আ.লীগকে ‘রাজাকারের দল’ বললেন গয়েশ্বর

নিউজ ২৪লাইনঃ, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি কথা বলেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে আওয়ামী লীগ রাজাকারের দল বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন গয়েশ্বর।

আলোচনায় সভায় ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এতো কথা বলেন কেন? প্রত্যেকটা বীর জাতীয়তাবাদী দল করে। এটা রাজাকারের দল নয়, আপনার দল এখন রাজাকার আলবদরের।’

তিনি বলেন, ‘আমরা যাদের ভোট চোরের সরকার বলি তারা আজ কয়েকদিন ধরে দলবদ্ধভাবে কিছু কথা বলছেন। আমি বলব ওরা (আওয়ামী লীগ) দীর্ঘ ১২ বছরে কখনো পাপিয়া, কখনো পরীমনি একেক সময় একেকটা ইস্যু দাঁড় করায়।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা জেল-জুলুম অ-ত্যা-চারের শিকার, আমরা অনেক ত্যাগ করেছি, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে যদি ব্যর্থ হই, তাহলে সব কাজই বৃথা। যারা ইতিহাস বিকৃত করতে চায় তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য অবশিষ্ট নেই।’

তিনি বলেন, ‘যারা বলে জিয়াউর রহমান গুলি করেননি, তারাই যুদ্ধাপরাধী, তারাই স্বাধীনতাকে স্বীকার করে না। যদি স্বাধীনতাকে স্বীকার করতে হয় তাহলে জিয়াউর রহমানকে অস্বীকার করে হয় না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘এ সরকার পতনের জন্য স্লোগান যথেষ্ট নয়। আপনারা প্রস্তুত হন। জবাব আমাদের একটা একটা করে দিতে হবে। যেই দলের কর্মীরা মরতে প্রস্তুত সেই দলের ভয় কিসের?’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

সুএঃ সময়ের কণ্ঠস্বর

পদ্মাসেতু রক্ষার জন্য শরীয়তপুরে মানববন্ধন

নিউজ ২৪লাইনঃ
পদ্মা সেতু রক্ষার জন্য শরীয়তপুরে মানববন্ধন। বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা একটি গভীর ষড়যন্ত্রের শিকার হিসেবে দেখছে শরীয়তপুরবাসী। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শরীয়তপুর বাসির আকুল আবেদন,জাজিরা পয়েন্টে ছাত্তার মাদবর মাঝির ঘাট কি ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করছি।
বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে পদ্মা সেতুর পিলারে একাধিকবার ফেরির ধাক্কার ঘটনার ঘটেছিল। বর্ষার মৌসুমে পদ্মায় তীব্র স্রোত। স্রোতের বিপরিতে ফেরির দুর্বল ইঞ্জিন দ্বারা চালক ফেরির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ। ফেরির ধাক্কা এড়াতে এক যুগ পর মাদারিপুর বাংলাবাজার ফেরিঘাটের পরিবর্তে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছাত্তার মাদবর মঙ্গমাঝি ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৬ আগষ্ট পল্টুন স্থাপন করে উক্ত ঘাট সম্পূর্ণ রুপে প্রস্তুত করা হয়। গত শুক্রবার প্রথম পরীক্ষামূলকভাবে ফেরিচলাচলের আবাস থাকলেও এখনও পর্যন্ত চালু হয় নি ফেরিঘাট।

পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সঙ্গে ফের ধাক্কা লাগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এ সময় ফেরিটির মাস্তুল ভেঙে গেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফেরির আঘাত থেকে পদ্মা সেতুকে রক্ষার জন্য জাজিরায় ফেরিঘাট স্থানান্তরের দাবিতে ” পদ্মা সেতু রক্ষা কমিটির” উদ্যোগে আজ বিকাল ৪.০০ মিনিটে ছাত্তার মাদবর মঙ্গমাঝি ফেরিঘাট পল্টুনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতশত জনগন সহ
শরীয়তপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সাথে এক মত পোষণ করেন

স্কুল-কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ২৪লাইনঃ, ঢাকা- মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এরইমধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশনার কথা জানিয়ে আরও বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শোক প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ হাসিবুর রহমানের মৃত্যুতে আজ জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের এই সদস্যের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের বৈঠক মুলতবি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, স্কুলের ছেলেমেয়েদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই টিকা দেয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজার টিকা ইতোমধ্যে এসে পৌঁছেছে, আরও পৌঁছাবে। অন্যান্য টিকাও আসছে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কখনো করোনা একেবারেই কমে যাচ্ছে আবার নতুনভাবে নতুন শক্তিতে এই ভাইরাস আসছে। তবে করোনা আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেখা যাচ্ছে টিকা দেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হন, তবে হয়তো তা মারাত্মক হয় না। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

