প্রথম বারের মতো সগুনা ইউনিয়নের সংরক্ষিত ৬,৭ ও ৮নং (নারী) ওয়ার্ডের প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি

নিউজ২৪লাইন:
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
৫ম ধাপ ইউনিয়ন পরিষদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকার তৃতীয় লিঙ্গের রনি এবার সংরক্ষিত (নারী) ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী। সে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ও মাগুড়া ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: আক্তারুজ্জামান ।
তৃতীয় লিঙ্গের রনি মুঠোফোনে জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার নিকটে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থী হয়েছি আমি।
অপরদিকে একই উপজেলার তালম ইউনিয়নে তৃতীয় লিঙ্গের কাজলী নামের আরেক জন প্রার্থীতা করছেন। তিনি গতবার প্রার্থী করেছিলেন।
এদিকে তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের ত্রিলোচনপুরে সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করে নজরুল ইসলাম ঋতু নামের একজন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাড়াশে তৃতীয় লিঙ্গ ও সাধারন মানুষের মধ্যে বিজয়ী হওয়ার গুনজন চলছে চায়ের দোকান সহ বিভিন্ন হাট ,বাজারে।

জনবিচ্ছিন্ন নেতা কে নৌকা প্রতীক দেয়ায় প্রার্থী পরির্বতনের দাবীতে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নিউজ২৪লাইন:
তাড়াশে জনবিচ্ছিন্ন নেতা কে নৌকা প্রতীক দেয়ায়
প্রার্থী পরির্বতনের দাবীতে
আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
যোগ্যতার ভিত্তিতে তৃণমূলের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীক না দেয়ায় সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক তালুকদার, জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্নসম্পাদক তাজেম রেজা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হান্নান তালুকদার, সাধারন সম্পাদক মেহেদী হাসান, মহিলা আওয়ামী লীগের সভাপতি রহিমা খাতুন, সাধারন সম্পাদক রিতা রানী। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে (নৌকা প্রতিকে) আব্দুল কুদ্দুস সরকারকে মনোনয়ন দেয়া হয়েছে। তাকে মনোনয়ন দেয়ার পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তাই অবিলম্বে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনবিচ্ছিন ও কর্মীহীন ব্যাক্তির মনোনয়ন বাতিলের দাবী জানান তারা।

শরীয়তপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এজ শিশু আহত

নিউজ২৪লাইন:
শরীয়তপুরের সদর উপজেলার আংগাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর ভাসানচর গ্রামের মল্লিক বাড়ির পাসে ফসলি জমি থেকে কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে গরুতর আহত হয়েছেন শিশুটি। আজ বুধবার দুপুরে উপজেলার উত্তর ভাষানচর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনার পরপড়ি, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনা এস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী কাছ থেকে জানা জায় অআহত মাহিম (৬) উত্তর ভাষানচর গ্রামের কুট্টি মল্লিকের ছেলে। আহত মাহিমকে হাজি শরীয়তুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, উত্তর ভাসানচর মল্লিক বাড়ির পাশে ফসলি জমি থেকে শিশু মাহিম খেলার বল মনে করে বাড়িতে নিয়ে আসে এবং হাতবোমাটি পেচানো টেপ খুলতে গেলে তার ডান হাতের ও মুখমন্ডল সহ বুকের বিভিন্ন স্থানে ক্ষত হয়। শিশুটির অব্স্থা গুরুত্বর জনক হওয়ায় তাকে ঢাকা রেপাট করা হয়েছে।

ওসি আরও জানান, বিস্ফোরণের বিকট আওয়াজে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় মা ও গ্রামবাসী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।পুলিশ কর্মকর্তা আক্তার আরো বলেন, ঘটনার আলামত উদ্ধার করা হয়েছে।

1 11 12 13