সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত -০৩

 

নিউজ২৪লাইন:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় কাউসার হোসেন কাজল সরকার(৫০) নামে এক দলিল লেখকের
মৃত্যু হয়েছে, আহত হয়েছে তিনজন।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ভেদরগঞ্জ উপজেলার (ডি এম খালী)-সখিপুর সড়কের হকপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কাজল (ডি এম খালী) হাজী কান্দি গ্রামের মরহুম আজিজুল হক সরকারের পুত্র।

এদুর্ঘটনায় আরো তিন জন আহত হয়েছে।
আহতরা হলেন মহিম চৌধুরী (২০), পিতা, সিরাজ চৌধুরী। নাদিম চৌধুরী (১৯)পিতা, নাজমুল চৌধুরী। উভয় দক্ষিণ সখিপুর বেপারী কান্দি বাসিন্দা
রায়হান সরদার ( ১৬)। পিতা, বাবুল সরদার। দক্ষিণ সখিপুর আলমচান বেপারী কান্দি বাসিন্দ।

স্থানীয়রা জানান দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে।
অপর দিকে মোটরসাইকেল চালকসহ সাথে থাকা আরো ২ জন গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক আবস্থায় আহত তিন জনকে ঢাকায় রেফার করেন।

বিমানে যাত্রীর সিটে যাত্রী নয় এসেছে পানির বোতল

 

নিউজ২৪লাইন:

বিমানে যাত্রীর সিটে যাত্রী নয় এসেছে পানির বোতল!

গতকাল দুবাই টু ঢাকা গামী বাংলাদেশ বিমান
বি জি ৪০৪৭ যাত্রী নেই কিন্তু গুনতে হয়েছে টিকেট এর জন্য যাত্রী কে বাড়তি টাকা,
দুবাই থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসার সময় বিমানের ভেতরের দৃশ্য দেখে যাত্রীরা অবাক ।
বিমানে সিট খালি থাকার কারণে পানির বোতল রাখা হয়েছে যাত্রী সিটের ওপর।
দুবাই ট্রাভেল এজেন্সিতে যাত্রী টিকিট ক্রয় করতে গেলে তখন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা বলেন বিমানে সিট খালি নেই।
মিথ্যা বাহানা বলে যাত্রীদের কাছ থেকে ১০০/১৫০ দিরহাম বেশি দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে যাত্রী দের। ট্রাভেল এজেন্সির লোক তারা বলেন যদি এক সপ্তাহ বা পনেরো দিন পরে যায় তাহলে একশত দিরহাম কম আছে। যাত্রী নিদৃষ্ট সময়ে আসার জন্য একশত দিরহাম বেশি দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে যাত্রী কে ,
কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে বিমানের ভেতর আসার পরে এবং বিমান ছেড়ে দেওয়ার পরেও অনেক সিট খালি রয়ে গেছে। তাহলে কেন বিমানের সিট খালি নেই বলে বাড়তি টাকা নেওয়া হচ্ছে যাত্রীদের সাথে করা হচ্ছে প্রতারিত ।

গৃহবধূকেধর্ষণ কান্ডে কক্সবাজারের পর্যটন শূন্যতা দেখা দিয়েছে

নিউজ২৪লাইন:

হোটেলে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ ও রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলগুলোতে দাম নিয়ে নৈরাজ্যের চরম প্রভাব পড়েছে পর্যটন ব্যবসার ওপর। ভরা পর্যটন মৌসুমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে মিলছে না উল্লেখযোগ্য পর্যটকের দেখা। ফলে হতাশা বিরাজ করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল এন্ড রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, প্রতি বছর এ সময়ে পর্যটন এলাকার প্রায় আবাসিক হোটেলে ৮০-৯০ ভাগের অধিক রুম বুকিং থাকে। কিন্তু বর্তমান সময়ে প্রায় হোটেলে ৫০ ভাগের অধিক রুম খালি পড়ে আছে।

