গোসাইরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতিউর রহমান সরকার জনপ্রিয়তায় এগিয়ে

শেখ নজরুল ইসলাম শরীয়তপুর থেকে:
নিউজ২৪লাইন:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নে মতিউর রহমান সরকার জনপ্রিয়তায় এগিয়ে ৷ ইতি মধ্যেই গোসাইরহাট ইউনিয়নবাসী একজোট হয়ে মতিউর রহমান সরকার’কে সাথে নিয়ে প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে ৷ ইউনিয়নবাসীর একটাই শুর মতিউর রহমান সরকার চেয়ারম্যান হিসেবে দরকার ৷

মতিউর রহমান সরকার’র জনপ্রিয়তার বিষয় গোসাইরহাট ইউনিয়নবাসী বলেন- বিগত দিনে কোন চেয়ারম্যানঐ কথা দিয়ে কথা রাখে নাই ! তাই এইবার অার অামরা ভুল করমু না ! বর্তমানে যেই কজন প্রার্থী নির্বাচনে দাড়িয়েছে তাদের মধ্যে মতিউর রহমান সরকার অন্যতম ৷ মতিউর রহমান সরকার’কে অামরা বিগত দিনে সুখে দুঃখে সব সময় পাশে পেয়েছি ৷ তার সাথে সরাসরি মন খুলে কথা বলতে পেরেছি ৷ তার আর্থিক সহায়তায় গরিব অসহায় অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা পেয়েছে ৷ অনেক অসহায় মেয়ের বিবাহ হয়েছে ৷ তিনি তার নিজস্ব অর্থায়নে এই ইউনিয়নে মসজিদ মাদ্রাসা সহ অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন ৷ করোনা কালিন ও দূর্যোগের সময় তিনি তার সাধ্যমত এই ইউনিয়নে সাহায্য সহযোগীতা করেছেন ৷ তিনি শিক্ষিত, ভদ্র, সৎ,চরিত্রবান,দানশীল এবং সাহসী প্রতিবাদি ৷ তাই আমরা এই ইউনিয়নের সার্বিক উন্নতির জন্য মতিউর রহমান সরকার’কে বেছে নিয়েছি ৷

মতিউর রহমান সরকার বলেন-অামি একজন ব্যাংক কর্মকর্তা ছিলাম ৷ আমার চাকরীকালিন অবস্থায় এই ইউনিয়নে দরবার সালিস,সাধারন মানুষকে অাইন হয়রানি,সামাজিক অনুষ্ঠান,দুর্যোগ মহামারি সহ সকল প্রকার সমস্যা সমাধান করার লক্ষে প্রত্যক্ষ ও পরক্ষভাবে কাজ করে গেছি ৷ সেই থেকে অামার চিন্তাধারা অামি চাকরি শেষ করে চেয়ারম্যান পদে নির্বাচন করব ৷ তারঐ ধারাবাহিকতায় অাজকে অামি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি ৷ অামি যদি নির্বাচিত হই তবে গোসাইরহাট ইউনিয়নবাসীকে সাথে নিয়ে গোসাইরহাট ইউনিয়নকে অাধুনিকায়ন করে একটি উন্নয়নের রোল মডেল ইউনিয়ন হিসেবে দেশবাসীর কাজে উপস্থাপিত করব ৷ এবং এই ইউনিয়নে মাদক,সন্ত্রাস,জুয়া সহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব,ইনশাআল্লাহ।

সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী সম্পৃক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 

উখিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে “ গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিক নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীদের সম্পৃক্ত করা হয় এবং এই শর্ত সামনে পুরণের জন্য সংশ্লিষ্ট নতুন আইন যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয় . ” এই দাবী সামনে রেখে ১ নভেম্বর ২০২১  তারিখ রোজ সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা / প্রেস ক্লাব সংলগ্ন সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন নিয়ে একটি মানববন্ধন কর্মসূচী এবং মানববন্ধন কর্মসূচী পালন শেষে স্থানীয় প্রশাসন , রাজনৈতিক দলের প্রতিনিধি , নির্বাচন কমিশন এবং প্রেস ক্লাবের সভাপতি / সাধারন সম্পাদকের নিকট স্মারক লিপি প্রদান করা হয় । উক্ত আয়োজনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধি , সুশীল সমাজের প্রতিনিধি , সাংবাদিক এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে , ২০০৯ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও ) -১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রিয় কমিটিসহ জেলা , উপজেলা , ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটিতে ২০২১ সালের মধ্যে ৩৩ % নারীর প্রতিনিধিত্ব থাকার কথা এবং এই লক্ষ্যমাত্রা ২০২১ সালে অর্জিত হওয়ার কথা । কিন্তু এ ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন , ২০২১ প্রণয়নে কাজ চলছে যেখানে কমিটিসমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়নি । অদ্য আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি কামরুন্নেছা বেবী । এ ছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাচিত নারী প্রতিনিধি মোছা : খুরশিদা বেগম, কামরুন্নেছা, দাবী উত্থাপন করেন নারীনেত্রী তানজিনা নাঈম, জান্নাতুল বকেয়া।  তারা তাদের আলোচনায় স্থানীয়ভাবে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হন , বিশেষ করে তাদের অধিকারসমূহ তারা সঠিকভাবে পাচ্ছেন না , তাদের কর্ম ক্ষেত্রে জেন্ডার সমতার পরিবেশ এখনও তৈরী হয়নি , নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচন করেন । এ ছাড়া তারা দাবী করেন রাজনৈতিক দলের সকল কমিটিতে আরপিও অনুযায়ী ৩৩ % নারীদের সম্পৃক্ত করার বিষয়ে । উক্ত আয়োজনে সহযোগিতা করেন “ অপরাজিতা ” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, “খাঁন ফাউন্ডেশন সংস্থা” ।

