বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়াম লিগ (বিপিএল) এর পর্দা উঠবে আজ

নিউজ২৪লাইন:
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আজ। মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে দুপুর দেড়টায় পর্দা উঠবে টুর্নামেন্টের অষ্টম আসরের। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬ টায় খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স। বাকি দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স মুখোমুখি হবে পরদিন দুপুর সাড়ে ১২টায়।

বিপিএলের প্রথম দিনের দুই ম্যাচের চার দলের ক্রিকেটারে ভরপুর। বাহারি রঙের জার্সিতে ব্যাট বলের উৎসবের আমেজ। বিদেশী নামীদামী তারকারা এখনও না আসায়, দেশী তারকায় উত্তাপ ছড়াচ্ছে অষ্টম আসর। মাশরাফী ইনজুরিতে থাকায়, প্রথম দিনেরই মাঠে নামছে বাকি চার পান্ডব। তাড়াহুড় করে বিপিএলের আয়োজন, যথেষ্ট প্রস্তুতি আর কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারছে না দলগুলো।

ঢাকায় পাঁচ দিনে ৮টি ম্যাচ শেষে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে ৮ ম্যাচ। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি ঢাকায় আবার হবে চার ম্যাচ। ৭-১২ ফেব্রুয়ারি সিলেটে হবে রাউন্ড রবিনের বাকি ১০ ম্যাচ। ৩০ ম্যাচের প্রথম পর্বের শীর্ষ দু’দল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুরে খেলবে প্রথম কোয়ালিফায়ার। সেদিন দুপুরে হবে তৃতীয় ও চতুর্থ স্থানীয় দলের মধ্যে এলিমিনেটর। এই ম্যাচের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল।

ঐতিহাসিক স্থাপনাগুলো হোটেলে রূপান্তর করবে সৌদি

মাহফুজ আহম্মেদ;
নিউজ২৪লাইন:

সৌদি আরবে সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
শুধুমাত্র তেল রপ্তানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর জন্য চেস্টা চালাচ্ছেন সালমান।তিনি চান বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সৌদিতে আসুক। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হবে।
আর এ পরিকল্পনার অংশ হিসেবে এবার দেশটির কিছু ঐতিহাসিক প্রাসাদকে বুটিক হোটেলে রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান।
সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছে, বুটিক গ্রুপ ঐতিহাসিক প্রাসাদগুলোকে হোটেলে রূপান্তর করবে।
পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল রুমায়ন এ ব্যপারে জানান, ক্রাউন প্রিন্সের গঠিত বুটিক গ্রুপ সৌদি আরবের বিশেষ স্থাপনাগুলো খুঁজে বের করে সেগুলো উন্নত করার কাজ করবে।
তিনি আরো জানান, এই স্থাপনাগুলো দেশটির অর্থনৈতিক উন্নতি ও তেল রপ্তানির বাইরে জিডিপি বাড়াতে সহায়তা করবে।
সৌদি আরব ভিশন ২০৩০ নিয়ে আগাচ্ছে। এই ভিশনের লক্ষ্যই হলো তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটন খাত থেকে আয় করা।