নায়িকা পরীমণির বাসায় র‍্যাবের ১ ঘণ্টা অভিযান -অবশেষে আটক

নিউজ ২৪লাইন ডেক্সঃ
বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ১ ঘণ্টা র‌্যাবের অভিযানের পর তাকে আটক করা হয়েছে। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র‍্যাব-১ ও র‍্যাব সদর দপ্তরের একাধিক টিম।

জনপ্রিয় এই নায়িকার বাসায় অভিযানের খবর পেয়ে তার বাসায় সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। সবারই ভাবনা তাহলে পরীমণি কি অবশেষে গ্রেফতার হচ্ছেন? যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

সড়কে জনতাকে সড়ক থেকে সরাতে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছেন। তারা সড়কে থাকা মানুষদের সরিয়ে দেওয়ার কাজটি করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পরীমণিকে বাসা থেকে বের করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, পরীমনিকে আটকের খবর পেয়ে তার বাসার সামনে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। করোনা পরিস্থিতিতে এমন উৎসুক জনতার ভিড় ঠেকাতে পরীমণির বাসার সামনে মাইকিং করছেন বনানী সোসাইটি।

এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে পুলিশ সদস্যরা বলেন, ‘ভয়াবহ করোনা পরিস্থিতিতে দয়া করে সকলে সর্তক থাকুন। সাংবাদিক ভাইয়েরা ছাড়া অন্য সকল সাধারণ মানুষ দয়া করে এখান থেকে চলে যান।’

র‍্যাবের বেশির ভাগ সদস্য পরীমনির বাসার নিচে গ্যারেজে অপেক্ষা করছেন। বাসার মূল ফটক লাগিয়ে দিয়ে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে বিকেল ৪টার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’ পরীমনি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’

এ সময় পরীর বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। পরীমনি বলেন, ‘ভাই আপনারা কিছু দেখতেসেন না, কিছু বলতেসেন না। আমি যে কী পরিমাণ সিক। তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কী আসবেন? একটু দেখবেন, এরা কারা। লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেসে।’

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

অ্যাসফল্ট প্রিন্সেস: ওমান সাগরে ছিনতাই করা জাহাজ ইরানের দিকে চালানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেক্সঃ

ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের কাছে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে সশস্ত্র ব্যক্তিরা ইরানের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে।

বিটুমিন বহনকারী এমভি অ্যাসফল্ট প্রিন্সেস নামের এই ট্যাংকারটি এখন হরমুজ প্রণালীর দিকে যাচ্ছে।

কারা জাহাজটি দখল করেছে, তা পরিষ্কার নয়। তবে এর পেছনে ইরানি বাহিনী জড়িত রয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
ইসরায়েলি মালিনাকাধীন একটি প্রতিষ্ঠানের পরিচালিত একটি তেলবাহী জাহাজে হামলার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটল। ওমান উপকূলে জাহাজের ওপর ওই ড্রোন হামলায় দুই জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন, যাদের একজন ব্রিটিশ, আরেকজন ছিলেন রোমানিয়ার নাগরিক।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল ওই হামলার জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে – যদিও দেশটি তা জোরালোভাবে অস্বীকার করেছে।

বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, এমভি অ্যাসফল্ট প্রিন্সেসের মালিক দুবাই-ভিত্তিক একটি কোম্পানি। দুই বছর আগে তাদের একটি জাহাজ ছিনতাই করেছিল ইরানের বিপ্লবী বাহিনী।

জানা যাচ্ছে, হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজটি আসার পর অন্তত নয় জন সশস্ত্র ব্যক্তি জাহাজে ওঠেন। এই প্রণালী থেকে বিশ্বের মোট তেলের অন্তত এক পঞ্চমাংশ পরিবহন করা হয়ে থাকে।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জাহাজগুলোকে পরামর্শ দিয়েছে যেন সেগুলো ওমান উপসাগরে ফুজাইরাহের কাছাকাছি এলাকা দিয়ে চলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি ওই জাহাজে কী ঘটেছে, সেটি নিয়ে তারা জরুরি ভিত্তিকে অনুসন্ধান করতে শুরু করেছেন।

ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে হোয়াইট হাউজ।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে জাহাজ ছিনতাই হওয়ার সম্ভাব্য চেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়েছিল ইউকেএমটিও।

