নরসিংদীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই

নিউজ২৪লাইন:

নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাে দুটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মহেষপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের মহেষপুর গ্রামের হাজী মৃত শাহজাহান মেম্বারের ছেলে মো. মাইনউদ্দিনের বাড়িতে এ অগ্নিকা ঘটে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে ভুক্তভোগীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ছোট ভাই বাহাউদ্দিন।

বাহাউদ্দিন বলেন, সন্ধ্যায় হঠাৎ করে ঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আমাদের সাথে তারাও আগুন নিভাতে ব্যস্ত হয়ে পরে। দীর্ঘ ১ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসে কিন্তু ততক্ষণে ঘরে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র, গহনা, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ১২ থেকে ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সজল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা ফোন পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেই কিন্তু রাস্তার বেহাল দশার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের দেরি হয়। ততক্ষণে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলেও জানান তিনি।

রামুর সালাহ উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন : কাল মঙ্গলবার সকাল ১১টায় জানাযা

নিজস্ব প্রতিবেদক, রামু,

রামু-উখিয়ার আবদুল আলী সিকদার বংশের একাদশ পুরুষ মো. সালাহ উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় রামুর পূর্ব ধেচুয়াপালং নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কা্ল মঙ্গলবার সকাল ১১টায় খুনিয়াপালং বড় ঢেফা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

মরহুম সালাহ উদ্দিন বাবুল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকার মরহুম মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সিকদার মেম্বারের তৃতীয় ছেলে। রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র মাগন আলী সিকদার প্রজন্ম পরিষদের আহ্বায়ক। মো. সালাহ উদ্দিন বাবুল কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কর্মরত ছিলেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, তিন ভাই, সাত বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, সামাজিক অঙ্গন ও রামু-উখিয়ার আবদুল আলী সিকদার বংশে শোকের ছায়া নেমে আসে।

 

পরিবারের সদস্যরা জানান, এক বছর পূর্বে মরহুম সালাহ উদ্দিনের শরীরে দূরারোগ্য রোগ ক্যান্সার সনাক্ত হয়। এরপর তাকে কক্সবাজার, চট্টগ্রাম ও ভারতের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।

 

আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র শোক : রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র একাদশ পুরুষ, মাগন আলী সিকদার প্রজন্ম পরিষদের আহ্বায়ক মো. সালাহ উদ্দিন বাবুলের  মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আবুল মনসুর, সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম চৌধূরী, সহ-সভাপতি ও উখিয়া হলদিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহমুদুল হক সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, অর্থ সম্পাদক ও খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাফর আলম, যুগ্ম সম্পাদক ডা. এম এন আবদুল গফুর সহ আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সদস্যরা।

গরুর গোবর গায়েমেখে দীপাবলী পালন করেছে ভারতের একটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বী উন্মত্ত জনতা

আন্তর্জাতিক ডেস্ক :
মুষ্টি মুষ্টি গরুর গোবর একে অপরকে ছুঁড়ে মেরে দীপাবলী পালন করেছে ভারতের একটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বী উন্মত্ত জনতা। স্পেনের উদ্ভট টমেটো-হার্লিং উদযাপন লা টোমাটিনা উৎসবের অনুরূপ গোমাতাপুরার বাসিন্দারা পরিবর্তে স্নোবাকারের গরুর গোবরের বল ছুঁড়ে মারে।

কর্ণাটক এবং তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্তে অবস্থিত গ্রামের গরুর গোয়ালগুলো থেকে ‘গোলাবারুদ’ সংগ্রহের মধ্য দিয়ে শনিবার গোরেহাব্বা উৎসব শুরু হয়।

একজন পুরোহিত আশীর্বাদ অনুষ্ঠান করার আগে গোবরগুলো ট্রাক্টর ট্রলিতে করে স্থানীয় মন্দিরে নিয়ে আসা হয়। এর পরে গোবর একটি খোলা জায়গায় ফেলে দেওয়া হয়। পুরুষ এবং ছেলেরা সামনের যুদ্ধের জন্য তাদের অস্ত্র প্রস্তুত করছিল।

প্রতি বছর দূর-দূরান্তের শহর থেকে মানুষ গোমাতাপুরায় আসে এবং যারা সেখানে আসে তাদের জন্য এ হট্টগোল যতটা মজার, ততটাই মজাদার স্বাস্থ্য উপকারিতা নিয়ে।
শনিবারের মেলায় আগত কৃষক মহেশ বলেন, ‘যদি তার কোনো রোগ থাকে, তাহলে সে সুস্থ হয়ে যাবে’। কিছু হিন্দু বিশ্বাস করে যে, গরু এবং তাদের উৎপাদিত সবকিছু পবিত্র এবং বিশুদ্ধ।

হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশুদের সর্বোচ্চ সুরক্ষার আহ্বান জানিয়েছেন এবং ভারতের বেশ কয়েকটি রাজ্য দীর্ঘদিন ধরে তাদের জবাই নিষিদ্ধ করেছে।
মোদির দলের সদস্যরা কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই করোনা এবং অন্যান্য রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য গোম‚ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তার সরকার পশুসম্পদ বর্জ্য থেকে টুথপেস্ট, শ্যাম্পু তৈরি এবং মশা নিরোধক উৎপাদনে উৎসাহিত করার চেষ্টা করছে। সূত্র : এএফপি, এবিসি নিউজ।