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তি পদক(বর্ষ সেরা ব্যাক্তিত্ব)-২০২১ এওয়ার্ড পেলেন মোহাম্মদ আল-আমীন 

ডিএম রবিনঃ

জাতিসংঘ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে “বিশ্ব মানবতায় বাংলাদেশের অবদান” শীর্ষক জাতিসংঘ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, উদ্বোধক জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পারভীন হক সিকদার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রনালয় এছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিববর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে সমাজসেবায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৫ জনকে বিভিন্ন ক্যাটাগরীতে সন্মাননা প্রদান করা হয়।

 

আয়োজকঃ

বাংলাদেশ মানবাধিকার কল্যান সোসাইটি

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি

অগ্রগামী মিডিয়া ভিশন

শু শিক্ষা চাই এর কমিটি ঘোষণা

নিজিস্ব প্রতিবেদকঃ

শিক্ষামূলক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন অবস্থিত শিক্ষামূলক সামাজিক ও স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ের দৃঢ় পরিকল্পনা থেকে নামকরণ করে ২০১৭ সাল থেকে বিভিন্ন শিক্ষামূলক সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।

 

বিগত দিনগুলোতে সংগঠনটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ, করোকালীন মহা-দুর্যোগে জনসচেতনতা মুলক প্রচার প্রচারণা, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার মাক্স বিতরন, প্রতি বছর ঈদে দরিদ্র পরিবারের মাঝে সেমাই চিনি ও খাদ্য সামগ্রী বিতরণ, অতি দরিদ্র শিশুদের ঈদের পোশাক বিতরণ, সহ নানামুখী উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করেছে।

 

গত শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টায় সংগঠনের কার্যালয়ে উপদেষ্টা মন্ডলীদের উপস্থিতি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে চেয়ারম্যান রুমেল ইসলাম শান্ত (বাবু), মহাসচিব মোঃ আমিনুল ইসলাম নাম ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

রাজধানী বাড্ডায় প্রতিপক্ষের আঘাতে গৃহবধূ নিহত

নিজিস্ব প্রতিবেদকঃ

রাজধানীর উত্তর বাড্ডা বেড়াইদ এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবিনার ছেলে তানভীর হাসান মুন্না (২৪) ও তানভীরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।রোববার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টায় রুবিনাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবিনা ২ ছেলের জননী। তার স্বামী শরিফ হোসেন জমির ব্যবসা করেন।

 

রুবিনার ছেলে তানভীর জানান, তাদের বাড়ির দাগ নম্বর ১৪৮৪। বাড়ির এই জমি নিয়ে নিহতের চাচাতো ভাই শহিবুর সঙ্গে তাদের দ্বন্দ্ব ও কোর্টে মামলা চলছে। শহিবুর প্রভাবশালী ও মাদক ব্যবসায় জড়িত। দুপুরে শহিবুর তার তিন ছেলে ফয়সাল, বাদশা ও মিনহাজসহ ১৫-১৬ জনকে নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তাদেরকে মারধর করতে শুরু করলে রুবিনা তাদেরকে বাধা দিতে যায়। তখন তার মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুর। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে।বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়েই আমি হাসপাতালে এসেছি। লাশের সুরতহাল প্রতিবেদন করছি। আমাদের আরেক টিম ঘটনাস্থলে কাজ করছে। এলাকাতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরের এই ঘটনায় এই নারী নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় তার ছেলেসহ আরও দুইজন আহত হয়েছেন।

শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করে ঘরবাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি:আমান আহমেদ সজীব