তার মতে, বলতে গেলে চলতি পর্যটন মৌসুমে উল্লেখযোগ্য পর্যটক নেই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নুরুল আবছার জানান , বছরের শেষ দিন অর্থাৎ ‘ থার্টি ফার্স্ট নাইট ’ উদযাপনেও পর্যটকের দেখা মেলেনি সেভাবে। কিন্তু অন্যান্য বছর হোটেলে রুম পেতেই গলদঘর্ম হতে হতো পর্যটকদের। পাশাপাশি এমন পরিস্থিতিও গেছে হাজার হাজার পর্যটক রাস্তায় এবং খোলা আকাশের নিচে ঘুমিয়েছে। কিন্তু এবার দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও ধ ” ণকাণ্ড ও কিছু অ ’ সাধু ব্যবসায়ীদের গ ’ লাকা ’ টা বাণিজ্য নিয়ে পর্যটন ব্যবসায় চ ’ রমভাবে ধস নেমেছে ; যা পর্যটন ব্যবসার জন্য সত্যিই উ ’ দ্বেগজনক ।

কক্সবাজার পর্যটন গলফ মাঠের গাড়ি পার্কিংয়ের ইজারাদার কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাহউদ্দিন সেতু বলেন , গত ১৬ ডিসেম্বর ছুটির ৩ দিনে পর্যটকদের বড় বাস পার্কিং ছিল সাড়ে ৩০০টি। পার্কিং জায়গা না পেয়ে স্থানীয় ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে আরও ২৫০ বড় বাস পার্কিং করা হয়। প্রতিদিন প্রায় ৭০০ বাস কক্সবাজারে পার্কিং হয়েছিল। কিন্তু এবারে বছরের বিদায় ও বরণ উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের বড় বাস পার্কিং করা হয় ১০০টির মতো। এ থেকে বোঝা যায় , অন্যান্য ছুটির সময়ের তুলনায় এবার কক্সবাজারে পর্যটক আসেনি বললেই চলে ।

তিনি আরও বলেন , এতে বড় ধরনের ক্ষ ’ তির মুখে পড়েছে পর্যটক ব্যবসায়ীরা। মূলত থার্টিফার্স্ট নাইটকে উপলক্ষ করে পার্কিং ইজারা নেওয়া হয় ; যা খুবই হতাশাজনক।ইজারাদার সেতু বলেন , মূলত গৃ ’ হবধূকে স ’ ন্ত্রাসী ও ছি ’ নতাইকারী কর্তৃক দলবদ্ধভাবে ধ ” ণ ও ডাল – ভাতের দামসহ মালাই চায়ের দাম নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় চলতি বছর কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভ্রমণপিপাসু পর্যটকরা ।

কক্সবাজার হোটেল – মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন , এবার আশানুরূপ পর্যটক আসেনি। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মাত্র ৫০ শতাংশের অধিক রুম বুকিং হয়। এছাড়া সমুদ্র সৈকতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজনে স ’ রকারি নি ’ ষেধাজ্ঞাও পর্যটক ধসের আরেকটি কারণ। পাশাপাশি ধ ” ণের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়ায় পর্যটকের সংখ্যা কমে গেছে। বছর বিদায় ও বরণের এমন সময়ে কক্সবাজারে এমন নাজুক অবস্থা আর হয়নি ।

আবাসিক হোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ জানান , এখন সব হোটেল অনলাইনে বুকিং নিচ্ছে। তাই কোনো দালালের কাছে না নিয়ে গিয়ে সরাসরি হোটেল বুকিং দিলে সাশ্রয় রেটে রুম দেওয়া সম্ভব। এবার কাঙ্ক্ষিত পর্যটকের আগমন হয়নি। তবে খুশির খবর হচ্ছে এবার অন্যবারের তুলনায় কিছু বিদেশি পর্যটক বেশি এসেছেন ।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্ম ’ দ মহিউদ্দিন আহমেদ বলেন , কক্সবাজারের সাড়ে ৪০০ আবাসিক হোটেলে প্রায় দেড় লাখ লোক রাত্রিযাপন করতে পারেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল ; যা এখনো চলমান রয়েছে। এছাড়া স্বা ’ স্থ্যবিধি মানা ও পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারে যাতে আর কোনো নেতিবাচক ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ।