পরকীয়ার সন্দেহ! সুতো দিয়ে স্ত্রীর যৌনাঙ্গ সেলাই করলেন স্বামী

অনলাইন ডেক্সঃ
 একুশ শতকে মধ্যযুগীয় বর্বরতার এবং আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী দেশ। বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বছর পঞ্চান্নর স্ত্রীর, এমন সন্দেহে সূচ-সুতো দিয়ে যৌনাঙ্গ সেলাই করে দিলেন ষাটোর্ধ্ব স্বামী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলায়৷ প্রবীণ ওই ব্যক্তির সন্দেহ যে তাঁর স্ত্রী অপর কোনও পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে আবদ্ধ।  

যদিও এই ঘটনার পর চুপ করে বসে থাকেননি ওই মহিলা। অবিলম্বে থানায় পৌঁছে স্বামীর এই কীর্তির কথা মহিলা অফিসারকে জানান এবং অভিযোগও দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্টিচ কাটাতে। 

পুলিস সূত্রে সংবাদমাধ্যমকে জানান হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি একটি সাধারণ সেলাইয়ের সুতো ও সূচ ব্যবহার করে এই কাজ করেন। মহিলা আঘাতপ্রাপ্ত হয়েছে এর ফলে৷ পুলিস ওই সূচ ও সুতো বাজেয়াপ্ত করেছে পরবর্তী তদন্তের জন্য৷

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে অভিযুক্ত ষাটোর্ধের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিস। যদিও এখনও কী শাস্তি হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি। মহিলা যদিও আবেদন করেছেন যাতে তাঁর স্বামীকে গুরুতর কোনও শাস্তি দেওয়া না হয়৷ 

সূত্রের খবর, সম্প্রতি স্ত্রীর সঙ্গে প্রায়শই ঝগড়া লেগেই থাকত ওই ব্যক্তির৷ তাঁর সন্দেহ পাশের গ্রামের এক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর৷ এর আগেও মারধরের ঘটনা ঘটেছে বলে খবর স্থানীয় সূত্রে।

হাতিরঝিলে ভবন মালিকের ভাইয়ের ইটের আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

নিউজ ২৪ লাইনঃ

রাজধানীর হাতিরঝিল এলাকায় ভবন মালিকের ভাইয়ের ইটের আঘাতে কামরুল ইসলাম (৬৮) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে হাতিরঝিল থানাধীন রামপুরার পশ্চিম উলন ৫৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মালিকের ছোট ভাই জিকু (৩৮) ওই বাসার ভাড়াটিয়া কামরুলকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রামপুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে রামপুরার বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে, রামপুরার পশ্চিম উলন ৫৭ নম্বর বাসার মালিকের ছোট ভাই কাজী জিকু (৩৮) ভাড়াটিয়া কামরুল ইসলামকে মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তিনি মারা যান। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

নিহতের শ্যালক আশরাফুল হক বলেন, ‘আমার দুলাভাই কেমিস্ট ছিলেন, রামপুরার ওই বাসায় মালিকের ছোট ভাই কাজী জিকু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় রামপুরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

জানা গেছে নিহত কামরুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নবীপুর সরকার বাড়ির গ্রামে। তিনি মৃত আব্দুল করিমের সন্তান। বর্তমানে রামপুরার পশ্চিম উলন ৫৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন

বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ২৪ লাইনঃ, সাভার- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তবে তাদের কোনো ক্ষমতা নেই। তারা বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে তালেবানদের কোনো প্রভাব নেই। তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

তিনি বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন একেএম এনামুল হক শামীম এমপি

নিউজ ২৪ লাইনঃ
: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন, তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন।

দেশের স্বাধীনতা আন্দোলনসহ সব সংগ্রামে ছাত্রলীগের সর্বোচ্চ ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এ কারণে বঙ্গবন্ধুই বলেছিলেন, “ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে বাংলাদেশের ইতিহাস।” তাই ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে এমনভাবে আচরণ করা উচিত যাতে এ সংগঠন একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে আস্থা অর্জন করে চলতে পারে। তাই জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে কাগজ ও কলম তুলে দিয়েছিলেন। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, “ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ”। তাই সবাইকে বঙ্গবন্ধু’র আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা, নড়িয়া সরকারি কলেজ ও সখিপুর থানা ছাত্রলীগ আয়োজিত দোয়া ও স্মরণসভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অংশগ্রহণ করেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহবায়ক ইমরান খালাসী, সখিপুর থানার সভাপতি সোমেল সরদার, সাধারন সম্পাদক ইমরান বেপারী, নড়িয়া উপজেলার যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ান, রিয়াদ শেখ, রফিকুল ইসলাম আকাশ, শিমুল হাওলাদার, কলেজের যুগ্ম আহবায়ক রফিক মল্লিক, সিহাব বিন নির্জন, সখিপুর থানার সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাজু, রাসেল খান, যুগ্ম সাধারন সম্পাদক জাফর আজিজ, নুরুল আমিন, কবিতা সরকার, সাংগঠনিক সম্পাদক জোবাইদা আফরোজ রিয়া প্রমূখ।

ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র এবং অবৈধ টাকা তুলে দিয়েছিলেন। আর আমি সৌভাগ্যবান ছাত্রলীগের সভাপতি থাকাকালিন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার (ছাত্রদের) হাতে বই এবং কলম তুলে দিয়েছিলেন। তাই ছাত্রলীগের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। ছাত্রলীগের কর্মীদের মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও নৈতিকতার প্রশ্নে আপোসহীন থাকতে হবে। ছাত্রলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীর মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাকে সমুন্নত রেখে আগামীদিনের বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

এনামুল হক শামীম বলেন, খুনি জিয়া-মোস্তাকরা ভেবেছিলো, বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশকে পাকিস্তান বানানো যাবে, কিন্তু ওরা বুঝতে পারে নাই জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন।

বঙ্গবন্ধুর লেখা বই “অসমাপ্ত আত্মজীবনী”, “কারাগারের রোজনামচা” ও “আমার দেখা নয়া চীন”সহ গোয়েন্দা রিপোর্টের সব বই পড়তে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেওয়ায় কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটার ঘটনায় ৪জন গ্রেফতার

নিউজ ২৪ লাইনঃ- কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার জেলার বিভিন্ন জায়গায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তবে এ ঘটনার মূল আসামী কাউছার ও হাসানকে এখনও গ্রেফতার করা যায়নি।

গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (৬৮) ও মো. মোস্তফা কামাল (৬১), কাউছারের স্ত্রী মোসা.নারগিছ বেগম (৩০) এবং আটক মোস্তাফা কামালের স্ত্রী মোসা. কুলছুম বেগম। এর আগে বৃস্পতিবার রাতে নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা মো.জামাল হোসেন ৬ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, উপজেলার সুলতানরপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় চলতি বছরের জুন মাসের প্রথম দিকে মো.নুরুল ইসলামের ছেলে মো.হাসান একই বাড়ির এক কিশোরীকে খালি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরে এ ঘটনা জানাজানি হলে ওই কিশোরীর বাবা ৯ জুন দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর হাসানের পরিবার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। মামলায় আপোষ মিমাংসা না করায় ক্ষিপ্ত হয়ে গত ২০আগস্ট দুপুরে ওই কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপিটা করেন হাসানের বড় ভাই মো.কাউছার। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ ও দেবিদ্বার থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা র‌্যাব–১১ হেফাহজতে তিনজন আসামী রয়েছেন এবং দেবিদ্বার থানায় রয়েছেন একজন। ওই তিনজনকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও দেখে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত এক নারীসহ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। যারা মূল আসামী তাদের গ্রেফতারের অভিযান চলমান থাকবে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, র‌্যাবের অভিযানে তিনজন ও দেবিদ্বার থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এক কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপেটার একটি ভিডিও গত বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় রাতে দেবিদ্বার থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

মানবতা ও শিক্ষা প্রসারে রাজনীতি করেছিলেন ওসমান সরওয়ার আলম চৌধুরী -অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী

 

নিজস্ব প্রতিবেদক, রামু:

জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিুর রহমানের রাজনৈতিক সহচর এবং সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রদূত অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী মানবতাবোধের রাজনীতি করেছিলেন। রাজনীতি, শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া, সংস্কৃতিসহ গণমানুষের কল্যাণে নিজ কর্মদক্ষতায় মানুষের হৃদয় জয় করেছিলেন বলে মন্তব্য করেছেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। শুক্রবার (২৭ আগষ্ট) বিকালে রামু চৌমুহনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রদূত এবং মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১১ম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম চৌধুরী।

অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বহুগুণে গুণান্বিত মানুষ ছিলেন অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী। মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য ওসমান সরওয়ার আলম চৌধুরী সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন রাজনীতির শিক্ষক। যে কারণে রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষার প্রসার, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির সাথেও নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। তার মতো নেতা পাওয়া সবার জন্য সৌভাগ্যের। ওসমান সরওয়ার আলম চৌধুৃরীর জীবনের প্রতিটি কর্ম শিক্ষণীয়। কাজের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন।

ওসমান সরওয়ার আলম চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ে ওসমান সরওয়ার আলম চৌধুরী শিক্ষার প্রসারে অবদান রেখে গেছেন, পুরো জেলা জুড়ে। ওসমান সরওয়ার আলম চৌধুরীর নৈতিক শিক্ষাই এখন তাঁর মূল চালিকা শক্তি। মরহুম বাবার আদর্শ লালন করেই এখন তিনি রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত বিশাল স্মরণ সভায় বক্তারা বলেন, ওসমান সরওয়ার আলম চৌধুরী শুধু কক্সবাজারের নন, তিনি বাংলাদেশের অন্যতম সমাজসেবক ছিলেন। শিক্ষা ও জনকল্যাণে তাঁর অবদান এদেশে বিরল। তিনি রামুর সন্তান হলেও যেখানে বিচরণ করেছেন সেখানেই নিজের কর্মকান্ডে সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর মতো কীর্তিমান মানুষের আদর্শ অনুসরণ করে সবাই জনকল্যাণকর কাজে এগিয়ে এলে মানুষের দূর্ভোগ কমে যাবে।

মরহুম অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংষদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, সাবেক সভাপতি এড. আ জ ম মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হোছাইন আহমদ আনছারী, রামু উপজেলা পলিষদের ভাইস চেয়ারম্যান মো, সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল মাওলা, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দেস হাফেজ আবদুল হক, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক রামু যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, মাস্টার নজরুল ইসলাম, ও জেলা তাতীলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো। স্মরণ সভা সঞ্চালনা করেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক।

এর আগে “ওসমান ভবনে” মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ১১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ, সহযোগী-অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে।