওয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে।

কঠোর বিধিনিষেধকালীন এই সময়ে ওষুধ, খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। তবে বন্ধই থাকছে গণপরিবহন, শপিংমল ও গার্মেন্টসসহ অন্যান্য শিল্প কারখানা। সোমবার (১৯ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। কঠোর বিধিনিষেধ দিয়ে গত ১৩ জুলাই জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এ সময়ে সরকারি ও বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

ঈদের ছুটি না পেয়ে নিজ মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহার ছুটি না পেয়ে ক্ষোভ ও অভিমানে নিজ রাইফেল দিয়ে গুলি করে আত্মাহত্যা করেছেন সাইফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল। তিনি মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

বুধবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের বাড়ি কুষ্টিয়া জেলায়।

জানা যায়, বুধবার ভোরে মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম (কং নম্বর ৫৪৩) ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজ মাথায় গুলি করেন।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার মরদেহ দেখতে পাই।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার রাফিউল আলম বলেন, পুলিশের এক সদস্য সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তদন্ত করে বলা যাবে কেন তিনি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত রয়েছেন। তার স্ত্রীও মেহেরপুরের নারী পুলিশ সদস্য।