সততা,ন্যায়-নীতি আদর্শের এক প্রতিচ্ছবি জনাব মোঃ হাবিবুর রহমান ঢালী

নিউজ২৪লাইন:
সততা,ন্যায়-নীতি আদর্শের এক প্রতিচ্ছবি জনাব #মোঃ হাবিবুর রহমান ঢালী।
#আওয়ামী’লীগের চরম দু:স্বময়ে,শরীয়তপুরে যখণ গুটিকয়েক লোক আলোর অন্তরালে, রাজপথের ব্যাক-সাইডে নৌকার সমর্থন করতো, ঠিক তখনি জনাব হাবিবুর রহমান ঢালীকে রুদ্রকর ইউনিয়নের সভাপতির দ্বায়িত্ববার দেন তার রাজনৈতিক শিক্ষাগুরু আঃ রব স্যার।যুবক বয়সেই তিনি এতো বড় দ্বায়িত্ব গ্রহণ করে আজ অবদি দীর্ঘ ৩৮ বছর ধরে রুদ্রকর ইউনিয়নে দলের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।
২০১১ সালে রুদ্রকর ইউনিয়নে আওয়ামী লীগের দলের সর্মথনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন,তখন তিনি তার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব আঃ রব মুন্সি স্যারের সাথে রাজনীতি করতেন,কিন্তু ইউনিয়নের উন্নয়ন করার জন্য তিনি আঃ রব স্যারের অনুমতি নিয়েই বিএম মোজ্জামেলের সাথে রাজনীতি করতে থাকেন।
২০১৬ সালে ইউনিয়ন নির্বাচনে জনাব হাবিবুর রহমান ঢালীকে নৌকা প্রতিক দেওয়া হলো না,কিন্তু ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ সেটা মেনে নিতে পারেনি বলে,হাবিব ঢালীকে নির্বাচন করতে বাধ্য করে রুদ্রকর ইউনিয়ন বাসি, সে নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

#তিনি তার জিবনের প্রতিটি সময় মুর্হুত্ব তিনি দলের জন্য ও ইউনিয়ন বাসির জন্য ব্যয় করেছেন।আসলে এটাই কি তার অপরাধ ছিলো?

#আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের হাই কমান্ডের নির্দেশ গতো নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে ছিলেন তাদের এবার নৌকা প্রতিক দেওয়া হবে না।দলের এই সিন্ধান্ত কি যোক্তিক?
যে ব্যাক্তিকে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এখনো চাচ্ছে,কিন্তু দলের সিন্ধান্ত আর তৃণমূলের সিন্ধান্ত তো মিলছে না।কি করবে তৃণমূল কর্মীরা???
#আওয়ামী লীগ থেকে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন, দলের সাথেই আছেন এবং জনপ্রিয়তায় সবার থেকে শীর্ষে তাদের কেই নমিনেশন দেওয়া হোক।
নয়তো জনপ্রিয় তৃণমূল আওয়ামী লীগের মনে অভিমানী ছায়া বসলে নিজ দলেরি ক্ষতি হবে।

#একজন সৎ আর্দশবান জনপ্রিয় নেতা কেই দলের আলোর প্রদীপ টি দেয়া হোক।
নয়তো তৃণমূল কর্মীরা আবারো প্রমাণ করবে জনপ্রিয় ব্যক্তিই জনাব হাবিবুর রহমান ঢালী।
(কপি পেস্ট বাই আঃ রহমান)

আপত্তিকর অবস্থায় দেখে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে মারলেন স্বামী

নিউজ২৪লাইন:, রংপুর- রংপুরের পীরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। শনিবার রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় তার স্বামী দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন এবং তার স্ত্রীকেও মারধর করেন।

পরে আশপাশের লোকজন টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামীকে ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সেই সাথে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ টংগিবাড়ী শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে গোলটেবিল ও আলোচনা সভা

নিউজ২৪লাইন:
নিরাপদ সড়ক চাই সংগঠনের স্লোগানে গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাধ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে ফ্রেন্ডস কিচেন পার্টি প্যালেস (মুন্সীগঞ্জ) সম্মেলনে কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই টংগীবাড়ী উপজেলা শাখার উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এম জামাল হোসেন মণ্ডল।
সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রাসেল মনির।

বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.সামসুন নাহার শিল্পী, ট্রাফিক ইন্সপেক্টর (সদর) শাহ আলম, সুজন সুশাসনের জন্য নাগরিক (সনাক) সাধারণ সম্পাদক অ্যাড. জানে আলম প্রিন্স।

হাঁটি হাঁটি পা পা করে ২৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে সংগঠনটি। নিরাপদ সড়ক চাই দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর হতেই পহেলা অক্টোবর থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে নিরাপদ সড়ক চাই সংগঠনটি।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেন বক্তরা। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাইদ সৌরভ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজ মল্লিক, চিফ রিপোর্টার মাসুদ রানা, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সালমান হাসান, নিউজ সেভেন্টি ওয়ান ডটটিভর সম্পাদক জাহাঙ্গীর আলম, কাজী বিপ্লব হাসানসহ নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দ।

একটি হারানো বিজ্ঞপ্তি !

একটি হারানো বিজ্ঞপ্তি !

০২/১০/২১ রোজ শনি বার
সকাল ১০টার সময় মিডফোর্ড হাসপাতাল থেকে হারানো গেছে ।
নামঃ মোসাং রেহেনা খাতুন
গায়ের রং কালো
বয়সঃ ৩২
পিতাঃ ইমাম হোসেন
বর্তমান ঠিকানাঃ
বাসাঃ ১২৬/৫ হাজারীবাগ, ঝাউচর মডেল টাউন, ঢাকা।

স্হায়ী ঠিকানাঃ
গ্রামঃ দক্ষিণ আলগি
উপজেলাঃ হাইমচর
জেলাঃ চাঁদপুর
বর্ডার পোল কয়াল বাড়ি
তার পরনে ছিলো কালো থ্রি – পিচ ।
তিনি দীর্ঘদিন যাবত মানুষিক রোগে আক্রান্ত হওয়ার কারণে মিটফোর্ড মানুষিক বিভাগে ভর্তি করা হয়েছিল। হটাৎ গতকাল সকাল ১০ টার সময়ে সে হাসপাতাল থেকে কাউকে না জানিয়ে না বলে একা বেরিয়ে যায়।
তারপর তিনি আর বাসায় বা হাসপাতালে
ফিরে আসে নাই । আশে পাশে এবংআত্মীয় স্বজনের বাসা সহ
অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায় নাই ।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি এই মেয়েটির সন্ধ্যান পেয়ে থাকেন নিচের নাম্বারে
যোগাযোগের করার অনুরুধ রইলো।
মোবাইল নাম্বারঃ 01754912582, 01709025294