শরীয়তপুরে পরিবহন শ্রমিক লীগের প্রধানমন্ত্রী ৭৫ তম জন্মদিন পালন

নিউজ২৪লাইন:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন ও শরীয়তপুর জেলা শাখার জাতীয় পরিবহন শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাংলাদেশ আওয়ামী লীগ এর শরীয়তপুর জেলা শাখার অন্যতম সদস্য শরীয়তপুর পৌরসভার সাবেক সফল মেয়র পালং জাজিরার গণমানুষের নেতা মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় নেতারা বলেন বাংলাদেশ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের উন্নয়ন মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশের উন্নয়ন হচ্ছে যাহার ধারাবাহিকতায় দক্ষিণবঙ্গের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

জাজিরার আলোচিত অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল,বাদী অসন্তুষ্ট

নিউজ২৪লাইন:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালের চর ইউনিয়নের দরি কান্দি গ্রামের ফারুক দরির ছোট মেয়ে নবম শ্রেণি পড়ুয়া ইরানী আক্তারকে অপহরণ করেন একই এলাকার মজিদ দরি ও তার মেয়ে বর্ষা আক্তার এই অভিযোগের ভিত্তিতে জাজিরা থানায় একটি মামলা করতে আসেন ফারুক দড়ি। পুলিশ ফারুক দড়ির মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসাবে নেয়। তারপর পুলিশ অনেক খোজাখুজি করে ইরানী আক্তার কে ঢাকার মোহাম্মদপুর থেকে উদ্ধার করে।পুলিশ যখন ইরানী আক্তার কে উদ্ধার করেন তখন অভিযুক্ত বর্ষাকে তার সাথে পায়। তারপর পুলিশ ইরানীকে পালেরচর ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় তার বাবা মার হাতে তুলে দেন।
এরপর শরীয়তপুর কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার আইনে একটি অপহরন মামলা করেন ফারুক দড়ি। অভিযোগ টি আমলে নিয়ে সংশ্লিষ্ট বিচারক জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্তপুর্বক প্রতিবেদন দিতে আদেশ দেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন দেন, পরে ফারুক দড়ি উক্ত চুড়ান্ত প্রতিবেদনের বিপক্ষে না রাজি দিলে কোর্ট না রাজি মঞ্জুর করে ডিবিতে তদন্ত দেন। ডিবি পুলিশ তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন।
এখন ইরানী আক্তার ও তার পরিবারের সদস্যদের কথা হলো তাহলে কি ইরানী আক্তারকে কেউ অপহরণ করেনি। তদন্ত অফিসারেরা কেন বারেবারে চুড়ান্ত প্রতিবেদন দেন।
ফারুক দড়ি বলেন, আমার মেয়ের সাথে আরেক জন ঢাকা থেকে উদ্ধার হয়েছে, এটা কি মিথ্যা। তাছাড়া আমার মেয়ের অপহরণের অভিযোগের ভিত্তিতে মজিদ দড়ি পুলিশ দ্বারা গ্রেফতার ও হয়। তাহলে বারবার কেন তদন্ত অফিসার ঘটনা মিথ্যা এই মর্মে চুড়ান্ত প্রতিবেদন দেন। তাহলে আমরা গরীব অসহায় বলে কি সুষ্ঠু বিচার পাবো না। আপনারাই বলুন এখন আমার মেয়ে নিয়ে আমি কোথায় গেলে বিচার পাবো। আমি আদালতে নারাজি দেবো, কোর্টকে বলবো এবার যেন পিবিআই কে তদন্ত দেয়।
ভিকটিম ইরানী আক্তার বলেন,ওরা আমার উপর অনেক শারীরিক ও মানসিক নির্যাতন করছে।ওরা আমাকে শারীরিক নির্যাতন করে আমার কাছ থেকে জোড় করে ভিডিও স্বীকারোক্তি নিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার

বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার (০২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

 

সিআইডি জানায়, শুক্রবার (১ অক্টোবর) সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

এর আগে (৩০ সেপ্টেম্বর) ভাটারা থানায় সাইফুলসহ ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

মামলায় ১০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

 

মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেয়। এই টাকা যাতে বিদেশ পাচার হতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। মামলায় আসামিরা কিভাবে জড়িত রয়েছে, বিপুল পরিমাণ অর্থ কিভাবে সংরক্ষণ করেছে তার বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদকে মামলার তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।