বার্তা সংস্থা এপি খবর দিয়েছে, এর আগে দিনের প্রথমভাগে চারটি তেলবাহী জাহাজ জানিয়েছিল যে জাহাজের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। সাধারণত কার্যক্ষমতা হারিয়ে ফেলা বা আটকে গেলে এ রকম ঘোষণা দেয়া হয়ে থাকে। পরবর্তীতে অবশ্য একটি জাহাজ আবার নড়াচড়া করতে শুরু করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, মঙ্গলবার একাধিক জাহাজে যেসব ঘটনার খবর পাওয়া যাচ্ছে, তা সন্দেহজনক। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে যেকোন মিথ্যা ষড়যন্ত্রের পরিবেশ তৈরি না করার জন্য তারা সতর্ক করে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

নিউজ ২৪লাইনঃ চাঁপাইনবাবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

আজ বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। ঝলসে যান কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ব্যক্তিদের ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি।

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি।

পঙ্গু মেয়ের জন্য একটি হুইল চেয়ারের আকুতি অসহায় মায়ের

নিউজ ২৪লাইনঃ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) বিয়ের পর থেকে জীবন-যুদ্ধে কখনো ঢাকায় পোশাক কারখানায়, কখনো জীবনের ঝুঁকি নিয়ে কাঁটাতার পেরিয়ে দিল্লীর ইটভাটায় কাজ করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই এলাকার সামরুল হক (৪৭) ও মর্জিনা বেগম (৪২) দম্পতি। ঘরে চার ছেলে এক মেয়ে। পড়াশুনা করাতে পারেনি। কষ্টের মাঝে চলতো সংসার।

পাঁচ বছর আগে হঠাৎ শরীরে প্রচন্ড ব্যথা নিয়ে অসুস্থ হন মর্জিনা। সহায় সম্বল শেষ করেও স্বাভাবিক হতে পারেননি। চিকিৎসায় গেছে গরু-ছাগল। করতে হয়েছে ধার-দেনা। হাত-পা ব্যাঁকা ও অবস হওয়ায় চার বছর ধরে একা চলাফেরা করতে পারে না। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে। এমন অবস্থাতে স্বামীও ছেড়ে যান তাকে। রেখে যায় পাঁচ সন্তান। বিয়ে করেন অন্যত্র। প্রায় চার বছর ধরে স্ত্রী-সন্তানদের খোঁজ নেননা স্বামী সামরুল।

বড়ভিটা ইউনিয়নের বাংলাবাজার বড়লই গ্রামে বৃদ্ধা মায়ের বাড়ীতে সন্তান নিয়ে পঙ্গু মর্জিনার সময় যাচ্ছে। ঠিকমতো কথাও বলতে পারে না মর্জিনা।

পরিবারের আয় বলতে বৃদ্ধা মায়ের বয়স্ক ভাতা। তা দিয়ে খেয়ে না খেয়ে দিন যায়! পাঁচ শতক মাটিতে ভাঙ্গা চুড়া টিনসেট ঘর। ছোট চালার ঘর একটি। তারও টিনে ফুটো হওয়ায় বৃষ্টির পানি পড়ে ঘরের ভিতরে। টিনের উপর পলিথিন দিয়ে পানি আটকানোর চেষ্টা করলেও পানি ভিজিয়ে দেয় সব।

এদিকে অসুস্থ মেয়ে ও নাতি-নাতনি বাড়ীতে আসার পর থেকে মেয়ের পঙ্গু ভাতা ও সরকারী পাঁকা ঘরের জন্য মর্জিনার মা বৃদ্ধা আবিয়া বেওয়া চেয়ারম্যান-মেম্বারদের কাছে ছোটাছুটি করলেও কিছু মেলেনি।

