মামলা থেকে জামিন পেয়ে যুবলীগ নেতার মোটর বাইক র‍্যালি ও আলোচনা সভা।

আমান আহম্মেদ সজিব// শরীয়তপুরঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ইদ্রিস আলী মাদবর এর ছেলে সখিপুর থানা যুবলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য ও থানা মুক্তিযোদ্ধা কমান্ড সাধারণ সম্পাদক ওয়ালিদ মাদবর হত্যা মামলা থেকে জামিন পাওয়ায় তার সমর্থকদের এলাকায় জুড়ে মোটর বাইক এর শোভা যাত্রা
ও ঘটনার বিষয়ে এলাকা বাসীকে অবগত করার জন্য আলোচনা সভার আয়োজন করেছে।

(১৭সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটর বাইক সোডাউন শেষে তার নিজ বাড়িতে এ আলোচনার কাজ সম্পুর্ন করা হয়।

এসময় তার বিরুদ্ধে ধায়েরকৃত মামলাকে মিথ্যা আখ্যায়িত করে ওয়ালিদ মাদবর বলেন আরশিনগর ইউনিয়ন এর বাসীন্দা মোবারক পাঠানের ছেলের সামাজিক অনুষ্ঠানে আমি না গেলে
সেই অনুষ্ঠানে কেউ যাবেনা। পরে আমাকে জোর করে
যাবার জন্য। (০১ আগস্ট) রবিবার সকালে জাহাঙ্গীর বেপারীর ট্রলারে ১৭ থেকে ১৮ জন লোক নিয়ে মোবারক পাঠানের ছেলের শশুর বাড়ির একটি সামাজিক অনুষ্ঠানে গাছচর নামক জায়গায় যাই ।

তিনি আরো জানান আমরা সেই সামাজিক অনুষ্ঠান থেকে ট্রলারে ফেরার সময় পানি অল্প থাকায়। আমাদের ট্রলারটা মাটিতে আটকে বেশ কয়েক বার ট্রলার বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ওরা ট্রলার হতে নেমে ধাক্কা দিয়ে চলতে সহায়তা করে। কিন্তু এক পর্যায়ে ট্রলারের পাখা ভেঙ্গে যায়। তারপর ঐ ভেঙ্গে যাওয়া পাখা ঠিক করতে নূর মোহাম্মদ যাবার সময় পা পিছলে পরে গিয়ে অচেতন হলে। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু ডাক্তার বলেন,তিনি মারা গেছেন। পরে আমরা লাশ নিয়ে নুর মোহাম্মদ খালাসীর বাড়িতে এসে দাফনের ব্যবস্থা করি। তার সুত্র ধরে ১০ জন কে আসানী করে বিজ্ঞ চীফ জিডিসিয়াল ম্যাজিঃ আমলী আদালত গোসাইরহাট শরীয়তপুর ধারা ৩০২/ ১০৯/ ৫০৬(!!)/ ৩৪ পেনাল কোড। আমাদের বিরুদ্ধে মামলা ধায়ের করে। যারা ঐ ট্রলারে ছিলোনা তাদের বিরুদ্ধে ও মামলা দেওয়া হয়।

এসময় অনান্যদে মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা
মাষ্টার ইদ্রিস আলী মাদবর। তিনি জানান আমার ছেলে ওয়ালিদ মাদবর সহ যে কয়েকজন কে মামলা দেওয়া হয়েছে সকলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারণ সম্পাদক দুলাল সৈয়াল।

মনেয়ার হোসেন মানিক মাঝী।
ও দিদারুল শিকদার বলেন
ওয়ালিদ মাদবর সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন,, দুলাল সৈয়াল সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শরীয়তপুর।
ফারুক আলম রারী সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শরীয়তপুর,
তপু সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
পালং শরীয়তপুর, রাহিমা আক্তার সভাপতি সখিপুর থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সুরুজ উকিল সহ-সভাপতি সখিপুর থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিবি হাওয়া সদস্য সখিপুর থানা আওয়ামীলীগ, আরশিনগর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আকলিমা, মাকসুদা বেগম সভাপতি আরশিনগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ, নাদিরা বালা সাধারণ সম্পাদক আরশিনগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ,
আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ও ছাত্রলীগ,যুবমহিলালীগ সহ আরশিনগর ইউনিয়ন এর জনসাধারণ প্রমুখ।

লালমনিরহাটের দহগ্রামে দুই রোহিঙ্গা আটক

নিউজ২৪লাইন:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আনস (২২) ও সেতুফা (১৮) নামে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দহগ্রাম ছিটমহল হতে তাদের উদ্ধার করে নিয়ে যায় পাটগ্রাম থানা পুলিশ।

আটক দুই রোহিঙ্গার হলেন, মায়ানমারের মন্ডু জেলার কুরহালি থানার নয়াপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে আনস (২২)। তার মায়ের নাম দিনুয়াছ। এবং একই এলাকার ওসমান গনির মেয়ে সেতুফা (২২) তার মায়ের নাম সেনোয়ারা বেগম। তারা ২০১৭ সালে বাংলাদেশে আসে।

