কবি ইমদাদুল হক মিলন এর পরিচিতি

নিউজ ২৪লাইনঃ

কবি ইমদাদুল হক মিলন
নেত্রকোনা জালার পূর্বধলা উপজেলার ১২ং বৈরাটী ইউনিয়নের খামার হাটী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম বকুল মিয়া,মা মজীদা খাতুন এর পাঁচ সন্তানের মধ্যে তিনি বড় । তিনি ১৯৯৯ সালের ১০ শেই অক্টোবর নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন।
তার ছোট থেকে বেড়ে উঠা এবং হাতে করি শিক্ষা গ্রামেই হয় বাবার হাত ধরে।
তিনি ২০১৫ সালে বাইনজা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি দিয়েছেন।
বর্তমানে তিনি পরিবারের দায়িত্ব নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করছেন।
তার কর্মস্থল নারায়ণগঞ্জ এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
তিনি চাকরির পাশাপাশি লেখালেখি টাকে পেশা হিসেবে নিয়েছেন।
তার ছোট থেকে স্বপ্ন ছিলো কোনো গবেষণাগারে কাজ করার আল্লাহ তায়ালা তার মনের আশা পূরণ করেছে।
তার প্রকাশিত প্রথম কবিতা মহা সিন্ধু।
তার প্রথম প্রকাশিত বই স্বপ্ন নীল যৌথ কাব্য গ্রন্থ।
তার কবিতা প্রথম কবিতা প্রকাশিত হয় দিপাঞ্জল পত্রিকায়

শরিয়তপুর জাজিরায় পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে ড্রেজার সহ ৪জনকে ২লক্ষকা জরিমানা

নিউজ ২৪লাইনঃ শরিয়তপুর জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের নামা পাড়া গ্রাম সংলগ্ন পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের সময় একটি ড্রেজার সহ ৪জনকে আটক করে মাঝির ঘাট নৌ-পুলিশ।

পরে ড্রেজার সহ ৪জনকে আটক করার বিষয় নিশ্চিত করে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসরাফুজ্জামান ভূঁইয়াকে মুঠোফোনে কল করে বিষয়টি অবহিত করেন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল ইসলাম। পরে আটককৃত ৪জনকে মোবাইল কোটের মাধ্যমে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ২০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

মাঝিকান্দি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল ইসলাম জানান, গত রোববার ১লা আগস্ট সকাল ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বড় কান্দি সংলগ্ন পদ্মানদীর মাঝে একটি কুচক্রী মহল অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তলন করছে। সংবাদ পেয়ে আমি ও আমার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ড্রেজার বোট সহ ৪জনকে আটক করি।

আটককৃত ৪জনের নাম, মোঃ জয়নাল আবেদিনের ছেলে শাহ আলম (২৯) মৃত সালেহ আহম্মেদ এর ছেলে ফরহাদ হোসেন (২৮) সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আনিছুর রহমান অনিক (২৬) চর ঝালকাঠি, পটুয়াখালী সদর ও মোঃ মানিক মালদ (৩২) বিসমিল্লাহ নগর, নড়িয়া, শরীয়তপুর।

উল্লেখ্য জাজিরা থানার মাঝি কান্দি, বড় কান্দি, পালেরচর সহ পদ্মানদীর বেশ কিছু জায়গায় রাতের আধারে অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তলন করা হয় বলে অভিযোগ আছে। তারই প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল ইসলাম। যার কাজের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী।

অসহায় বৃদ্ধ আশরাফ আলীর পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা ডামুড্যা থানার অফিসার শরীফ আহমেদ

নিউজ ২৪লাইনঃ
আলী আশরাফ (৭০)। নিজের জায়গা-জমি বলতে কিছু নেই। শারীরিকভাবে কাজকর্ম করতে পারেন না। অন্যের দ্বারে দ্বারে ঘুরে যা পান, তা-ই খান। তার অসহয়ত্বের কথা শুনে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ খাদ্যসামগ্রী ও জামা-জুতা নিয়ে হাজির হন তার কাছে। তার এই মহানুভবতায় মুগ্ধ হন সবাই।

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা গ্রামের বাসিন্দা আলী আশরাফ। তিনি রুমান আতষ্করের রান্নাঘরে ছয় বছর ধরে বসবাস করছেন।

