র‍্যাবের হাতে গ্রেফতার ইভ্যালির রাসেল ও তার স্ত্রী

নিউজ২৪লাইন:
, ঢাকা- অর্থ আত্মসাতের মামলার দিনই আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে রাসেলের বাসায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল মিডিয়ার পরিচালক খন্দকার আল মঈন।

র‌্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির চেয়ারম্যান ও এমডিকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের বাসা থেকে বের করে আনা হবে। এরপর বিস্তারিত জানানো হবে সাংবাদিকদের।
গুলশান থানায় বৃহস্পতিবার সকালে রাসেল ও নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাটি করেন আরিফ বাকের নামে ইভ্যালির এক ভুক্তভোগী গ্রাহক। মামলায় পণ্য কেনার জন্য অর্ডার করে নির্ধারিত অঙ্কের টাকা জমা দিয়েও পণ্য না পেয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ মে ও জুন মাসের বিভিন্ন সময়ে ইভ্যালিতে মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তারা দেয়নি। ইভ্যালির কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললে খারাপ ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির সিইও রাসেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সঙ্গে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে।

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়: ওবায়দুল কাদের

নিউজ২৪লাইন,
ঢাকা- শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

বিএনপির কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।

তিনি বলেন, কোনও মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না; এ কোন ধরনের অভিযোগ?

ওবায়দুল কাদের জানতে চান- তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?

তিনি বলেন, মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল। তারা রাজনীতির মাঠে নেই, করোনায় মানুষের পাশে নেই। নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে। এটি তাদের রেওয়াজে পরিণত হয়েছে।

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।

বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। তারা স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট; তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

সরকারের আচরণে নাকি বিএনপি নেতাদের মনে হয় এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক- এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল; রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো- তখন কি মগের মুল্লুক মনে হয়নি? আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল।
ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোন স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?

ডামুড্যায় থানা পুলিশের ব্যতিক্রমি আয়োজনে “ শিক্ষার্থী বন্ধুসভা “

নিউজ২৪লাইন:

অবশেষে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১২ সেপ্টেম্বর রোববার থেকে শিক্ষাঙ্গন খুলে দেয়া হয়েছে। বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা।
২০২০ সালের ১৭ ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান মহামারী করোনা ভাইরাস জনিত কারনে বন্ধ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইনে পড়াশোনা চালিয়ে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছিল।

শহুরে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পেলেও মফস্বল ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সে সুযোগ ডিভাইস ও ইন্টারনেট এর অভাবে খুব কমই পেয়েছে। তাই সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়ায় প্রানোচ্ছল রুপে ফিরেছে শিক্ষাঙ্গনগুলো।

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার জয়ন্তী নদীর তীরে গড়ে উঠা সরকারি পূর্ব মাদারীপুর কলেজটি শরীয়তপুর জেলার সবচেয়ে প্রাচীন স্বনামধন্য ও ঐতিহ্যবাহী একটি কলেজ। এই কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন প্রানের আবেগ ও ভালোবাসা দিয়ে। উৎসব উৎসব আমেজ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ক্লাসে শুরু হয়েছে পাঠদান প্রক্রিয়া।

করোনাকালীন এই দুঃসময়ে ছাত্র ছাত্রী তথা শিক্ষার্থীদের মাঝে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি কল্পে অফিসার ইনচার্জ (ওসি) ডামুড্যা থানা শরীফ আহমেদ আজকে একটি ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গনে “পুলিশ -শিক্ষার্থী বন্ধুসভা ” এর আয়োজন করেন।

এই কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোঃ জহির উল্লাহ সাহেবের সভাপতিত্ব ও প্রাণবন্ত সঞ্চালনায় উৎসব মুখর পরিবেশে “পুলিশ – শিক্ষার্থী বন্ধুসভাটি ” অনুষ্ঠিত হয়। “পুলিশ জনগণের দুঃসময়ের বন্ধু।” মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের জনপ্রিয় স্লোগান, ”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ” “আপনার পুলিশ আপনার পাশে,তথ্য দিন সেবা নিন।”

এসব বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন চমৎকার ও প্রাণবন্ত এই বন্ধুসভায়। কলেজ ছাত্র ছাত্রীগণ প্রাণ ভরে উপভোগ করেন পুলিশ – শিক্ষার্থী বন্ধুসভার মনোমুগ্ধকর এই মুহূর্ত গুলো।

বন্ধুসভার আড্ডায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, নিরাপত্তা, করোনা ভাইরাসসহ নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা হয়। ওসি ডামুড্যা থানা মহোদয় এসব গুরুত্ব দিয়ে শুনেন এবং শিক্ষার্থীদের যেকোন ধরনের দুর্দিনে বন্ধু হয়ে পরম মমতায় পাশে থাকবেন এবং আইনী সহায়তা প্রদান করবেন বলে ঘোষণা দেন।

