শরীয়তপুরে ছয় উপজেলায় শুরু করেছে টিকাদান কর্মসূচি

শরীয়তপুর প্রতিনিধি: আমান আহমেদ সজীব ঃ

শরীয়তপুরে শুরু করেছে টিকাদান কর্মসূচি
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার (৭ আগস্ট) থেকে শরীয়তপুর জেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি জেলা পর্যায়ে শরীয়তপুর সদর নরোবালা খানা স্কুলে উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘোড়াই। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কর্তৃক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।

শরীয়তপুর জেলায় দুইদিনে প্রায় ৪৩ হাজার মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সূত্র। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

পরিমনির সাথে প্রেম জড়ালেন তদন্ত কর্মকর্তা ! সিসিটিভি ফুটেজ ফাঁস

নিউজ ২৪লাইনঃ ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি মাদক মামলায় চার দিনের রিমান্ডে আছেন। জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দিচ্ছেন তিনি। তা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে পরীমনিকে নিয়ে।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে তদন্তের খাতিরে পরিচয় পরীমনির। নিয়মিত কথা বলতে গিয়ে তৈরি হয়েছে প্রেমের সম্পর্ক। প্রায় গাড়ি নিয়ে ঘুরতে যেতেন তারা। ওই গোয়েন্দা কর্মকর্তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন পরীমনি। পাওয়া গেছে সিসিটিভির ফুটেজও।

শরীয়তপুরের আঙ্গারিয়নছিমনের চাপায় শ্রমিকের মৃত্যু

নিউজ ২৪লাইনঃ

শরীয়তপুরের আঙ্গারিয়া এলাকায় নছিমনের চাপায় আনোয়ার হোসেন ব্যাপারী (৩৫) নামে এক ইটভাঙ্গা মেশিনের নছিমনের চাপায় শ্রমিকের মৃত্যু হয়েছে হয়েছে।শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনাটি ঘটেছে । নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার সুবেদারকান্দি গ্রামের এসকান্দার ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়,শুক্রবার বেলা ১১টার দিকে সোহাগ নামের এক ব্যক্তি নছিমনে পাট বোঝাই করে শরীয়তপুর-মাদারীপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় কীর্তিনাশা নদীর আঙ্গারিয়া সেতু থেকে নামতে গিয়ে নসিমটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা ইটভাঙা মেশিনের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে নছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন ব্যাপারী, আর গুরুতর আহত হন লুৎফর ও সাত্তার ব্যাপারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এসময় পাট বোঝাই নছিমনটি উল্টে আগুন ধরে যায়।পরে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের দল ও পুলিশ গিয়ে আগুন নিভিয়ে সড়ক চালু করে দেয়। নিহত আনোয়ার হোসেনের বাবা এসকেন্দার ব্যাপারী বলেন,আনোয়ারের দুজন শিশু সন্তান ও স্ত্রী রয়েছে। ওর আয়েই সংসার চালাতো। আমরা এখন ওর স্ত্রী-সন্তানদের কি বলে শান্তনা দেব। আর কে ওদের পাশে দাড়াবে?শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,নছিমনের ধাক্কায় এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় মামলা হবে। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে। নছিমনটি জব্দ করা হয়েছে।

সমালোচনাকারী বিএনপিনেতারা এখন সেই টিকা নিয়েই স্বস্তিতে -তথ্যমন্ত্রী

নিউজ ২৪লাইনঃ
  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপিনেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তি প্রকাশ করে প্রমাণ করলেন যে তারা মিথ্যে সমালোচনাই করেন এবং গাধা জল ঘোলা করেই খায়।

তথ্যমন্ত্রী শুক্রবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, বিএনপি নেতারা এমনও বলেছিলেন, টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে, তারাই পরে গোপনে এবং কেউ কেউ প্রকাশ্যেই টিকে নিয়েছেন, ডাঃ জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন, টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব নিয়েছেন, ক’দিন আগে দেখলাম, রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপিনেতাদের স্বরূপ হচ্ছে, তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়া বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো তার বিএনপিতে যোগ দেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর ‘রাজনীতির কাকেরা’ গিয়ে এ বিএনপি গঠন করেছে।’

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।