সরকারপ্রধান বলেন, টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতভাবে হোক আমরা টিকা নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। টিকাদানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা থেকে ভাল হওয়ার পরেও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এ জন্য সবাইকে নিজের ভালো নিজেকে বুঝে চলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করে যাচ্ছি। আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি অনেক উন্নত দেশও সেভাবে পারেনি। আমাদের প্রচেষ্টা সবসময় আছে। আমরা শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।

শেখ হাসিনা বলেন, করোনার প্রকোপ এখন কমেছে। কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে। এখন ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এজন্য তিনি সবাইকে ঘর বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

সংসদ সদস্য হাসিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, হাসিবুর রহমান ছিলেন কর্মীবান্ধব, মানুষের জন্য কাজ করার আন্তরিকতা তার ছিল। তার এই অকাল মৃত্যু দেশের জন্য ক্ষতি। এই সংসদে বেশ কয়েকজন সদস্যকে হারাতে হয়েছে। বারবার শোক প্রস্তাব নিতে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। অনেকে আপনজনের মরদেহ দাফন করেনি, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা লাফ দাফন করেছে। মানুষের ঘরে অক্সিজেন সরবরাহ করা, খাবার পৌঁছে দেওয়ার কাজ তারা করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সখিপুর মাঝী কান্দি গ্রামে হাজী শরীয়তউল্লাহ ও রাহমানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন।

সখিপুর মাঝী কান্দি গ্রামে হাজী শরীয়তউল্লাহ ও রাহমানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন।

আমান আহম্মেদ সজিব // শরীয়তপুর :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝী কান্দি গ্রামে
হাজী শরীয়তউল্লাহ ও রাহমানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে সখিপুর মাঝী কান্দি গ্রামের আব্দুর রহমান রাসেল মোল্লার বাড়ির সামনের মাদ্রাসার নতুন ভবনে দোয়া ও মুনাজাত এর মধ্যদিয়ে মাদ্রাসাটির শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডা.আবুল কালাম আজাদ মোল্লা, মাষ্টার সালাউদ্দিন মাঝী, ডা. মাহমুদুর রহমান বড় মিয়া, বাদশা মিয়া মুন্সী, তোফাজ্জল সরদার, তারেক মাহমুদ, হানিফা মাঝী, মোয়াল্লেম সরদার, আব্দুল জলিল সরদার, মান্নান সরদার, হাফেজ মাওঃ তাসরিফুল ইসলাম, মাওঃ মাহবুব সাহেব, মাওঃ মান্নান সাহেব, শফি মাঝী, আব্দুর রহমান রাসেল মোল্লা, মাষ্টার হাবিল উদ্দিন, মহন সৈয়াল, আল আমিন বেপারী,হাফেজ মাওঃ সাহাদাত হোসেন, মাওঃ খালেদ সাহেব, মাহমুদুল হাসান, আব্দুর রশিদ বেপারী, রাজিব সরদার, সোহেল সরদার, জুয়েল মাহমুদ, ওমর ফারুক, মোহাম্মদ আলী শিকদারসহ অত্র এলাকার জনসাধারণ।

শরীয়তপুরে হত্যার ভয় দেখিয়ে স্ত্রী কাছথেকে খোলা তালাকে জোরপূর্বক দস্তখত পাষণ্ড স্বামীর

নিউজ ২৪লাইনঃ

স্ত্রী উপার্জিত টাকা আত্মসাতের পর দেশীয় ধারালো অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখিয়ে খোলা তালাকে জোরপূর্বক দস্তখত নিলেন স্বামী আবু কালাম ও তার সঙ্গীরা। এই ঘটনায় জাজিরা থানায় অভিযোগ করেছেন স্ত্রীকর পারভিন আক্তার।