পুলিশ -শিক্ষার্থী বন্ধুসভাটি সত্যিকার অর্থে থানা পুলিশের সাথে ছাত্র-ছাত্রীদের একটি অভিনব মিলন মেলায় পরিণত হয়েছিল। যেখানে পুলিশ এবং শিক্ষার্থীগণ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একাকার হয়ে গিয়েছিল। আলোচনা, আড্ডা, ছবি তোলা, হাসি, গল্পগুজব এসব নানান মজাদার বিষয়ের মধ্য দিয়ে শেষ হয় আজকের ব্যতিক্রমী ধারার” পুলিশ -শিক্ষার্থী বন্ধুসভা।

“অনলাইন ডেস্ক :

বাফুফের উন্নয়ন কমিটির সদস্য হলেন কাউন্সিলার নাছির

বাফুফের উন্নয়ন কমিটির সদস্য হলেন কাউন্সিলর নাছির
সরেজমিনবার্তা | নিউজ টি ০ দিন ২১ ঘন্টা ৭ সেকেন্ড আগে আপলোড হয়েছে। 990

নিউজ২৪লাইন:
বাফুফের উন্নয়ন কমিটির সদস্য হলেন কাউন্সিলার নাছির বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়ন কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড জননন্দিতও জনপ্রিয় কাউন্সিলর মোঃ নাছির।ছোট বেলা থেকেই তিনি ফুটবল খেলাধুলায় সাচ্ছন্দ্য বোধ করতেন।

ছাত্রজীবনে বিভিন্ন স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব ভালো খেলা উপহার দিয়েছেন উপভোগকারীদের ছিনিয়ে নিয়েছেন অনেক পুরস্কার।

এরপর যুবলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে দাপিয়ে বেড়িয়েছেন রাজপথ। রাজনীতিতে ব্যস্ত সময়ের জন্য খেলোয়াড় হিসেবে কোন ফুটবল ক্লাবের তালিকায় নাম অন্তর্ভুক্ত না করলেও অসংখ্য ক্লাবের নীতিনির্ধারণী পর্যায়ে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন।

প্রতিবছর ক্লাবগুলোতে তার নামে ফুটবল খেলার আয়োজন করা হয়। বিভিন্ন ক্লাবের দল গুলো উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।২০ নং ওয়ার্ডের বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলোকে তাদের বিনোদন মুখী ভালো খেলা উপহার দিতে সার্বিক সহযোগিতা করেন তিনি।

খেলাধুলার প্রতি তার অগাধ উৎসাহ থাকায় খেলাধুলায় আগ্রহী ব্যক্তিদেরকে সকল প্রকার সহায়তার হাত বাড়িয়ে দেন। সমাজ সেবা রাজনীতির পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সংগঠনকে সম্পৃক্ত থাকায় বিভিন্ন খেলার মাঠ বেদখলে প্রতিবাদে মহাখালীতে মাঠ রক্ষার্থে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে ৷উল্লেখ্য (গত ১৩ সেপ্টেম্বর)বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্বাক্ষরিত নিয়োগপত্র পাওয়ার পর মোঃ নাছির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৷

উক্ত বিষয় কাউন্সিলর নাছির সাহেবের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান বাফুফের সদস্য নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিকৃতজ্ঞ জ্ঞাপন করেন৷

শরীয়তপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ নজরুল ইসলাম

শরীয়তপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬সেপ্টেম্বর সকাল ১১টায় শরীয়তপুর জজকোর্ট সংলগ্ন অনলাইন এন্ড প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার অনলাইন এন্ড প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন’র সভাপতি ফিরোজ খান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা শাখা’র সভাপতি (আরজেএফ)এডভোকেট মাসুদুর রহমান এবং জেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ও প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন অারজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ৷

নারীর শ্লীলতাহানি: চিত্ত রঞ্জন দাস আ.লীগ থেকে বহিষ্কার

নিউজ২৪লাইন:, ঢাকা- রাজধানী ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিঠির জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি নিজ কার্যালয়ে এক তরুণীকে চিত্ত রঞ্জন দাস শ্লীলতাহানি করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন আওয়ামী লীগের এই নেতা। ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে চিত্ত রঞ্জন দাস জামিন পান।

তবে চিত্ত রঞ্জন দাস এই ভিডিওকে নাটকের সংলাপ বলে দাবি করেন। তিনি জানান, তার এলাকার বরদেশ্বরী মন্দিরে এটি চিত্রায়িত।