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

নিউজ২৪লাইন:, ঢাকা- জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই সরকার পকেটমার সরকার। পরপর দু’বার সরকার জনগণের পকেট কেটেছে; একবার ডিজেল-তেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করে।’

শরীয়তপুরে নিজ ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

নিউজ২৪লাইন:
শেখ নজরুল ইসলাম
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দড়িহাওলা গ্রামে গত চার নভেম্বর বৃহস্পতিবার গভির রাতে নান্নু আকন (5০) এর বাড়ির লাকড়ি রাখার ঘরে আগুন লাগে,এতে ঘরে থাকা গাছের লাকড়ি,গোবরের মুঠিয়া সহ পাশে থাকা খেরের পাড়া পুড়ে ছাই হয়ে যায় ! কিন্তু এই অাগুন লাগার বিষয়টিকে কেন্দ্র করে পতিবেসী অানোয়ার হোসেনের স্ত্রী রুনা অাক্তারের বিরুদ্দে মিথ্যা মামলা করা হয়েছে,রুনা অাক্তার ঘটনা ঘটার চার পাছ দিন অাগে থেকেই বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল ৷

বিষয়টি জানার জন্য সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন,একই বাড়ির প্রতিবেসী সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের শিশু কন্যাকে পাসের বাড়ির নান্নু অাকনের ছেলে আবুল হোসেন আকন ধর্ষণের চেষ্টা করলে অানোয়ার হোসেনের স্ত্রী রুনা অাক্তার বাদী হয়ে অাবুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন। মামলা করার পর থেকেই আবুল হোসেন আকন কয়েক মাস পলাতক ছিল। পলাতক থেকে গত 4 নভেম্বর আদালত হইতে জামিন নিয়ে বাড়িতে অাসেন ৷ ঐদিন রাতেই বাড়ির লাকড়ি রাখার ঘরে অাগুন লাগে ৷ অামাদের ধারনা মামলার বিপরিতে মামলা করার জন্যই অাবুল হোসেন অাগুন লাগিয়েছে ৷ ঐদিন ভুক্তভোগী রুনা অাক্তার তার বাপের বাড়ি ছিল ! একজন মেয়ের পক্ষে এত দুর থেকে এসেতো অার অাগুন লাগানো সম্ভব না ৷

রুনা আক্তার এর শাশুড়ি সাহারা খাতুন বলেন,আমার ছেলের বউ কয়েকদিন হল বাপের বাড়িতে বেড়াতে গেছে। আমাগো মামলার আসামি আবুল হোসেন অনেকদিন পলাতক ছিল। এতদিন এই ঘরে কেউ আগুন দিলো না,কালকে জামিন পেয়ে বাড়িতে আসলো অার ঐরাতেই লাকড়ির ঘরে আগুন লাগলো। আবুল হোসেন নিজেই আগুন লাগিয়ে আমার বউকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

প্রত্যাক্ষদর্শী ফোরাদ অাকনের স্ত্রী নাজমা বেগম বলেন,অামরা সবাই ঘুমাইয়া গেছিলাম,হটাৎ অামার মাইয়ায় চিল্লান দিয়া কয় ঘর এস ফর্সা কেন? তখন অামরা বাইরে গিয়া দেহি নান্নু অাকনের লাড়কির ঘরে অাগুন জ্বলতাছে ৷ অামরা সবাইকে ডাকি ৷ তখন ঐখানে অানোয়ারের পরিবারের কাউকে অামরা দেখি নাই ৷

ধর্ষণ চেষ্টা মামলার আসামি আবুল হোসেনের মা বলেন, অামাদের ঘর অাগুনে পুরতেছে এমন সময় অামরা বের হই ৷ তখন আমরা কাউকে দেখি নাই, তবে সন্দেহ হয় আনোয়ারের স্ত্রী রুনা আক্তার আমার লাড়কির ঘরে আগুন দিছে।

এই বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ অাক্তার হোসেন বলেন,এই বিষয়টা নিয়ে একটা অভিযোগ হইছিল ৷ অামরা তদন্ত করছি কিন্তু কোন সত্যতা পাইনি ৷

ধর্ষণের মামলায় সাংবাদিক শাকিলের আগাম জামিন আবেদন

নিউজ২৪লাইন, ঢাকা- ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ। রোববার (৭ নভেম্বর) শাকিল আহমেদের পক্ষে অ্যাডভোকেট আল মাসুদ বেগ এ আবেদন করেছেন।

সোমবার (৮ নভেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে তার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ নভেম্বর তৃণা ইসলাম নামে এক চিকিৎসক বাদী হয়ে গুলশান থানায় ৯-এর ১ ধারায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগ তোলা হয়।

শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনও করেছিলেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনে তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই নারীর সাথে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।