কান্নাজড়িত কন্ঠে আবিয়া বেওয়া (৬৮) জানান, ১০ বছর আগে স্বামীকে হারিয়েছি। এদিকে অসুস্থ পঙ্গু মেয়েসহ নাতি-নাতনিকে ফেলে বিয়ে করে ঘর-সংসার করছে পাষষন্ড জামাই। গত পাঁচ বছরেও খোঁজ নিতে আসেনি। মেয়েটার করুণ পরিণতি দেখে একজন পুরাতন হুইল চেয়ার দিছে বাহে। তাও নষ্ট। একান হুইল চেয়ার কিনতে না পারায় মেয়েটা সারাদিন ঘরেই বন্ধি হয়ে কাঁটান। ভাতার টাকা দিয়া ৭ জনের সংসার। অনেক কষ্ঠে খ্যায়া না খ্যায়া বেঁচে আছং বাহে। বেটিটার জন্যে এখ্যান হুইল চেয়ার কিনে দিবার পাং নাই।

তিনি আরও জানান, টাকা দিতে পারিনি বলে মেয়ের ভাতাসহ সরকারি ঘর পাইনি। সরকার অসহায় মানুষকে পাঁকা ঘর দিচ্ছে। আমার মতো অসহায় মানুষের কপালে কি পাঁকা ঘর জুটবে বাহে। দরিদ্র পরিবারটি একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় আপাতত অসুস্থ পঙ্গু মেয়ের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন অসহায় বৃদ্ধা মা আবিয়া বেওয়া ।

স্থানীয় আশরাফুল ও খোকন মিয়া জানান, এমন অসহায় পরিবার জীবনে দেখি নাই। এদের এতো কষ্ট। কিভাবে যে তারা বেঁচে আছে এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। পুরাতন ঘর তাও ফুটো অনেক কষ্টে তারা সেখানেই এতোগুলো লোক গাদাগাদি করে থাকেন। তাই কিছু দিন আমরা লাকাবাসী মিয়ে একটা টিনের চালা করে দেয়। সেখানেই আবিয়া বেওয়ার অসুস্থ মেয়েটা তার সন্তানদের নিয়ে থাকেন। একটা হইল চেয়ারের অভাবেই মর্জিনা সারাদিন ঘরের মধ্যে থাকেন। কেউ যদি মর্জিনার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতেন খুবেই ভালই হতো।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী জানান,বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছি। যাতে আবিয়া বেওয়া একটি পাঁকা ঘর ও তার অসুস্থ পঙ্গু মেয়ের ভাতার ব্যবস্থা করা হবে।

দুর্যোগে শেখ হাসিনাই মানুষ এর পাশে :পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি:আমান আহমেদ সজীব ঃ

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, দুর্যোগ- মানুষের পাশে জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে সবাই দুর্যোগ মোকাবিলায় মানবতার কল্যানে ঝাঁপিয়ে পড়ে, আওয়ামীলীগ, বন্যার সময় কাদা পানি উপেক্ষা করে যেমন মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়। করোনা মহামারিতেও সেই কার্যক্রম অব্যাহত রেখেছে তারা। শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মঙ্গলবার বিকালে ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যা,
উপজেলা সহকারী কমিশনার (ভুমি)শংকর চন্দ্র বৈধ্য,
সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ হাওলাদার, সখিপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, চরসেনসাস সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাল, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ সরদার, আতিকুর রহমান সোমেল সরদার ও তুষার ইমরান সহ আওয়ামীলীগ,যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,ও যুব মহিলালীগের নেতৃবৃন্দ প্রমুখ।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে এরদোগান

নিউজ ২৪লাইনঃ জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার নাম প্রকাশ করেছে।

২০২১ সালের এই তালিকায় উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি “ম্যান অব দ্য ইয়ার” ও ৮২ বছর বয়সী ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু “ওমেন অব দ্য ইয়ার” হিসেবে বিবেচিত হয়েছেন।

তালিকার প্রথম অবস্থানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ২. সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। ৩. ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনি।

৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৫. পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী ৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়াদের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী।

৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন শায়েখ আল হাবীব উমার বিন হাফিজ। ১০. সৌদির প্রভাবশালী কারাবন্দী আলেম শায়েখ সালমান আল আওদা ১১. উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল ছানী ১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো

১৩. মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতী আহমাদ আল-তায়িব। ১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এই তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে ২৭ তম স্থানে রয়েছেন মাওলানা মাহমুদ মাদানি, ৩১তম স্থানে ড. ইউসুফ আল-কারযাভী, ৩৪তম স্থানে শায়েখ মাহমূদ আফেন্দী, এবং ৩৫তম স্থানে রয়েছেন মাও. তারিক জামিল।শ