জানা যায়, গত শনিবার ওসি শরীফ আহমেদ গরিব মানুষের অবস্থা দেখার জন্য এলাকায় ঘুরতে বের হন। তিনি দক্ষিণ ডামুড্যা গ্রামের আতষ্কর বাড়ির সামনে আলী আশরাফকে দেখেন। তখন তাকে জিজ্ঞেস করেন, আপনি এখানে ঘুরছেন কেন? তখন আলী আশরাফ বলেন, আমার নিজের ঘরবাড়ি নাই। আমার স্ত্রী ২০ বছর আগে মারা গেছে। আমি অন্যের একটি রান্নাঘরে থাকি। আমার বাসায় খাবার নাই। রান্না করারও কেউ নাই। আমার পরার মতো কোনো পোশাক নাই। খুবই কষ্টে জীবন যাপন করছি।

কথাগুলো শোনার পর ওসি শরীফ আহমেদ কেঁদে ফেলেন। সঙ্গে সঙ্গেই তিনি বাজারে গিয়ে তার জন্য চাল, ডাল, তেল, মোরগ, পাঞ্জাবি, জুতা নিয়ে আসেন। তারপর এগুলো আলী আশরাফের হাতে তুলে দেন তিনি।

অসহায় বৃদ্ধ আশরাফ আলী বলেন, ওসি আমার জন্য চাল, ডাল, তেল, মোরগ, পাঞ্জাবি, লুঙ্গি ও জুতা নিয়ে এসেছেন। আমি তার জন্য দোয়া করি। আল্লাহ সব সময় উনাকে ভালো রাখবেন।

প্রতিবেশী হারুন আতষ্কর বলেন, আলী আশরাফের বাড়িঘর নেই। তিনি খুবই কষ্টে আছেন। তিনি রুমান আতষ্করের রান্নাঘরে থাকেন। ওসি সাহেব তার অবস্থার কথা শুনে এগিয়ে এসেছেন। এটা খুবই ভালো কাজ করেছেন তিনি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন আমার বাবা মারা গিয়েছেন। আজ আমার বাবা বেঁচে থাকলে আমি তার জন্য যা যা করতাম, এখানে তা-ই করেছি। আমি অনুরোধ করব, আপনার যারা বিত্তবান আছেন, তারা এই কঠিন মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ান। কারণ, মানুষ মানুষের জন্য।

তিনি বলেন, পুলিশের চাকরি পাওয়ার পর দেশসেবা ও মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে চলছি। অসহায় ও দরিদ্র মানুষের সেবা করার জন্য সব সময় কিছু করার চিন্তা নিয়ে এগোতে থাকি।

শরীয়তপুর ডামুড্যায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা

শরীয়তপুর ডামুড্যা উপজেলার বড় সিধিলকুড়া থেকে গতকাল বিকেলে শশুরের সাথে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারা বেগম (১৮) নামের এক গৃহবধূ।

২ আগস্ট সোমবার শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামে ননদের বাড়িতে ফ্যানের সাথে পাওয়া গেলো তার ঝুলন্ত লাশ।

নিহতের শশুর হাজি মোঃ গিয়াসউদ্দিন বলেন, কালীখোলা ধীপুর গ্রামে ননদের স্বামী ছয়াব উদ্দিন পেদার পূত্র মিজানুর রহমান পেদার বাড়িতে আমরা বেড়াতে আসি। কিন্তু রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পাশের রুমের ভিতর থেকে দরজা আটকানো দেখতে পাই। পরে দরজা ভেঙে দেখি, ঘুমানোর খাটে চেয়ারের উপর ফ্যানে সাথে উড়না প্যাচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাই।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার মোঃ ইসমাঈল হোসেন সরকার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলমগীর ফকির জানান, ডামুড্যা উপজেলার সিধিলকুড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে হাজি মোঃ গিয়াসউদ্দিন এর পুত্র মোঃ ফয়সাল (২৬) নামের সাথে ৮ মাস আগে বিয়ে হয় কিন্তু বিয়ের পর থেকে স্বামীর সাথে বনিবনা ছিলো না বলে জানান।

ঘটনাস্থলে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী তদন্ত করছেন। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭

