“প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে বৃক্ষরোপন করুন”- এমপি কমল

নিজস্ব প্রতিবেদক, রামু; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারলেই, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ জড়িয়ে আছে। দিনযাপনে আমরা সম্পূর্ণরূপে বৃক্ষের ওপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের প্রজন্মকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে দিতেই, আমাদের পরিবেশকে সুন্দর করতে হবে। পরিবেশকে সুন্দর করতেই বৃক্ষরোপন করতে হবে। আমাদের প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে, বেশী করে বৃক্ষরোপন করুন। গতকাল শুক্রবার (২০ আগস্ট) সকালে রামুতে ‘বনায়ন’ এর বৃক্ষরোপন অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি রামুর ওসমান সরওয়ার এভিনিউর পাশে ইসলামী ব্যাংক চত্ত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপনের মাধ্যমে রামুতে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। এই কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে বিএটি বাংলাদেশ সড়কের পাশে বৃক্ষরোপনের পাশাপাশি বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করে। রামুতে বৃক্ষরোপন অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিএটি বাংলাদেশ এর নাইক্ষ্যংছড়ি লীপ এরিয়া অফিসার রফিকুল ইসলাম, রামু উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি কিশোর কুমার বৈদ্য ময়না, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ। ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্যে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে রামুতে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করে বিএটি বাংলাদেশ ‘বনায়ন’ প্রকল্প। এ কর্মসূচীর আওতায় রামু উপজেলার চার কিলোমিটার মহাসড়কে তিন হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করবে বিএটি বাংলাদেশ। কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল সড়ক বনায়নের মাধ্যমে রামুকে সৌন্দর্য্যময় করে গড়ে তোলতে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার তেচ্ছিপুল থেকে ফুটবল চত্ত্বর হয়ে উত্তর বাইপাস এবং ফুটবল চত্ত্বর থেকে রামু চৌমুহনী (ওসমান সরওয়ার এভিনিউ) পর্যন্ত কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করতে, বিএটি বাংলাদেশকে আহ্বান জানান। এ সময় তিনি বলেন, মানুষের মধ্যে বৃক্ষরোপনের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। রামুতে বিএটি বাংলাদেশ এর সড়ক বনায়ন বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করবে। বিএটি বাংলাদেশ এর নাইক্ষ্যংছড়ি লীপ এরিয়া অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিএটি বাংলাদেশ ‘বনায়ন’ কর্মসূচী পালন করছে। গত ৪১ বছর ধরে পরিবেশর ভারসাম্য রক্ষায় বিএটি বাংলাদেশ সফলভাবে সামাজিক দায়বদ্ধতায় দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানে অংশ নিয়েছে। তিনি বলেন, এ মুজিব বর্ষে বিএটি বাংলাদেশ ‘বনায়ন’ প্রকল্পের আওতায় রামু, কক্সবাজার সদর, চকরিয়া এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই লাখ এবং রোহিঙ্গা ক্যাম্পে পঞ্চাশ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। পাহাড়ি ও টিলাশ্রেণীর পরিত্যাক্ত ভূমি এবং সড়কের পাশে এ বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়। এ ছাড়াও এ বছরে বিনামূল্যে বিতরণ করা হয়েছে সাড়ে পাঁচ লাখ গাছের চারা। এর মধ্যে রয়েছে, বহেরা, হরিতকী, নিম, অর্জুন, আনার, কমলা, জলপাই, বেল, কদবেল, লেবু, কাজুবাদাম, কাঠবাদাম, হিজল, জারুল, মেহগনি, গামারি, গর্জন, সনালু, ঝাউ, শীলকড়ই, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, একাশিয়াম, দেবকাঞ্চন ও তাল।    

“চুড়িয়ালী”

“চুড়িয়ালী
ডি,এম,আবুইউসুফ
(হৃদয়)

কাচের চুড়ি পড়িয়া’
বালিকা কোথায় তুমি যাও?
কাচের চুড়ির মাঝে কি
আমার শব্দ পাও?
কাশ গোলাপী শাড়ি
তোমার মেঘ গোলাপী ফুল’
মুক্ত ঝড়া আখি দুটি’
কৃষ্ণজবার দুল।
ঠোটে তোমার মিষ্টি হাসি
লজ্জায় মোখ লাল।
কৃষ্ণচূড়া কেশ গুলো আজ
উড়ছে তুলে পাল।
আকাশে গগণ নক্ষত্র ছায়া
দেখিতে চায় তোমার ‘
মোখ টি প্রিয়া।
তারার ঐ ঝাড়বাতিতে
তোমায় দেখতে পাই’
ওগো মোর প্রিয়া
তাইতো তোমায় চাই’
নিশিতে তুমি আলো
ছড়াও হৃদয় মুগ্ধকরে।
ক্লান্ততে তুমি বৃষ্টিহও
আমার অঙ্গজুরে।
তাইতো মোর কাটছে’
দিন আন্মনে ভব ঘুরে।
ওরে ও কাচের চুড়িয়ালী
তোর সঙ্গে নিয়ে যা!
তোকে আমি দান করিবো
প্রেমময় এই বসুন্ধরা।

চুয়াডাঙ্গায় পু‌লি‌শের সোর্সকে হত্যা

নিউজ ২৪ লাইন ঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুরে মনিরুল ইসলাম মনি (৪০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে তার বাড়ির অদূরে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত মনির স্ত্রী নাছিমা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার স্বামীর মোবাইল ফোনে কেউ কল করে। এরপরই তিনি বাইরে চলে যান। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হন স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখেন তারা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাছিমা আরও জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিলেন।

মনির প্রতিবেশী মুঞ্জুর আলী বলেন, রাত ১১টার দিকে দূর থেকে গোঙরানির শব্দ শুনতে পাই। বাইরে বের হয়ে দেখি মনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, বাড়ির অদূরে পুকুরপাড় থেকে মনিরুল ইসলাম মনি নামের একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মনির মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

শরীয়তপুরে অবশেষে সেই ট্রলারচালকের লাশ ১৮ দিন পর কবর থেকে তোলা হলো

নিউজ ২৪ লাইন ঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নুর মোহাম্মদ খালাসী(৩০) নামের এক ট্রলারচালকের লাশ দাফনের ১৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ওই ট্রলারচালকে বরযাত্রীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে ১০টায় আদালতের আদেশে উপজেলার চরসেনসাস ইউনিয়নের চরফিলিজ হাওলাদার কান্দি গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নূর মোহাম্মদ খালাসীর লাশ উত্তোলনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত নারী ও পুরুষ সেখানে ভিড় জমান। এ সময় পরিবারের স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এজাহার ও স্থানীয় সূত্র জানায়, গত ১ আগস্ট সকাল ৮টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর টেকের বাজার ঘাট থেকে নুর মোহাম্মদ খালাসী বিয়ের বরযাত্রী নিয়ে ট্রলার যোগে গোসাইরহাট উপজেলার গাছচর এলাকায় যাচ্ছিলেন। মাঝের চর পৌঁছলে নদীর চরে ট্রলার ঠেকে যায়। তখন নুর মোহাম্মদ বর পক্ষের লোকজনকে ট্রলার থেকে নামতে বলেন। বর পক্ষের লোকজন নামতে অসম্মতি জানালে নুর মোহাম্মদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বরপক্ষের চরফিলিজ এলাকার ওয়ালিদ মাদবর (৩৫), শহিদুল্লাহ মোল্লা (৪৫), শুকুর আলী মালতসহ (৪৮) বেশ কয়েকজন নুর মোহাম্মদকে বাঁশ ও লাঠি দিয়ে পেটাতে থাকলে ঘটনাস্থলেই তিনি মারা যান (তখন দুপুর আড়াইটা)। কিন্তু হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তড়িঘড়ি করে ২ আগস্ট বেলা ১১টার দিকে দাফন করা হয়। এ ঘটনায় ওয়ালিদ মাদবর, শহিদুল্লাহ মোল্লা, শুকুর আলী মালতসহ ১০ জনসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে নিহত নুর মোহাম্মদের বাবা সিডু খালাসী শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, আদালতের নির্দেশে ১৪ আগস্ট থানায় হত্যা মামলা হয়েছে। শুক্রবার সকালে নুর মোহাম্মদের লাশ উত্তোলন করা হয়। উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ১১ আগস্ট নিহত নুর মোহাম্মদ খালাসীর বাবা সিডু খালাসী শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি পিটিশন মামলা করলে বিচারক ২০ আগস্টের মধ্যে মরদেহ উত্তোলনসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ফেনীতে স্বামীকে খুন করে দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী

নিউজ ২৪ লাইন ঃ ফেনী শহরের নাজির রোডের সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার পর দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী।

শুক্রবার সকালে চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার বাসা থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সাথে বিয়ে হয়। গত একমাস আগে দুবাই থেকে তিনমাসের ছুটিতে দেশে আসে। বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাত (৪) কে নিয়ে শিউলী পালিয়ে যায়।গভীর রাতে বের হওয়ার সময় বাসার দারোয়ানকে জানায় তার বাবা মারা গেছেন।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পবিত্র আশুরা আজ

নিউজ ২৪ লাইন ঃ
ইসলাম ডেস্ক-আজ ১০ মহররম,শুক্রবার, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয়।

বাংলাদেশেও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। তবে করোনা পরিস্থিতির কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচিতে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি ৬১ সালের ১০ মহররম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

এবার পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর সরকারি ছুটি থাকে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুটি ছুটিই এক দিনে পড়ে গেছে।

এবার পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর সরকারি ছুটি থাকে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুটি ছুটিই এক দিনে পড়ে গেছে।

ডেল্টাপ্লান বাস্তবায়ন হলে নদীভাঙন-জলাবদ্ধতার সমস্যা থাকবে না: উপমন্ত্রী এনামুল হক শামীম

নিউজ ২৪ লাইন ঃ

ডেক্স রিপোর্ট:
পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন, সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত বাংলাদেশ গড়তে চান। এজন্য তিনি দূরদর্শী পদক্ষেপ নিয়ে থাকেন। সেজন্য তিনি ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শরীয়তপুরের আলুরবাজার নসিংহপুর ফেরীঘাট, চাঁদপুরের হরিণা ঘাট এবং চাঁদপুরের বিভিন্ন এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, জহির সিকদার প্রমুখ।

1 2