শরীয়তপুরে শতভাগ ভোট হওয়া ফলাফল স্থগিত করলো হাইকোর্ট

নিউজ২৪লাইন:
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলার ডিঙ্গামা‌নিক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশে স্থগিত করেছেন হাইকোর্ট।

পাশাপাশি ইউ‌নিয়ন‌টির ৩নং কেন্দ্রে ভোটের ফলাফল ২ রকম কেন? তাই ফলাফল কেন বাতিল হবে না মর্মে রুল জারি করে নির্বাচন কমিশনারকে প্রতিবেদনসহ জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল বুধবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিভা‌গের এক‌টি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

উল্লেখ্য যে, গত ৫ই জানুয়ারি ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আ‌নোয়ার হো‌সেন খান অভিযোগ করেন, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বাক্ষরিত ফলাফলের কাগজে ব্যাপক অ‌নিয়ম ক‌রে নি‌জে‌দের পছ‌ন্দের প্রার্থী‌কে বিজয়ী ঘোষণা ক‌রে‌ছেন দা‌য়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা। যেখা‌নে একটি কেন্দ্রে ভোটার উপ‌স্থি‌তি দেখা‌নো হয়ে‌ছে শতভাগ। পরবর্তী‌তে বিষয়‌টি নি‌য়ে বি‌ভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হ‌লে পূ‌র্বের ফলাফল সং‌শোধন ক‌রে বেসরকারিভা‌বে প্রার্থীর নাম বিজয়ী ঘোষণা করেন রিটা‌নিং কর্মকর্তা

এ নি‌য়ে পরা‌জিত চেয়ারম্যান প্রার্থী আ‌নোয়ার হো‌সেন খান হাইকোর্ট ডি‌ভিশ‌নে (১৩ জানুয়ারি) একটি রিট দাখিল করেন। রিট নম্বর:- ১৯৮৩/২০২২।

গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিজ্ঞ আদালত শুনানি শেষে নির্বাচন কমিশনারসহ নির্বাচনী সংশ্লিষ্ট ৮ জনের উপর রুল জারি ক‌রে আদেশ দেন। বাদী পক্ষের মামলা‌টি পরিচালনা করেন ব্যারিষ্টার ইলিয়াস হোসেন কচি।

ডিঙ্গামা‌নিক ইউ‌নিয়ন প‌রিষদের বর্তমান চেয়ারম্যান ও প‌রাজিত আনারস প্রতীকের প্রার্থী আ‌নোয়ার হো‌সেন খাঁন ব‌লেন, শতভাগ ‌ভোটকা‌ন্ড ঘ‌টি‌য়ে নির্বাচনী দা‌য়িত্বপ্রাপ্তরা মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে তাদের প্রছ‌ন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা ক‌রে‌ছেন। ‌আমি ‌নির্বাচন পরবর্তী এ নি‌য়ে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ পূণরায় ভোট গ্রহ‌নের দাবী জা‌নি‌য়েছিলাম নির্বাচন ক‌মিশন‌কে।

এছাড়া নির্বাচনী বি‌ধি ভ‌ঙের দা‌য়ে ৩নং দেওজু‌রী কেন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত পিজাই‌ডিং কর্মকর্তা‌কেও শোকজ ক‌রা হ‌য়ে‌ছে। তাই আমি আমার ইউ‌নিয়‌নে ফলাফল স্থ‌গিত ‌চে‌য়ে হাই‌কো‌র্টে অ‌ভি‌যোগ ক‌রে‌ছি, আদালত আ‌বেদন মঞ্জুর ক‌রে‌ছে এবং ৪ সপ্তা‌হের ম‌ধ্যে নিবাচ‌নে সং‌শ্লিষ্ট‌দের জবাব দি‌তে বলা হ‌য়ে‌ছে। ‌আমি আমার ইউ‌নিয়‌নের আঠা‌রো হাজার ভোটা‌রের দাবী নি‌য়ে ন্যায় বিচার প্রার্থনা কর‌ছি।

এ‌ বিষ‌য়ে জেলা নির্বাচন অ‌ফি‌সার শেখ জা‌হিদের স‌ঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব‌লেন, আদালত থে‌কে কোন নি‌র্দেশনা এ‌সে পৌঁছায়নি। আস‌লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হ‌বে।

সুএ: সময়ের কন্ঠসর

নড়িয়ায় বিএম মনিরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিউজ২৪লাইন:
শেখ নজরুল ইসলাম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বিএম মনির (৫৩) ও তার ছেলে রাজ বেপারীর (২১) উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে নড়িয়া-জাজিরা সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মোক্তারের চর ইউনিয়নের শতাধিক মানুষ। সমাবেশে বক্তব্য রাখেন মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার ও বিএম সিরাজ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নড়িয়া বাজারের চৌরাস্তার মোড়ে হামলার শিকার হন বিএম মনির ও তার ছেলে রাজ।
বিএম মনির অভিযোগ করে বলেন, আমি একটি মামলায় আদালত থেকে জামিন নিয়ে রিকল জমা দেওয়ার জন্য নড়িয়া থানায় গিয়েছিলাম। রিকল দিয়ে থানা থেকে আমি ও আমার ছেলে বাড়ি ফেরার পথে নড়িয়া বাজারের চৌরাস্তার মোড়ে পৌঁছলে মোক্তারের চর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাদশা শেখের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন আমাকে ও আমার ছেলেকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে। পরে আমি ট্রিপল নাইনে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। বর্তমানে আমি ও আমার ছেলে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সমাবেশে মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার বলেন, মোক্তারের চর ইউনিয়ন নির্বাচনে বিএম মনির আমার পক্ষে নির্বাচন করায় বাদশা শেখ তার লোকজন দিয়ে বিএম মনির সহ ১৩ জনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন। বিএম মনির সেই মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদশা শেখের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে বিএম মনির ও তার ছেলে রাজ গুরুতর আহত হন। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে যদি আমার কোন লোকজনের ওপর ফের হামলা করা হয় তাহলে তার উচিত জবাব দেওয়া হবে।

মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা শেখ বলেন, আমার কোন লোকজন বিএম মনিরের উপর হামলা করেনি। নির্বাচনকে কেন্দ্র করে বিএম মনির ও তাদের লোকজন আমার লোকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর্ কর বলেন, বিএম মনির ও তার ছেলের উপর হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।