শরীয়তপুরে ছাত্রী ধর্ষণের মামলা নিতে পালং থানাকে আদালতের আদেশ

নিউজ২৪লাইন:
শরীয়তপুর সদরে একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম বুধবার সদরের পালং মডেল থানাকে মামলাটি রেকর্ড করার আদেশ দিয়েছেন।

মামলায় মাসুদ রানা (২৩) ও হারুন মোল্যা নামে দুজনকে আসামি করা হয়েছে। হারুন একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য। এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে মাসুদ রানা গত দুই বছর ধরে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে বিভিন্ন সময় সালিস হয়।

২৩ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে যান মাসুদ। পরে পার্শ্ববর্তী ইউনিয়নে নিয়ে ইউপি সদস্য হারুনের সহায়তায় ধর্ষণ করেন।

ছাত্রীর বাবা বলেন, তিনি গরিব। অনেক কষ্টে মেয়ের পড়াশোনার খরচ বহন করেন। কিন্তু দুই বছর ধরে মাসুদ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। আত্মীয়স্বজনকে জানিয়ে সতর্কও করা হয়। কিন্তু তিনি (মাসুদ) মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করবেন, তা বুঝতে পারেননি। এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। পরে আদালতের দ্বারস্থ হন।

অভিযুক্ত ইউপি সদস্য হারুন মোল্যা বলেন, মাসুদ মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর তিনি স্থানীয় মুরব্বিদের নিয়ে মীমাংসার চেষ্টা করেন বলে তাঁকেও মামলার আসামি করা হয়েছে।

মামলার পর থেকে মাসুদ রানা পলাতক। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ। শরীয়তপুর জজকোর্টের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, থানায় মামলা করতে না পেরে ভুক্তভোগীর পরিবার আদালতের আশ্রয় নেয়। আদালত অভিযোগ আমলে নিয়ে তা মামলা হিসেবে রেকর্ড করতে পালং থানাকে আদেশ দিয়েছেন।

মামলা না নেওয়া প্রসঙ্গে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এমন অভিযোগ সঠিক নয়। এখনো আদালতের আদেশের কপি হাতে পৌঁছায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেই রাইডারকে মোটরসাইকেল দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি।

নিউজ২৪লাইন ডেস্ক:
ঢাকায় নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে আলোচনায় আসেন শওকত আলী (৪৬) নামের এক পাঠাও রাইডার। এই ঘটনা ভাইরাল হলে অনেকেই তাকে মোটরসাইকেল উপহার দিতে চান।

বুধবার রাতে তাকে একটি বাইক উপহার দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি।

এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দিয়ে রাব্বানী জানান, ‘মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!

ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক ফেসবুকে লিখেছেন, ‘জনাব শওকত আলম সোহেল; করোনা দুর্যোগে নিজের ছোট্ট দোকানের ব্যবসা বন্ধ হয়ে গেলে, জীবন জীবিকার তাগিদে কয়েকমাস ধরে পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন! চরম অর্থনৈতিক দৈন্যদশার মাঝে ‘মরার উপর খাঁড়ার ঘা’… একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন! আমি Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণ পরেই টিপিবি’র অফিসে আসবে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে বাইক হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।

দুই দিনের মধ্যে তিনি বাইক নিয়ে শওকতের কাছে হাজির হন। বাইক দেয়ার সময় ফেসবুক লাইভে যুক্ত ছিলেন রাব্বানি। বাইক উপহারের পর রাব্বানি তার ফেসবুক পোস্টে লিখেছেন, Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনা’র উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-125 সিসি’র মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এক্ষেত্রে সহায়তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

 

 

 

রোহিঙ্গাদের আলোচিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের নিজ অফিসে তাকে গুলি করে হত্যা করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পে রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়। মারাত্মকভাবে আহত মুহিবুল্লাহকে দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে তিনটি গুলি লেগেছে বলে নিশ্চিত করেছে চিকিৎসক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, তার মরদেহ পুলিশ পাহারায় কক্সবাজারের মর্গে আনা হচ্ছে। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ আলোচনায় আসেন ২০১৮ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারে বিশাল সমাবেশ করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি। এরপর বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করলে তিনি এর বিরোধিতা করে প্রত্যাবাসন আটকে দেন।

 

উল্লেখ্য, রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই মুহিবুল্লাহ। বিংশ শতকের গোড়ার দিকে মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ে ১৫ জন সদস্য নিয়ে গড়ে তুলেছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ বা এআরএসপিএইচ। স্থানীয় বাংলাদেশি মানবাধিকারকর্মীদের সঙ্গেও গড়েন যোগাযোগ।