শরীয়তপুরের আংগারিয়া ইউপি নির্বাচনে সন্তন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকদের উপর হামলা করে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার(২৯ অক্টোবর) আনুমানিক রাত ৮ টার দিকে উত্তর ভাষাণচর এলাকার ইউসুফ ফকিরের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে এ হামলা হয় বলে জানিয়েছে ভূক্তভোগীরা। এলাকার সাধারণ ভোটারদের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারকে দাবিয়ে রাখতেই এ হামলা চালিয়েছে নৌকার প্রার্থী আসমা আক্তার আক্তারের নেতাকর্মীরা।

জানা যায়, ইউসুফ ফকির নতুনহাট বাজারে রওয়ানা করলে প্রথমে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পরে তার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।

রাজ্জাক বেপারী, কাশেম বেপারী, বিল্লাল চোকদার, বাবুল মোল্লা, সোহরাব মোল্লা, কাদের ফকির, মীর হোসেন বেপারী, জুয়েল মোল্লা গংরা এ হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন ইউসুফ ফকিরের মেয়ে সামসুন্নাহার জান্নাত। তিনি আরও জানান, আসমা আক্তারের গাড়িতে দেশীয় অস্ত্র ছিল, তিনি নিজে হুকুম দিয়েছেন কোপাতে। এসময় তারা দুটি ককটেল ফুটিয়ে ঘরের ভেতর থেকে নগদ টাকাও নিয়ে গেছেন।

ইউসুফ ফকির জানান, নতুন হাট বাজারে রওয়ানা করছি, এমন সময় এসে তারা আমাকে কুপিয়েছে।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার জানান, তারা বাজারে রওয়ানা করলে নৌকার লোকজন এসে তাদেরকে কুপিয়ে ঘরবাড়ি ভাঙচুর করছে। আমি ১১ তারিখ পর্যন্ত আল্লাহর কাছে বিচার দিছি।

এবিষয়ে নৌকার প্রার্থী আসমা আক্তারকে মুঠোফোনে কল করলে তিনি সাংবাদিকের ফোন বুঝতে পারলে লাইনটি কেটে দেন। পরে আর তার সাথে যোগাযোগ করা যায়নি।

এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে যথযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন: পরীমণি

নিউজ২৪লাইন:
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি ২৪ অক্টোবর রবিবার হোটেল রেডিসন ব্লুতে ৩০তম বার্থডে পার্টির আয়োজন করেন। নিয়ন আলোয় ঝলমলে তিলোত্তমা ঢাকা। ঘড়ির টিকটিক শব্দে সময় গড়াচ্ছে। এর মাঝেই পাঁচতারকা হোটেলে বসেছে জমকালো আয়োজন। লাল আর সাদা রঙকে প্রাধান্য দিয়ে হোটেলের সাজসজ্জা চোখ ধাঁধানো। জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড ছিল ছেলেদের সাদা এবং মেয়েদের লাল রঙের পোশাক। সেই নিয়ম মেনেই সকলে উৎসবে হাজির হন। সবার চোখে-মুখে উচ্ছল হাসি আর আনন্দ। অতিথিদের সঙ্গে ম্যাচিং করে পরীমনি সেজেছিলেন সাদা ও লাল রঙের মিশ্রণে।

অনেকটা বিমানবালার সাজে ধরা দেন এই নায়িকা। গায়ে ছিল লাল রঙের শার্ট, যেটি পেট বরাবর বাধা। সঙ্গে পরেছিলেন সাদা ধুতির মতো এক ধরনের পোশাক, সেটি আবার লুঙ্গির মতো করে কাছা দেওয়া। অর্থাৎ, উরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোই উদোম। গ্রামঞ্চলে এমন ভাবে লুঙ্গি বেধে কৃষকদের ক্ষেতে কাজ করতে দেখা যায়। অন্যদিকে, নায়িকার মাথায় ছিল লাল-সাদা ওড়না প্যাঁচানো, সঙ্গে পালক। পায়ে লাল জুতা। হোটেল রেডিসন ব্লুতে পরীমনির জন্মদিনের এই জমকালো আয়োজন। তবে শরীরের ঊর্ধ্বাংশের পোশাক বিমানবালার হলেও নিম্নাংশের পোশাক তেমন ছিল না। যে কারণে জন্মদিনের পোশাক নিয়ে ট্রলের শিকার হচ্ছেন এই চিত্রনায়িকা। পোশাকটিকে কেউ বলছেন লুঙ্গি, কেউবা ধুতি।

পরীর ওই পোশাক নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। এবার সেই সমালোচনার জবাব দিলেন তিনি। বললেন, “এই যে আমি ‘গুণিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’’ নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়ার পর আবার পেজ থেকেও শেয়ার করেছেন পরীমণি। তবে কমেন্ট অপশন বন্ধ থাকায় কেউ এতে মন্তব্য করতে পারেননি।

1 2