ঘটনায় জানা যায়, পারভিন আক্তারের প্রথম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে অত্যান্ত দুঃখ কষ্টে জীবনযাপন করছিলেন। ওই সময় দুই ছেলে দুই মেয়েসহ পারভীন আক্তারকে তার স্বামীর ভিটা থেকে তারই দেবর কামাল ও জামাল মাদবর বের করে দেয়। ওই মুহূর্তে নিরুপায় হয়ে পারভীন আক্তার ছেলেমেয়েদের নিয়ে বাবার বাড়িতে যেতে বাধ্য হন। পারভিন আক্তারের বাবা মেয়ে সহ ৫ জনের তিন বেলা খাবার জোগাতে হিমশিম খাচ্ছিলেন। তখন পারভিন আক্তার ছেলে মেয়ের কথা চিন্তা করে ঢাকায় পাড়ি জমান এবং গাজীপুরের বিদেশি একটি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নেন। কিন্তু সোয়েটার ফ্যাক্টরির সীমিত বেতনে ছেলেমেয়েদের খাবার, পোশাক, লেখাপড়ার চাহিদা মেটাতে পারছিলেন না। তখন নিরুপায় হয়ে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে অসহায় পারভিন আক্তার দেশের মায়া ত্যাগ করে জীবন সংগ্রামে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই চলে যান। অসহায় স্বামীহারা পারভিন আক্তার দুবাইতে তিন বছর, বাহারাইন আড়াই বছর, লেবানন তিন বছর, সর্বশেষ ওমানে তিন বছর কাজ করে দেশে চলে আসেন। ওমান থেকে দেশে আসার পর পারভিন আক্তারের রূপ ও উপার্জিত টাকার লোভে ছলচাতুরি আশ্রয় নেয় জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের মনাই ছৈয়াল কান্দির মোহাম্মদ তোতা হাওলদারের ছেলে মোঃ আবু কালাম হাওলাদার। দীর্ঘদিন মোবাইল ফোনে কথা বলে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রস্তাব দেয় পারভিন আক্তারকে। চতুর আবু কালামের ছলচাতুরি বুঝতে না পেরে পারভিন আক্তার বিয়ের প্রস্তাবে রাজী হন। তখন ঢাকার যাত্রাবাড়ী কাজী অফিসে সাক্ষীগণের উপস্থিতিতে মুসলিম পারিবারিক আইনে গত ২০১৮ সালের ২৭ জানুয়ারি বিলম্বিত তিন লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু কালাম হাওলাদার (৩৫) সিঙ্গাপুরে পতিতা নারীর দালালি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতারের পর জেল খেটে দেশের চলে আসে। কিন্তু দেশে এসেও আবু কালাম হাওলাদার তার অপকর্ম চালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আবু কালাম হাওলাদার মাদকদ্রব্য ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন এবং মাদকদ্রব্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কারণে জেল খাটেন।

পারভিন আক্তার গণমাধ্যমকে বলেন, আমার তিন বছর সংসার জীবনে আমার স্বামী আবুল কালাম এক টাকার লাল সুতো কিনে দিতে পারেনি। এই তিন বছরে উল্টো প্রতিমাসে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে ওর বাবার কাছে পাঠাতো আর বাবা কে বলতো আমার কাজের বেতন পাঠালাম। আবু কালাম ব্যবসা করার কথা বলে নিজে জামিনদার হয়ে আমাকে দিয়ে ব্র্যাক ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলন করে এবং পরে তা আত্মসাৎ করে। এ টাকা ছাড়াও বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে আমার কাছ থেকে এই পর্যন্ত তিন লক্ষ টাকা নেয়। সে টাকা নিয়ে প্রায় সময় সংসারে ঝামেলা করত। ব্র্যাক ব্যাংকের কিস্তির টাকা সহ সংসার খরচ চাইলে সে আমার উপর নানান ভাবে নির্যাতন করতো।

গত বছরের ১ ডিসেম্বর আমার স্বামী আবু কালাম বাড়িতে আসার কথা বলে আমাকে জাজিরা সাত্তার মিয়ার কাজী অফিসে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে ঘুটঘুটে অন্ধকারের ভিতর আমার স্বামী আবু কালাম তার ভাড়াটিয়া লোকদেরকে নিয়ে এবং সাত্তার কাজীর সহকারি কাজী শামসুল হকের মাধ্যমে দেশীয় ধারালো অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে দস্তখত নেয়। পরে আমাকে একা রেখে ওখান থেকে দলবল নিয়ে পালিয়ে যায়। পরের দিন জানতে পারি আবু কালাম আমার কাছ থেকে খোলা তালাক নামা কাগজে দস্তখত রাখে। একথা জানার পর আমি সঠিক বিচার পাওয়ার জন্য জাজিরা থান এবং শরীয়তপুর আদালতের শরণাপন্ন হতে বাধ্য হই।