কক্সবাজারের টেকনাফ এলাকায় মুন্সিপাড়া ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের বাবা-মা ও ভাইবোনদের সাথে তারা থাকেন। সর্ম্পকে তারা মামাত ও ফুপাত ভাইবোন হন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আনসের বড় ভাই সাকের নেপালে থাকেন। সাকেরের কাছে যাবার জন্য গত ২দিন আগে তারা কক্সবাজার হতে লালমনিরহাটের পাটগ্রামে আসে। এরপর শনিবার রাতে দালালের মাধ্যমে তারা দহগ্রাম দিয়ে ভারতে প্রবেশও করেন। এসময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে আটক করে মারপিট করে আবারও দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দু’জন রোহিঙ্গাকে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আফগানিস্তান: শুধু ছেলেদের জন্য খুললো মাধ্যমিক স্কুল, মেয়েরা বাদ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও সেখানে থেকে মেয়ে শিক্ষার্থীদের বাদ দিয়েছে তালেবানরা। শুধু ছেলে এবং পুরুষ শিক্ষকরাই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছে।

স্কুলছাত্রীরা বিবিসিকে বলেছে, তারা না ফিরতে পেরে ভেঙ্গে পড়েছে। “সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে,” একজন বলেন।

গত মাসে ক্ষমতার দখল নেয়া তালেবান কর্মকর্তারা বলেছেন যে, তারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কাজ করছেন।

শনিবার আফগান স্কুলগুলি নতুন করে খোলার আগে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “সব পুরুষ শিক্ষক এবং শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া উচিৎ।”

মাধ্যমিক স্কুলগুলি সাধারণত ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য, এবং বেশিরভাগই আলাদা।

আফগানিস্তানের সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সি তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে বলেছিল যে, মেয়েদের স্কুল খুলবে। তিনি বলেছিলেন, কর্মকর্তারা বর্তমানে স্কুল খোলার “প্রক্রিয়া” এবং শিক্ষকদের বিভাজনসহ নানা বিষয় নিয়ে কাজ করছেন।

মুখপাত্র বিবিসিকে বলেছেন যে, কর্মকর্তারা বয়স্ক স্কুলছাত্রীদের জন্য পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা করছেন।

শনিবার স্কুলছাত্রী এবং তাদের অভিভাবকরা বলেছিলেন যে, সম্ভাবনা খুবই বিবর্ণ।

“আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত,” একজন আফগান স্কুল ছাত্রী বলেছিলেন যিনি একজন আইনজীবী হতে চেয়েছিলেন।

“সবকিছু খুব অন্ধকারাচ্ছন্ন লাগছে। প্রতিদিন আমি ঘুম থেকে উঠি এবং নিজেকে জিজ্ঞেস করি কেন আমি বেঁচে আছি? আমার কি ঘরে থেকে অপেক্ষা করা উচিৎ যে কখন কেই এসে দরজায় কড়া নেড়ে আমাকে বিয়ে করতে বলবে? এটা কি একজন নারী হওয়ার উদ্দেশ্য?”

তার বাবা বলেছিলেন: “আমার মা নিরক্ষর ছিলেন এবং এর জন্য আমার বাবা তাকে ক্রমাগত তুচ্ছতাচ্ছিল্য করতো এবং তাকে গর্ধব বলে ডাকতো। আমি চাই না যে আমার মেয়ে আমার মায়ের মতো হোক।”

“আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম! সেই স্বপ্ন এখন শেষ হয়ে গেছে। আমার মনে হয় না যে, তারা আমাদেরকে আবার স্কুলে যেতে দেবে। এমনকি তারা আবার উচ্চ বিদ্যালয় খুললেও, তারা চায় না যে নারীরা শিক্ষিত হোক।”

ভেদরগঞ্জ সমাজসেবার পক্ষ থেকে ভিক্ষুক দের মাঝে নগদ অর্থ প্রদান ও পূর্নবাসনের প্রতিশ্রুতি

আমান আহম্মেদ সজিব //
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়নের বাসিন্দা ভিক্ষুক জয়নব বেগম কে ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় তত্ত্বাবধানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে
(১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ভিক্ষুক জয়নবের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা নগত অর্থ প্রধান করা হয়। এবং পূর্নবাসনের ব্যবস্থা করে দেয়া হবে বলে জানান। ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফজলুল বারী,
ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস বিশ্বাস, বিএম আব্দুল মান্নান তুহিন সমাজসেবা কার্যালয় শরীয়তপুর, মোহাম্মদ কাদের অফিস সহকারী সমাজসেবা কার্যালয় শরীয়তপুর।
মোঃ শাহজালাল মাল চেয়ারম্যান দক্ষিণ তারাবুনিয়ায় ইউনিয়ন পরিষদ।
জুবায়ের হোসেন সোহেল মোল্লা দক্ষিণ তারাবুনিয়া সমাজসেবা অফিস।

এসময় ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন আমরা খবর পেয়ে আজকে জয়নব বেগম কে ভেদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় তত্ত্বাবধানে জাতীয় সমাজসেবা কল্যাণ পরিষদের অর্থায়নে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এবং তার পুনর্বাসনে ব্যবস্থা করে দেওয়া হবে। জয়নাবকে যেন আর বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতে না হয়। এরকম যদি আর কেউ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদেরকে ও পুনর্বাসনের ব্যবস্থা এবং আর্থিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

ফরিদপুরে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টিটুল মোল্লা ফরিদপুর :
ফরিদপুরে ১ হাজার পাঁচ পিচ ইয়াবাসহ রবিন আহম্মেদ সোহেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় আটককৃতের কাছে থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৩ হাজার টাকা জব্দ করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদরের বদরপুর এলাকার মাগুরা-ফরিদপুর মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সোহেল নরসিংদীর শিবপুরের ভাল্লাকান্দা গ্রামের ইব্রাহিম আহম্মেদের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, আটককৃত সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাগুরা-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।