নিউজ ২৪লাইনঃ- নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাদ্রাসায় রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ১৭ জন মাদ্রাসা ছাত্র নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই এক ছাত্রের মৃত্যু হয়।

নিহত নিশান নুর হাদী (৯) উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের পুর্ব একলাশপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার নূরানী বিভাগের প্রথম ছাত্র ছিল।

গতকাল সোমবার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানার রাতের খাবারের খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে।

মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার সুপারিনটেন্ড ইসমাইল হোসেন জানান, গতকাল সোমবার দুপুরের দিকে মাদ্রাসায় মাংস রান্না করে। এরপর একই দিন এশার নামাজের পরে মাদ্রাসার আবাসিক বিভাগের ২০জন ছাত্র ওই মাংস দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ১৮ জন ছাত্র অসুস্থ হয়ে সবাই পেট ব্যাথায় বমি করতে থাকে।

এ সময় মাদরাসার একজন আবাসিক শিক্ষক বিষয়টি অবহিত করে এবং একজন স্থানীয় পল্লী চিকিৎসককে মাদরাসায় ডেকে আনে। পরবর্তীতে পল্লী চিকিৎসকের পরামর্শে অসুস্থ ১৮জন ছাত্রকে কয়েক ধাপে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার মোট শিক্ষার্থী ১২০ জন। প্রথম ধাপে ১৮ জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে বাকী ওই খাবার আর কেউ খায়নি।

এ মাদ্রাসায় মোট ৭০ জন শিক্ষার্থী দৈনিক খাবার খায়। অসুস্থদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, মাংসে একটু গন্ধ ছিল। অসুস্থদের মধ্যে নিশান মাদ্রাসাতেই মারা যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া (ফুড ফয়জনিং) এর কারণে রাতের খাবার খেয়ে মাদ্রাসার ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে নিশান নামে এক মাদ্রারাসা ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আরও ১৭জন মাদ্রাসা ছাত্র অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খাবারের সাথে কোন বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে কিনা তা তদন্ত করতে বাকী খাবার পরীক্ষার জন্যে জব্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৫ দিন বাড়ল লকডাউন

নিউজ ২৪লাইনঃ- করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ রুখতে চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচদিন বাড়িয়েছে সরকার। পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বেড়েছে। সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে সেই শর্ত আরোপ করা হয়েছে। অফিস আদালত ১১ তারিখ থেকে খুলবে। এই কয়দিন বাস্তবতা লক্ষ করব। টেস্ট কেইস হিসেবে দুই-চারদিন দেখব। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে বসে সিদ্ধান্ত।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘অর্থনীতি সচল রাখাও দায়িত্ব। সেজন্য কিছু শিল্প-কারখানা খোলা হয়েছে। যানবাহন সব চলবে না। রোটেশন অনুযায়ী চলবে। ১০০ গাড়ি থাকলে শ্রমিক নেতারা ঠিক করবে, অল্পসংখ্যক চলবে। সীমিত আকারে গাড়ি চলবে। রেল ১০টার জায়গায় হয়তো ৫টা চলবে।’

টিকা দেওয়ার পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ৭ আগস্ট থেকে সারাদেশের ১৪ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হবে। ৭ থেকে ১০ আগস্ট, তিনদিনের মধ্যে ১ কোটি কর্মজীবী মানুষ টিকা পাবেন। কোনও শ্রমজীবী মানুষ টিকা গ্রহণ না করে কর্মস্থলে যেতে পারবেন না, দোকানদার দোকান খুলতে পারবে না, চালক গাড়ি চালাতে পারবে না।

মন্ত্রী বলেন, টিকা প্রদানের ক্ষেত্রে পঞ্চাশোর্ধ্ব দোকানদার, গণপরিবহনের চালক, সহকারী ও কন্ট্রাক্টর অগ্রাধিকার পাবেন।

উল্লেখ্য, কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছে পাকিস্তান সরকার

নিউজ ২৪লাইনঃ ঢাকা- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম পাঠিয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

প্রধানমন্ত্রীর উপহারের ওই আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।

পরে প্রসিদ্ধ ’হাড়িভাঙা’ আম গ্রহণ করে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।