শরীয়তপুর জেলার ২০ (বিশ) জন মেধাবী সন্তানকে জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান এর সম্মাননা প্রদান

নিউজ২৪লিইন:
২০২১ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়)-এ অধ্যয়নরত শরীয়তপুর জেলার ২০ (বিশ) জন মেধাবী সন্তানকে জেলাপ্রশাসক, শরীয়তপুর-এর “আমিই বাংলাদেশ” শীর্ষক সম্মাননা প্রদান করা হয়।

সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ ভবিষ্যতের কাণ্ডারীদের মধ্যে বপন করাই এই সম্মাননার উদ্দেশ্য; যাতে করে আজকের শিক্ষার্থীরা সুনাগরিক ও মানব সেবক হিসেবে তাঁদের পদচিহ্ন রেখে যেতে পারে উন্নত বাংলাদেশ বিনির্মানে।

দ্বিতীয় বারের মত আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছাসহ জেলাপ্রশাসকের স্বাক্ষরিত আধা-সরকারি পত্র, উত্তরীয় এবং আর্থিক শুভেচ্ছা উপহার তুলে দেন জেলাপ্রশাসক, শরীয়তপুর জনাব মোঃ পারভেজ হাসান।

উল্লেখ্য যে, জেলাপ্রশাসক-এর তিন (০৩) বছর মেয়াদী (২০২১-২০২৩) অগ্রাধিকার ভিত্তিক কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম গৃহীত হয়েছে এবং ভবিষ্যতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সন্তানদের প্রণোদনা প্রদানের এ কার্যধারা অব্যাহত থাকবে। এ কার্যক্রমকে টেকসই করার লক্ষ্যে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

গোসারহাটে আওয়ামীলীগের” প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত”নাহিম রাজ্জাক এমপি

গোসারহাটে আওয়ামীলীগের দোয়ার আয়োজন : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন। :নাহিম রাজ্জাক এমপি।

আমান আহমেদ সজীব //শরীয়তপুর প্রতিনিনঃ
শরীয়তপুর জেলার, গোসাইরহাট উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেন গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গোসাইরহাট উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয় এবং গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী মডেল মসজিদে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

গোসাইরহাট উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ সুরক্ষিত এবং উন্নয়নশীল দেশের কাতারের অতিশিগ্রই বাংলাদেশ পদার্পন করবেন । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এম পি ।

এসময়ে শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এম পি গোসাইরহাট ঈদিলপুর ইউনিয়নের নতুন বাজারে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় । ইদিলপুর মাঠে জাতীয় বীর আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন এবং নতুন বাজারে গণ টিকা কর্মসূচি শুভ উদ্বোধন করেন । এবং গোসাইরহাট বাজারের বড় মসজিদের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন , দাসের জঙ্গল হইতে মাছুয়া খালি সড়কের ফলক উন্মোচন করেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন গোসারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিকদার , সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী , উপজেলা নির্বাহি অফিসার আলমগীর হোসাইন , উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল ,জেলা পরিষদের সদস্য শাকিল চৌধুরি , গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মির্ধা , সাধারণ সম্পাদক বাবলু মির্ধা , ও গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন নয়ন দেওয়ান, সাধারণ সম্পাদক ভুট্টু মালত । এবং গোসাইরহাট উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।

শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে আ.লীগ

নিউজ২৪লাইন ডেস্ক: আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই। বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। তারা বলেন, অসাংবিধানিক কোনো দাবি মেনে নেওয়া হবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তারা এসব মন্তব্য করেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা বক্তব্য দেন।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ একটি ব্র্যান্ডের নাম। তিনি নিজেই একটি ইতিহাস। ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম হয়েছে। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমেই তিনি উঠে এসেছেন। দেশের সীমানা পেরিয়ে বিশ্বনেতার কাতারে তিনি পৌঁছেছেন। তার সাহসী নেতৃত্ব ও জাতিসংঘে তার দেওয়া বক্তব্য বিশ্বে প্রশংসিত হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ওবায়দুল কাদের আহ্বান জানান।

