দেশে ফিরে কোথায় গেলেন ড. মুরাদ

  1. নিউজ২৪লাইন:

কানাডা ও দুবাই প্রবেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরেন সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান।

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিকেলে দেশে ফেরার সংবাদ পেয়ে গণমাধ্যমকর্মীরা দুপুর থেকেই ভিড় করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নির্ধারিত বিমানটি তাকে নিয়ে বিকেল ৫ টায় বিমানবন্দরে পৌঁছায়।

 

কিন্তু আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে গোপনে সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর ছাড়েন আলোচিত এই সংসদ সদস্য। তিনি পুলিশের উপস্থিততে একটি প্রাইভেটকারে বিমানবন্দর ত্যাগ করেন।

 

কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে ডা. মুরাদ হাসান কোথায় গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের ভেতরে মুরাদ হাসানকে দেখা গেছে কাঁধে ব্যাগ, হাতে লাল রঙের ট্রলি, মুখে কালো রঙের মাস্ক, জিন্স ও হুডি পড়া অবস্থায়।

 

 

সবার চোখ ফাঁকি দিয়ে শাহজালাল ত্যাগ করেন অশ্লীল বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেওয়া ডা. মুরাদ। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একটি বেসরকারি টেলিভিশনের লাইভে দেখা গেছে ঢাকা মেট্রো-গ ৪৩৩১০৮ নম্বরের গাড়িতে করে চলে যাচ্ছেন মুরাদ হাসান।কিন্তু কোথায় অবস্থান করবেন সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।

 

 

বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন তিনি। কিন্তু কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি তাকে কানাডায় ঢুকতে না দেওয়ায় দুবাই ঢোকার চেষ্টা করেন। সেখানেও ব্যর্থ হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা ছিল মুরাদ হাসানের। কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ফেরেননি ডা. মুরাদ।

অবশেষে আজ রোববার বিকেলে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

 

Rtv

মেম্বার প্রার্থী ওসমান বেপারী জনসমর্থনে এগিয়ে

নিউজ২৪লাইন:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মো ওসমান বেপারি জন সমর্থনে একধাপ এগিয়ে রয়েছেন ৷

সরজমিন ঘুরে বিঝারি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার জন সাধারণের সাথে আলাপকালে তারা বলেন,ওসমান বেপারী,একজন সৎ,নির্ভিক,অাদর্শবান ভাল মনের মানুষ ৷ তিনি ন্যায়পরায়ণ হিসেবে ইতিমধ্যে সবার মন জয় করেছেন ৷ তিনি একজন যোগ্য ও সদালাপি ব্যাক্তি। তাই আমরা আগামী নির্বাচনে মোঃ ওসমান বেপারী’কে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবো ৷

এই বিষয়ে বিঝারি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো ওসমান বেপারী বলেন- বিঝারি ইউনিয়নের মধ্যে অামার নির্বাচনী ১ নং ওয়ার্ডটি সবচেয়ে বেশি অবহেলিত ৷ আমি বিগত দিনগুলোতে ১ নং ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। তাদের ভালবাসা নিয়েই আমি নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমাকে জয়যুক্ত করলে আমি ১নং ওয়ার্ডের যাবতীয় সমস্যা যেমন, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট,জলাবদ্ধতা,মাদক, সন্ত্রাস ইত্যাদির সমস্যা সমাধান সহ সকল প্রকার উন্নয়ণমূলক কাজ করব,ইনশাঅাল্লাহ।

কক্সবাজার বিমানবন্দর সড়ক থেকে মোঃ শাকিল নিখোঁজ

মোঃ শাকিল

মো : শাকিল , পিতা- মো : আব্দুল করিম , মাতা- নুপুর বেগম , বয়স ১৩ সাং- পশ্চিম নতুন বাহারছড়া ০২ নং ওয়ার্ড পৌরসভা , কক্সবাজার । বিগত ২৩ / ১০ / ২০২১ ইং তারিখ শনিবার আবরার মতিনুল উলুম মাদ্রাসা বিমান বন্দর সড়ক কক্সবাজার থেকে নিখোঁজ হয়ে যায়, বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও কোন খোঁজ  খবর না পেয়ে গত ০৯ / ১২ / ২০২১ ইং কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ ছেলেটির মা নুপুর বেগম , ডায়েরী নং -৫৩৪ , কোন ব্যক্তি ছেলেটির সন্ধান দিলে তাকে উপযুক্ত সম্মানী দেওয়া হবে।

যোগাযোগ,

নুপুর বেগম

মোবাইল : ০১৭০৪৮৭২৬৮৩

পশ্চিম নতুন বাহারছড়া , ২ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা , কক্সবাজার ।