রূপগঞ্জে আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

নিউজ ২৪ লাইনঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আরজু মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াস্থ্য চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এবং বড়ালু এলাকায় মরহুমের নিজ বাড়িতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, মোশারফ হোসেন ভূইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ব্যাপারী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল আলম জেমিন, আশরাফুল ইসলাম তুষার, মহিলালীগ নেত্রী ইয়াসমীন আক্তার, স্বপ্না আক্তার আক্তার প্রমুখ।

স্মরণসভায় আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান একজন নেতা ছিলেন আরজু মিয়া। ব্যক্তি জীবনেও অত্যন্ত বিনয়ী, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার চলে যাওয়া কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জন্য অপূরনীয় ক্ষতি। তিনি স্বজ্জন ব্যক্তি হিসেবেই নেতাকর্মীদের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছিলেন। রফিকুল ইসলাম মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় আওয়ামী লীগ নেতা মরহুম আরজু মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট ভোর রাতে কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু মিয়া কিডনী ও ডায়াবেটিকস জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন

আফগানিস্তান: কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা অন্তত ৬০,

আন্তর্জাতিক ডেক্সঃ

আফগানিস্তান: কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬০, আহত কমপক্ষে ১৪০

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে।

বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল তার ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে।

কাবুলের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা বিবিসিকে বলেছেন , বিস্ফোরণে অন্তত ৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪০। এই প্রতিবেদন আপডেট করার সময় পর্যন্ত এ ছিল হতাহতের সর্বশেষ।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে তালেবানের একজন কর্মকর্তা বলছেন।

পেন্টাগন নিশ্চিত করেছে বিস্ফোরণে নিহতদের মধ্যে ১২ জন আমেরিকান সৈন্য রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বলছেন, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বেশ কিছু বেসামরিক মানুষ
প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বিমানবন্দরের কাছে ব্যারন হোটেলের ধারেপাশে। এই হোটেলে যুক্তরাজ্যে যারা যেতে চাইছিলেন তাদের নথিপত্র ব্রিটিশ কর্মকর্তারা যাচাই বাছাই করছিলেন।

প্রথম বিস্ফোরণের পর বন্দুকের গুলি হয় এবং এরপরই দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের ঢোকার প্রধান একটি গেট – অ্যাবে গেটের কাছে।