দলের মধ্যে দৃঢ় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের শপথ নিতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজাতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন উপলক্ষে স্মার্ট আওয়ামী গড়ে তুলতে হবে। এজন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয়, ত্যাগীদের জায়গা করে দিতে হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত, তারা আগামী দিনে আওয়ামী লীগের টিকিট পাবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গতবার তো কামাল হোসেনকে এনে আপনারা নির্বাচনে নেতা বানিয়েছিলেন। আমার দলের পক্ষে, জোটের পক্ষে আমি বলতে চাই- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আমাদের নেতা। আপনাদের নেতা কে? টেমস নদীর পার থেকে পলাতক দণ্ডিত ব্যক্তি কি নির্বাচনে আপনাদের নেতা! পরবর্তী প্রধানমন্ত্রী এ পরিচয় বহন করলে বাংলাদেশে আপনাদের (বিএনপি) অপ্রাসঙ্গিক রাজনীতি আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জনগণ দণ্ডিত পলাতক নেতাকে (তারেক রহমান) কোনোদিনই এদেশের নির্বাচনে নেতা হিসাবে মেনে নেবে না।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অন্য সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান অনুযায়ী সেভাবে নির্বাচন হবে। সময়মতোই নির্বাচন হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আজ মাঠ গরম করবেন, পানি ঘোলা করবেন, দেশে বিশৃঙ্খলা করবেন, পরিবেশ নষ্ট করবেন, অগ্নিসন্ত্রাস করবেন, জ্বালাও-পোড়াও করবেন? কিন্তু পরিষ্কারভাবে বলে দিতে চাই- শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। যে কোনো বিশৃঙ্খলা-সহিংসতার জবাব দিতে তারা প্রস্তুত।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বিএনপি আবারও তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনের হুমকি দিচ্ছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই। বাংলাদেশে আর কোনোদিন এ সরকার হবে না। কোনো গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকার হয় না, কোনো নিরপেক্ষ সরকার হয় না। ক্ষমতাসীন সরকারের নেতৃত্বেই নির্বাচন হয়। আর তা পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের কাজ হলো সুষ্ঠু নির্বাচন করা।

সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেখিয়েছেন- দেশদ্রোহীদের বাংলার মাটিতে কোনো ঠাঁই নেই। মৌলবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, লড়াকু এবং সম্প্রীতিময় বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারকে প্রতিষ্ঠা করতে সংকল্পবদ্ধ।

সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের ভাগ্যের পরিবর্তন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। তার জীবনে কোনো লোভ বা মোহ নেই। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে শেখ হাসিনাকে বারবার কারাবরণ করতে হয়েছে। হতে হয়েছিল অনেক মিথ্যা মামলার আসামি। কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। অশুভ শক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি অবিচল লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। দেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়নও করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। যে স্বপ্নে আমাদের পূর্বসূরিরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে বিশ্বমানচিত্রে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে বারবার দরকার।

অবৈধ ভাবে ভেঙে ফেলা হচ্ছে মন্দির, প্রতিবাদে আদালতে মুসলিমরা!

আন্তর্জাতিক ডেস্ক-অবৈধ ভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে একটি হিন্দু মন্দির। সেটি বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দারা হাই কোর্টের দ্বারস্থ হলেন।

দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকার ঘটনা। শুধু তা-ই নয়, মন্দির ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের সাম্প্রদায়িক অশান্তি না-ছড়ায়, আদালতের কাছে সেই আর্জিও জানিয়েছেন আবেদনকারীরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

জামিয়া নগর এলাকার ২০৬ নম্বর ওয়ার্ড কমিটির কিছু বাসিন্দা সম্প্রতি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। নিজেদের আবেদনে তাঁরা জানান, এলাকার কিছু অসাধু প্রোমোটার স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে ইতিমধ্যেই মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি খুবই অল্প সময়ের মধ্যে ভেঙে ফেলেছে। মন্দিরটি ভাঙার জন্য তার মধ্যে থাকা ৮-১০টি মূর্তিও সরিয়ে ফেলা হয়েছে রাতারাতি। এ বার তাদের লক্ষ্য, মন্দিরটি ভেঙে ফেলে সেখানে বহুতল বা অন্য কোনও ভবন নির্মাণ করা। মন্দিরটি যাতে কোনও ভাবেই না ভাঙা হয়, তার জন্য আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন আবেদনকারীরা।

আবেদনে আরও বলা হয়েছে, ১৯৭০ সালে নুর নগরে তৈরি হয়েছিল মন্দিরটি। তার পর থেকে প্রতিদিনই সেখানে পুজো ও কীর্তন হয়ে আসছে। নুর নগর লাগোয়া আর একটি এলাকায় ইতিমধ্যেই মন্দির ভেঙে অবৈধ নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। নুর নগরেও যে কোনও সময়ে ওই মন্দিরটি ভেঙে ফেলা হবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

জামিয়া নগরের বাসিন্দাদের আবেদন শুনে দিন তিনেক আগে দিল্লি হাই কোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনও অবৈধ প্রক্রিয়ায় মন্দির চত্বর থেকে যাতে কোনও কিছু উচ্ছেদ না করা হয়। মন্দিরটিও যেন অক্ষত অবস্থায় থাকে। এলাকায় যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, পুলিশকে তা দেখতেও নির্দেশ দিয়েছে আদালত।

1 2 3 16