জাজিরা কাজী অফিসের সাত্তার কাজী গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা আমি ওই সময় ঢাকা ছিলাম। আমার সহকারি কাজী শামসুল হক এ কাজ করেছেন। পারভিন আক্তার আমার ভাতিজি হয় আমি থাকলে এ কাজ কখনোই হতে দিতাম না।

উখিয়ায় অন্যের জমি জবর দখলের চেষ্টা দুর্বৃত্তদের, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥

কক্সবাজারের উখিয়ায় জোরপূর্বক অন্যের জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। জবরদখলকারীরা সন্ত্রাসী, ডাকু প্রকৃতির তাই জীবনের নিরাপত্তা চেয়ে ৩০ আগস্ট উখিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

 

জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া বড়ুয়াপাড়া এলাকার অজয় কুমার বড়ুয়া’র স্ত্রী পরমিতা বড়ুয়ার ক্রয় সূত্রে ৫ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে অভিযুক্তরা। যা ১৯৯২ সালের ৫ মে উক্ত জমিটি ৫৪৬নং কবলামূলে একই এলাকার মৃত প্যারী মোহন বড়ুয়ার ছেলে সতীন্দ্র লাল বড়ুয়ার নিকট থেকে খরিদসূত্রে পরমিতা বড়ুয়া মালিক হয়ে সুপারি বাগান সৃজন শান্তিপূর্ণ ভোগদখলে রত আছি। যার সৃজিত খতিয়ান ২১৮৪ এর ৭০৯১নং দাগে চুড়ান্ত প্রচার আছে।

 

ঘটনার দিন জালিয়াপালং পূর্ব পাইন্যাশিয়া এলাকার মৃত বিজয় বড়ুয়া’র ছেলে সুধীর বড়ুয়া (৪৮) ও তার সৎ ভাই সবুজ বড়ুয়াসহ সংঘবদ্ধ দল একযোগে জমি দখলের চেষ্টা করে। এ সময় কেউ বাধা দিলে তাকে খুন করে লাশ গুম করা হবে বলেও প্রকাশ্যে হুমকি ধমকি দেয় বলে অভিযোগে প্রকাশ।

 

প্রাণভয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে অভিযোগকারী সুবর্ণ বড়ুয়া জানান, অভিযুক্ত সুধীর বড়ুয়ার একজন খুনি ও মাদক মাদককারবারী। সে ইতোপূর্বে ইয়াবাসহ চট্টগ্রামে আটক হয়েছিল। তাছাড়া সে রত্নাপালংস্থ কোটবাজার উত্তর স্টেশনের বাসিন্দা প্যাচুক্রো নামে এক অটো চালককে খুন করে তার স্ত্রী মানিকপতিকে নিয়ে পালিয়ে কুতুপালং এলাকায় আশ্রয় নেয়।

 

অভিযুক্ত সুধীর বড়ুয়ার বিরুদ্ধে এর আগেও উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি এবং খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ করেন প্রধান শিক্ষিকা অনিমা দাশ। ওই অভিযোগে তার বিরুদ্ধে ইয়াবা কারবারে সম্পৃক্ততা এবং মাদকের টাকায় বেপরোয়া আচরণের কথা উল্লেখ করা হয়।

 

এ ব্যাপারে অভিযুক্ত সুধীর বড়ুয়ার মুঠোফোনে (০১৮২৪৯৫৭৮৮৬) যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পিতার মৃত্যু পরবর্তী ১৫ শতক জমির জন্য আমি আদালতে মামলা করেছি। যা আমার পক্ষে এসিল্যান্ড, চেয়ারম্যান রায় দিয়েছে। এ সময় তার মাদক সংশ্লিষ্টতা ও এক ব্যক্তিকে খুনের বিষয়টি সত্য কিনা জানতে চাইলে অভিযুক্ত সুধীর বড়ুয়া ও তার ছেলে মুঠোফোনে এ প্রতিবেদককে ফোনে শাসিয়ে ব্যক্তিগত বিষয়ে জানা সাংবাদিকের কোন অধিকার নেই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানিয়েছেন, ইতোপূর্বে বিষয়টি মীমাংসা করা হয়। অহেতুক সুধীর বড়ুয়া গং এটা নিয়ে বেআইনী ভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে।

 

এ ব্যাপারে উখিয়া থানার ডিউটি অফিসার মীর আরিফ জানান, জমি দখলের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় ওসি (তদন্ত) এর বরাত দিয়ে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গের চেষ্ট করলে তাদের কঠোর ভাবে দমণ করা হবে।